তিন বছরের ডেটিং শেষে কয়েকমাস আগে
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কাতারের বিলিয়নিয়ার ব্যবসায়ী উইসাম
আল মানাকে বিয়ে করেন জ্যানেট।
এ প্রতিবেদনে আরো বলা হয়, জ্যানেট
মধ্যপ্রাচ্যে চলে গেছেন এবং ধর্ম পরিবর্তনের পর নাম রেখেছেন জান্নাত।
জ্যানেট সম্পূর্ণভাবেই গানের ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন। এর আগে অবশ্য
জ্যানেটও জানান, আমি গান ছাড়তে চাই যাতে আমি আমার স্বামীর সঙ্গে ব্যক্তিগত
জীবনযাপন করতে পারি এবং মিডিয়া থেকে দূরে থাকতে পারি।
উইসামের সঙ্গে এটি ছিল জ্যানেটের তৃতীয়
বিয়ে। এ বিয়ের পর থেকে জ্যানেট আর কোনো অভিনয় করেননি এবং তার কোনো গানও
মুক্তি পায়নি। ২০১২ সালে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নয় বছরের ছোট
উইসামকে বিয়ে করেন জ্যানেট।