রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

কারাখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর গুলশানের ইউটা গার্মেন্ট এর শ্রমিকরা আজ সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় তারা কয়েকটি পোশাক কারাখানায় ভাঙচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে। এতে পাঁচজন শ্রমিক আহত হয়েছে। শ্রমিকদের অবরোধের কারণে গুলশান-১ লিংকরোড থেকে নাবিস্কো পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকাল ৮টায় কাজে এসে কারখানা বন্ধ দেখলে ইউটা গার্মেন্ট এর কর্মীরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বন্ধ হওয়া গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। পরে তারা সড়কে অবস্থান নেয়। এতে করে গুলশান ১ লিংকরোড থেকে নাবিস্কো পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post