কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়ায় গতকাল মঙ্গলবার(১১ জুন) কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্য সহকারিদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলে তথ্য প্রযুক্তর আওতায় নিয়ে আসার লক্ষ্যে উপজেলার ৯জন সিএইচসিপি ও ১৭ জন স্বাস্থ্য সহকারি সহ মোট ২৬ জনকে ল্যাপটপ ও নোটবুক বিতরণ করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা; মোহাম্মদ বখতিয়ার আলম,স্যানেটারী ইন্সপেক্টর জহর লাল পাল,স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) মো: রেজাউল হক,উপজেলা এমটিইপিআই সৈয়দ কামরুল হাসান,প্রধান সহকারি আবু নাসের, সহকারি স্বাস্থ্য পরিদর্শক যথাক্রমে নুরুল আবছার কুতুবী,মুসলেহ উদ্দিন,আ: মান্নান,আবুল কাশেম,আবু তাহের, অফিস সহকারি আব্দু রশিদ বাদশাহ,সিএইচসিপি মুহাম্মদ রাসেল,আবুল হাসনাত,মো: আনিছ,দিদারুল ইসলাম,রোজিনা আক্তার,শাহিনুর ইয়াছমিন,বেগম রুমানা ইয়াছমিন,কামরুন নাহার,ছৈয়দুল আলম সহ স্বাস্থ্য সহকারিরা উপস্থিত ছিলেন।