দীপিকাকে কোলে নিয়ে শাহরুখের ৮০০ কদম

 দীপিকা পাডুকোনকে কোলে নিয়ে নাকি টানা আটশ কদম হেঁটেছেন কিং খান শাহরুখ। উভয় তারকার আসছে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শ্যুটিংয়েই শাহরুখ দীপিকাকে কোলে এই কাজটি করেছেন।
 
জানা যায়, ভারতের চেন্নাইতে সাধারণত বিয়ের সময় স্বামী তার স্ত্রীকে কোলে নিয়ে আটশ কদম হেঁটে থাকেন। এটিকে ওই এলাকায় বলা হয় মুননার। যার ফলে স্বামী ও স্ত্রীর মধ্যে শক্ত বোঝাপড়া তৈরি হয় বলে মানুষের বিশ্বাস।
 
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শ্যুটিংয়ের সময় নাকি এই দৃশ্য দেখেই দীপিকা মজা করে শাহরুখ তাকে কোলে নিয়ে এটি করতে পারবেন কিনা জিজ্ঞাসা করেন। এসময় দীপিকা শাহরুখের শক্তি নিয়ে মজা করা শুরু করেন। আর তারপরেই শাহরুখ দীপিকাকে কোলে তুলে নেন এবং নাকি টানা ৮০০ কদম হেঁটে দেখান।
 


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post