আজ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে চাঁদ

http://www.dailykalerkantho.com/assets/images/news_images/2013/06/23/thumbnails/image_1219.chad.jpg
আজ রবিবার, ২৩ জুন পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে চাঁদ। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এ নিকটবর্তী অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়। এ সময় চাঁদ পৃথিবী থেকে তিন লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার বা দুই লাখ ২১ হাজার ৮২৪ মাইল দূরত্বে অবস্থান করবে। আর পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় চার লাখ কিলোমিটার।

জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা অনুসন্ধিৎসু চক্র জানিয়েছে, অনুভূ সময়ে এসে সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একটি সরলরেখায় অবস্থান করবে বলে তখন পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। আগামী বছরের আগস্ট মাসের আগে চাঁদ পৃথিবীর এতটা কাছে আর আসবে না। বাংলাদেশ সময় আজ বিকেল ৫টা ৩২ মিনিটে চাঁদ অনুভূ অবস্থানে আসবে। তবে পূর্ণচন্দ্র বা পূর্ণিমার সর্বোচ্চ মুহূর্তটি ঘটবে বিকেল ৫টার দিকে। আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চাঁদ উঠবে বাংলাদেশের আকাশে।

অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা জানান, অনেকেই ২৩ জুনের চাঁদকে ‘সুপারমুন’ বললেও গবেষকরা একে বলেন অনুভূ পূর্ণচন্দ্র বা পেরিজি ফুল মুন। প্রতিবছরই কোনো না কোনো সময়ে অনুভূ ও পূর্ণচন্দ্র প্রায় একই সময়ে সংঘটিত হয়। তাই এটি একটি নিয়মিত ঘটনা। অনুভূ পূর্ণিমা অপুভূ (দূরবর্তী) পূর্ণিমার চেয়ে আকারে ১৪ শতাংশ এবং উজ্জ্বলতায় ৩০ শতাংশ বেশি হলেও খালি চোখে সেটি নির্ণয় করা কঠিন। তিনি বলেন, এ ঘটনায় পৃথিবীর ওপর কোনো প্রভাব পড়বে না। তবে জোয়ারের মাত্রা বেশি হতে পারে।

অনুসন্ধিৎসু চক্রের সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ পর্যবেক্ষণকারীদের ফিল্টার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সংগঠনের উদ্যোগে ঢাকার কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি হবে শিশু একাডেমী প্রাঙ্গণে। সেখানে আট ইঞ্চি স্মিড-ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ও চার ইঞ্চি মাকসুতভ ক্যাসিগ্রেইন টেলিস্কোপ থাকবে। এ ছাড়া ঢাকার বাইরে টেলিস্কোপের মাধ্যমে অনুসন্ধিৎসু চক্র ও অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এবং সিলেটে অনুসন্ধিৎসু চক্র ৮৭ মজুমদারি অম্বরখানায় পৃথক ক্যাম্প আয়োজন করেছে। ক্যাম্পগুলো আজ সন্ধ্যা সাড়ে ৬টা শুরু হবে।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post