Published: 2013-06-23 10:02:57.0 GMT
Updated: 2013-06-23 20:44:48.0 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। রোববার বৃষ্টি বিঘ্নিত ফাইনালে তারা ৫ রানে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে।
ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটাই ভারতের প্রথম একক শিরোপা। ২০০০
সালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়েছিল তারা। পরের আসরে
শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল।
একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের কৃতিত্বও মহেন্দ্র সিং ধোনির।
ভারতের সাফল্যের কারণে ইংল্যান্ডের বৈশ্বিক কোনো ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা অধরাই থেকে গেলো।
এজবাস্টনে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৬ ঘন্টা পরে শুরু হওয়ায় ফাইনাল নেমে আসে ২০ ওভারে।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৯ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে ১২৪ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
দারুণ
ছন্দে থাকা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ২৪ বলে ৩১ রান করলেও
এক সময় ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে যায় ভারত।
তবে ষষ্ঠ
উইকেটে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার ৩৩ বলে ৪৭ রানের জুটি লড়াই করার মতো
সংগ্রহ এনে দেয় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের। কোহলি ৩৪ বলে ৪৩ রান করেন,
আর জাদেজা ২৫ বলে ৩৩ রানে অপরাজিত থেকে যান।
২০ রানে ৩ উইকেট নেন রবি বোপারা।
জবাবে
৪৬ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারালেও বোপারা ও এউইন মর্গানের দৃঢ়তায়
জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু দুজনে ৫৩ বলে ৬৪ রানের জুটি
গড়ার পর ম্যাচে নাটকীয় পরিবর্তন।
১৬ বলে ২০ রানের প্রয়োজনীয়তার
সামনে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ড জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ইশান্ত শর্মা
পর-পর দুই বলে মর্গান (৩৩) ও বোপারাকে (৩০) ফিরিয়ে দিলে ঘুরে দাঁড়ায় ভারত।
পরের ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করলেও স্বাগতিক দল ৫ রানের ব্যবধান ঘোচাতে পারেনি।
২৫
বলে অপরাজিত ৩৩ রানের মূল্যবান ইনিংস খেলে এবং ২৪ রানে ২ উইকেট নিয়ে
ফাইনালের সেরা খেলোয়াড় জাদেজা। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টে সবচেয়ে বেশি
উইকেটের মালিকও তিনি।
দুটি শতকসহ ৩৬৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ধাওয়ান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত:
২০ ওভারে ১২৯/৭ (রোহিত ৯, ধাওয়ান ৩১, কোহলি ৪৩, কার্তিক ৬, রায়না ১, ধোনি
০, জাদেজা ৩৩*, অশ্বিন ১, ভুবনেশ্বর ১*; বোপারা ৩/২০, অ্যান্ডারসন ১/২৪,
ট্রেডওয়েল ১/২৫, ব্রড ১/২৬)
ইংল্যান্ড: ২০ ওভারে ১২৪/৮ (কুক ২, বেল
১৩, ট্রট ২০, রুট ৭, মর্গান ৩৩, বোপারা ৩০, বাটলার ০, ব্রেসনান ২, ব্রড ৭*,
ট্রেডওয়েল ৫*; অশ্বিন ২/১৫, জাদেজা ২/২৪, ইশান্ত ২/৩৬, যাদব ১/১০)
ম্যাচ সেরা: রবীন্দ্র জাদেজা।
