কর্মস্থল থেকে বিতারিত হচ্ছেন বিতর্কিত সেই নারী সাংবাদিক!

কর্মস্থল থেকে বিতারিত হচ্ছেন বিতর্কিত সেই নারী সাংবাদিক!


নানা কারনেই তিনি আলোচিত। আলোচনার চেয়ে সমালোচনায় তাকে নিয়ে বেশি। অঘাত পান্ডিত্যের ভাব আর কুচ নেহি মনোভবের কারণে সবার চক্ষুশুল এখন তিনি। দেশে নারী সাংবাদিক বলতেই নাম আসে তার। অনেক প্রভাবশালী হিসেবে এতোদিন নিজেকে জাহির করলে এখন আর হারে পানি পাচ্ছেন না তিনি। চাকরি হারাতে বসেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচিত এই নারী সাংবাদিক। কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত কর্তৃত্ব জাহির এবং সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণের কারণে সম্প্রতি তাঁর চাকরি নড়বড়ে হয়ে গেছে। তাঁর কারণে টিভি চ্যানেলটির মালিক অনেকের বিরাগভাজন হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে টক শো’তে আমন্ত্রিত অতিথিদের অসঙ্গতিপূর্ণ উল্টা-পাল্টা প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলারও গুরুতর অভিযোগ উঠেছে।

এক সময়ের সর্বাধিক প্রচারিত একটি বাংলা দৈনিকের নিজস্ব প্রতিবেদক এই নারী সাংবাদিক একবিংশ শতাব্দীর প্রথম দিকে দেশের প্রথম টেরিস্টরিয়াল বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে ইলেক্ট্রনিক মিডিয়ায় পা রাখেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক- উভয় গণ...


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post