তাসকিন-সানির বোলিং নয়, আইসিসি’র সিদ্ধান্ত বিতর্কিত

 নিজস্ব প্রতিবেদক 


 প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৩ মার্চ ২০১৬, রোববার |  আপডেট: ০৩:৩৬ পিএম, ১৩ মার্চ ২০১৬, রোববার

তাসকিন-সানির বোলিং নয়, আইসিসি’র সিদ্ধান্ত বিতর্কিত
‘তিন মোড়লের সময় শেষ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি`র বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

তাসকিন-সানির বোলিং নয়, আইসিসি’র সিদ্ধান্ত বিতর্কিত উল্লেখ করে বক্তারা বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ধর্মশালায় অনুষ্ঠিত তিন ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের জয় তুলে নেয় টাইগাররা। বিগত ১২ মাস খেলার পরও তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে কোন ধরনের বিতর্ক না উঠলেও টি টোয়েন্টির মতন গুরুত্বপূর্ণ আসরের শুরুতে এই ধরনের অবান্তর বিতর্ক টাইগারদের মানসিকভাবে দুর্বল ও তাদের নিজস্ব ভালো খেলা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র বলে প্রতিয়মান। 

সমাবেশ থেকে বলা হয়, আম্পিয়ার রড টাকার ও ম্যাচ রেফারি অ্যান্ডি পিক্রফট অতীতে তাসকিনের বোলিং অ্যাকশন এবং সানির বোলিং ঘূর্ণি জাদুকরী দৃশ্য অবলোকন করার পরও টি-টোয়েন্টির মতন টান টান উত্তেজনাকর পরিস্থিতে তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে প্রশ্ন তুলে মূলত; আইসিসি তাদের নিজেদের যোগ্যতা, মানসিকতা এবং বিশ্ব ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করছে। এই হতাশ বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্ত অনুরাগী। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিশ্ব বাঙালী সম্মেলনে সভাপতি মুহাম্মদ অবদুল খালেক, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ। 

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post