স্পোর্টস ডেস্ক: আইপিএল নবম আসরের কমলা টুপির মালিক বিরাট কোহিলি। এবার তিনি গোটা আইপিএলের 'ম্যান টু ওয়াচ', টানা পাঁচ ম্যাচ জিতে ব্যাঙ্গালুরুকে সেমিতে তোলার নায়ক। তবে এই নায়ক সেমিফাইনালে কত রান করলেন? ২ বলে শূন্য।
স্বাভাবিক নিয়মে যে খেলোয়াড় ১৫ ম্যাচে একটানা দলের জন্য রান করেন, তাঁর একটা ম্যাচে শূন্যতে কী এসে যায়? এসে যায়, যখন ক্রিকেটারের নাম হয় 'বিরাট কোহলি'। কিন্তু শূণ্য রানের আউট হওয়া ক্যারিয়ারে একটি লজ্জার হিসেবে দাড়িয়েছে
এটা ভাল করেই জানেন কোহিল। ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান নবম আসরে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজই 'হাজার দুয়ারির' পথে যাচ্ছিলেন বিরাট। কিন্তু পারেননি বিরাট। গুজরাটে ভয়ঙ্কর বোলার ধাওয়াল কুলকারনির বলে শূণ্য রানে বোল্ড আউট হয়ে আশার প্রদীপ নিভে দেন। বিরাটের এই দুঃখ হয়তো মনে বিরাজ করবে হাজার বছর ধরে। কারণ দীর্ঘ ১ বছর ৯ মাস পর শূন্য রান আউট হয়েছে তিনি। একটি তথ্য বলছে, বিরাট কোহলি একদিনের ম্যাচে শেষবার শূন্য রানে আউট হয়েছিলেন ২০১৪ সালের ২৭ অগস্ট। সেই হিসেবে আজ কোহলি আউটের বয়স ১ বছর ৯ মাস। ২০১৪ সালের ২৭ অগস্ট কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হন বিরাট। আর টেস্ট ম্যাচেও তার মাত্র কয়েকদিন আগে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। তারপরে আর বিশ্বের কোনও বোলার বিরাটকে শূন্য রানে ফেরাতে পারেননি।