স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের সংসারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সবচেয়ে আদুরে। তার সঙ্গে যোগাযোগের জন্য দোভাষী নিয়োগ করেছে দলটির কর্তৃপক্ষ। মাঠে তাকে সুবিধা-অসুবিধা বোঝাতেও অনেক কষ্ট হয়। তবে ক্রিকেটের ভাষাটা তিনি ভালোভাবেই বোঝেন। তাই ফাইনালে উঠতে এই আদুরে ছেলেটার ওপরেই ভরসা করছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
হায়দরবাদের পরের ম্যাচটি সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের বিপক্ষে আগামীকাল। ম্যাককালাম-রায়না-স্মিথদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মোকাবেলা
করতে ওয়ার্নারের ভরসা মুস্তাফিজের বোলিং লাইন আপ। শেষ ম্যাচে মুস্তাফিজ উইকেট না পেলেও ডেথে তার বলে খুব বেশি নড়াচড়া করতে পারে নি কলকাতা নাইট রাইডার্স। এই বোলিং অস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ওয়ার্নার। ওয়ার্নার বলেছেন, মুস্তাফিজ বড় ট্যালেন্ট। আমি চেষ্টা করেছি ওকে সতর্ক ভাবে ব্যবহার করতে। এমন সময় আক্রমণে আনতে যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে গেছে। প্রচণ্ড মারের তোড়ের মধ্যে ওকে না ফেলতে। বাংলাদেশের ক্রিকেপ্রেমীরা মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স দেখছে তা ভালো করেই জানেন ওয়ার্নার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ওকে খুব ভালবাসি। ও যা ফিল্ড চায়, তা-ই দিই। ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে যত পারি স্বচ্ছন্দ করার চেষ্টা করি। সানরাইজার্স হায়দরাবাদ একটা পরিবারের মতো। আর তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মুস্তাফিজ। মাঠে মুস্তাফিজের সঙ্গে কথা বলার ব্যাপারে ওয়ার্নার বলেন, তখন আমরা ক্রিকেটিং ল্যাঙ্গোয়েজে আদানপ্রদান করি। সিগন্যালও করি। ইয়র্কার দিতে বললে নীচে দেখাই। স্লোয়ার বললে হাত দিয়ে দেখাই।