কম্পিউটারের ডাউনলোড এবং আপলোড এর পরিমাণ মাপতে ব্যবহার করুন ছোট্ট একটি ডাউনলোড মিটার

কম্পিউটারের ডাউনলোড এবং আপলোড এর পরিমাণ মাপতে ব্যবহার করুন ছোট্ট একটি ডাউনলোড মিটার


ইন্টারনেট যারা ব্যবহার করি সবাই কম বেশি ডাউনলোড করে থাকি। কিন্তু প্রতি মাসের শেষে জানা হয়ে ওঠে না আমরা মোট কত মেগাবাইট বা কত গিগাবাইট ডাউনলোড এবং আপলোড দিলাম। গুগোলে খুঁজলে এমন গোটা দশেক সফটওয়্যার পাবেন, সবচেয়ে ভাল DU Meter কিন্তু এটা একবার ইন্সটল করা বেশ ঝামেলাদায়ক। আমি বার তিনেক চেষ্টা করার পরে অসফল হয়ে পাড়ি জমালাম একটা ফ্রীওয়্যারের দিকে, সফটওয়্যার খানা ছোট-খাটো। আপনার পিসির টাস্কবারের সাথে সহজেই আটকে রাখতে পারবেন, প্রতিদিন কতটুকু ফাইল ডাউনলোড করলেন এবং প্রতি মাসে কত গিগাবাইট ডাউনলোড এবং আপলোড হয়েছে তা অতি সহজেই জানতে পারবেন।

আমার হিসাব মতে আমি প্রতি মাসের ১ তারিখে সফটওয়্যারের হিসাব নিকাশের পাতা নবায়ন করি। এতে করে পুরাতন ডাউনলোড এর হিসাব মুছে যায় আবার ১ তারিখ হতে নতুন মাসের হিসাব রাখা শুরু হয়। আমার গত ৩ মাসের হিসাব মতে আমি টোটাল ১৬০ দশমিক ৪১ গিগাবাইট ডাউনলোড করেছি এবং ৪ দশমিক ৮৬ গিগাবাইট আপলোড করেছি।

সুতরাং প্রতিদিন আমার গড়ে আপলোড এবং ডাউনলোড করা হয়েছে যথাক্রমে – ৪১ দশমিক ৪৭ মেগাবাইট এবং ১ দশমিক ৩৬ গিগাবাইট। আমি প্রচুর মাত্রায় মুভিখোর, বেশি বেশি মুভি ডাউনলোড করি বলেই এই অবস্থা।

ডাউনলোড করতে হলে ক্লিক করুন নিচের লিঙ্ক –এ

ডাউনলোড লিঙ্ক-http://goo.gl/vTx

বিস্তারিত পড়ুন

স্বামীর উত্তেজনা মূহুর্তে স্ত্রীর কি করণীয়?

স্বামীর উত্তেজনা মূহুর্তে স্ত্রীর কি করণীয়?

ধর্ম | ১৬ পৌষ ১৪২০ | Monday, December 30, 2013
ctg465.jpg






















 রাগ বা ক্রোধ ঈমানের বড় শত্রু। কারো থেকে প্রতিশোধ নেয়ার দৃঢ় প্রত্যয়ের সময় যে তোলপাড় সৃষ্টি হয় তাকে ক্রোধ বলে। ক্রোধ যেমনিভাবে মানুষের ঈমান ও আত্মার শত্রু তেমনিভাবে অনিয়ন্ত্রিত ক্রোধ জীবনেরও বড় শত্রু। ক্রোধের কারণে মানুষের পশুসুলভ আত্মা সক্রিয় হয়। চেহারা বিবর্ণ হয়। শিরা-উপশিরা ফুলে যায়, মানুষ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার কারণে অনায়াসে মুখে অশ্নীল কথা, অঙ্গে অশ্নীল কাজ প্রকাশ পায়। ক্রোধ একটি জ্বলন্ত অগ্নিশিখা, তাই মানুষ ক্রোধান্বিত হলে সে অগ্নি সহজে নেভে না ।স্বামীর উত্তেজনা/বা রাগের মূহুর্তে স্ত্রীর কি করণীয়——

@ আপনার স্বামী কখনও অসন্তুষ্ট হয়ে মুখ কালো করলে আপনিও তার সাথে মুখ ফুলিয়ে বসে থাকবেন না।
@ বরং তোষামোদ করে,অনুনয়-বিনয় প্রকাশ করে, হাত জোর করে যেভাবে সম্ভব তাকে খুশী করবেন।
@ ত্রুটি যদি আপনার না হয়ে স্বামীর হয়, তাহলেও তার উত্তেজনার জবাবে আপনি ও উত্তেজিত হয়ে যাবেন না।
@ বরং করজোড়ে নতি স্বীকার করে তার কাছে ক্ষমা চাওয়াকে নিজের জন্য গর্ব ও মর্যাদার বিষয় মনে করবেন।
@ আর ক্রটি যদি আপনার পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে তো আপনার অসন্তুষ্ট হয়ে মুখ ফুলিয়ে রাখা চরম বোকামী ও নির্বু্দ্ধিতা ছাড়া কিছুই নয়।
@ আর এ জাতীয় আচরণের ফলেই স্বামী-স্ত্রীর মধ্যে মনের দুরত্ব, মন কষাকষি ও বিশৃংখলা সৃষ্টি হয়।
@ আপনার স্বামী কোন কারনে উত্তেজিত হয়ে গেলে তার মুখের উপর এমন কোন কথা বলা উচিত নয়, যার কারনে তার উত্তেজনা আরো বৃদ্ধি পায়।
@ উত্তেজনার বশে তিনি ভাল-মন্দ কিছূ বললে তা সহ্য করে নিবেন, এবং জবান দানে নিজেকে সম্পূর্ন নিবৃত্ত রাখবেন।
@ তিনি উত্তেজিত হয়ে অবিরাম বলতে থাকলেও নিরবে শুনে যাবেন।
@ উত্তেজনা অবদমিত হবার পর দেখবেন তিনি নিজেই আপনার কাছে লজ্জিত হবেন।
@ উপরন্তু আপনার প্রতি তার আকর্ষণ ও ভালবাসা পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে কখনও আপনার প্রতি উত্তেজিত হবেন না।
@ আর যদি স্বামীর উত্তেজনার জবাবে আপনিও উত্তেজিত হতে থাকেন, তাহলে পরিস্থিতির ক্রমাবনতি ঘটে এর ফলে শেষ পরিণতি কোথায় গিয়ে দাড়াঁবে তা বলা মুসকিল।
কোরআন ও হাদীসের আলোকে রাগ বা ক্রোধঃ
পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে-রাগ সংবরণকারী এবং মানুষের ত্রুটি মার্জনাকারীদের জন্য আল্লাহ তায়ালার ক্ষমা ও জান্নাত নির্ধারিত। আল্লাহ পাক সৎ কর্মশীলদের ভালবাসেন।
রাসূলে আকরাম (সাঃ) বলেন, “তোমাদের কেউ যখন রাগান্বিত হবে সে যেন ওজু করে। কেননা, রাগ শয়তানের প্ররোচনা, শয়তান আগুনের তৈরী আর আগুন নিভে যায় ঠান্ডা পানিতে (মেশকাত)।
হাদীস শরীফে বর্ণিত আছে, “রাগ ঈমানকে এমনভাবে ধ্বংস করে যেমন পিপুল গাছের তিক্ত রস মধুকে বিনষ্ট করে।”
রাসূল (সাঃ) আরোও বলেছেন, যে ক্রোধকে বাধা দেয় আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তার আজাবকে বাধা দেবেন।
অন্য হাদীসে বর্ণিত আছে, “সে ব্যক্তি এমন শক্তিশালী নয় যে, মানুষকে ধরাশায়ী করে বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে।
জনৈক সাহাবী রাসূল (সাঃ) কে বললেন, আমাকে কিছু নসিহত করুন। তিনি বললেন, তুমি রাগ করোনা।
হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রসূল (সাঃ) কে জিজ্ঞেস করলাম, আমাকে আলস্নাহর রাগ থেকে কিসে রক্ষা করবে? তিনি বললেন, তুমি নিজে রাগান্বিত হয়ো না। রসূল (সাঃ) বললেন, যে আপন ক্রোধ দমন করে আলস্নাহ তায়ালা তার দোষ গোপন করেন। তিনি আরো বলেন, যখন তোমাদের কেউ রাগান্বিত হয় সে যেন বসে পড়ে, এতেও যদি রাগ প্রশমিত না হয় তাহলে যেন সে শুয়ে পড়ে। (মেশকাত)
বিস্তারিত পড়ুন

ভার্চুয়াল কিবোর্ড ফ্লেকসি

ভার্চুয়াল কিবোর্ড ফ্লেকসি

ভার্চুয়াল কিবোর্ড ফ্লেকসি

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট পিসির জন্য সম্প্রতি অবমুক্ত হয়েছে ফ্লেকসি নামের নতুন একটি কিবোর্ড। প্রচলিত 'কোয়ার্ট' ঘরানার এই কিবোর্ড টাইপ করার সময় নির্ভুলভাবে শব্দকে অনুমান করতে পারে বলে দাবি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান। এর বানান সংশোধন ফিচারটিও অত্যন্ত শক্তিশালী। প্রচলিত কিবোর্ডের তুলনায় এতে টাইপিংয়ের জায়গা পাওয়া যাবে ১৪% বেশি। অ্যন্ড্রয়েডচালিত যেকোনো টাচ ডিভাইসেই এটি ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ডিভাইসের জন্যও এটি রয়েছে। গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপস্টোরে পাওয়া যাবে এই কিবোর্ড।
বিস্তারিত পড়ুন

মোবাইলে ইন্টারনেট ছাড়াই টুইটার

মোবাইলে ইন্টারনেট ছাড়াই টুইটার

মোবাইলে ইন্টারনেট ছাড়াই টুইটার

অ-অ+
স্মার্টফোন ও সাধারণ ফিচার ফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এ সুবিধা দিতে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান 'ইউ২পিয়া মোবাইল'-এর সঙ্গে চুক্তি করেছে টুইটার। চুক্তিমতে, বিশেষ প্রযুক্তি 'ফোনএটউইশ'-এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়া বিশ্বের ৩০ দেশে সাত ভাষায় টুইটার ব্যবহারের সুযোগ করে দেবে 'ইউ২পিয়া'।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুমেশ মেনন জানিয়েছেন, আগামী বছরের প্রথম প্রান্তিকেই এ সুবিধা পাওয়া যাবে। এ জন্য ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট কোড নম্বরে ডায়াল করতে হবে।
জানা গেছে, ফোনএটউইশ সেবার মাধ্যমে বর্তমানে প্রায় এক কোটি ১০ লাখ ব্যক্তি ইন্টারনেট ছাড়াই ফেইসবুক এবং গুগল টক ব্যবহার করছেন।
বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৩ কোটি।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : রয়টার্স
বিস্তারিত পড়ুন