স্ট্যাম্পে স্বাক্ষর করে ব্রাজিল সমর্থক থেকে আর্জেন্টিনার সমর্থক












বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে ১০০ ও ৫০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে ব্রাজিল সমর্থক থেকে আর্জেন্টিনা সমর্থক হলেন নড়াইলের মহিষখোলার মশিউর রহমান মঞ্জু (৪০)! গত বুধবার দুপুরে তিনি নড়াইল জজকোর্টের অ্যাডভোকেট অলোক ভট্টাচার্যের মাধ্যমে সজ্ঞানে ও তার বিশ্বাসমতে ব্রাজিল ফুটবলদলের সমর্থক থেকে আর্জেন্টিনা ফুটবলদলের সমর্থক হয়েছেন! মঙ্গলবার রাতে জার্মানির কাছে ব্রাজিল ফুটবল দলের করুণ পরাজয়ের পর মনোকষ্টে তিনি এই সিদ্ধান্ত নেন।

মঞ্জু অঙ্গীকারনামায় উল্লেখ করেন, ‘আমি ফুটবল দলের সমর্থনকারী হিসেবে শুরু থেকেই বিশ্ব ফুটবলের অন্যতম দল ব্রাজিলিয়ান ফুটবলদলের সমর্থক। আমি খেলা পরবর্তী দীর্ঘ সময় মনের সঙ্গে যুদ্ধ করে এই মর্মে অঙ্গীকার প্রদান করিতেছি যে, এখন থেকে আমি আর্জেন্টাইন ফুটবল দলের সমর্থক। ইহাই আমার অঙ্গীকার পূর্বক চূড়ান্ত ঘোষণা।'
বিটা সংস্করণ
Logo

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post