পড়াশোনায় আইপ্যাড



শিক্ষক ও শিক্ষার্থীদের দরকারি সব অ্যাপস থাকবে আইটিউনসে
এবার পড়াশোনার কাজেও আইপ্যাড ব্যবহার করতে পারবেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকেরা যাতে শিক্ষার্থীদের আইপ্যাড ব্যবহার করেই বাড়ির কাজ বা অনুশীলনের কাজ দিতে পারেন, সে সুযোগ তৈরি করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। সম্প্রতি এ সুবিধা দিতে অ্যাপলের অনলাইন দোকান আইটিউনস হালনাগাদ করা হয়েছে। এর ফলে বর্তমানে ‘আইটিউনস ইউ’ সুবিধা আছে এমন আইপ্যাডে শিক্ষকেরা নতুন অনুশীলন তৈরি, হালনাগাদ কিংবা নিয়ন্ত্রণ করতে পারবেন। শিক্ষার্থীরাও তা সমাধান করতে পারবেন আইপ্যাড ব্যবহার করে।
৮ জুলাই থেকে চাইলে শিক্ষকেরা অ্যাপলের আইওয়ার্ক, আইবুকসসহ প্রয় ৭৫ হাজার অ্যাপস ব্যবহারের মাধ্যমে আইপ্যাডে শিক্ষার নানা বিষয় যুক্ত করতে পারবেন। এ সুবিধাগুলো একই সঙ্গে শিক্ষার্থীরাও পাবেন। বিদ্যালয় ছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ সুবিধা ব্যবহার করে শিক্ষা কার্যক্রমের এ বিষয়গুলো পরিচালনা করা যাবে। আর এ কাজের জন্য প্রয়োজনীয় আইটিউনস ইউ অ্যাপটি বিনা মূল্যেই পাওয়া যাবে।
স্কটল্যান্ডের সিডার্স স্কুল অব অ্যাক্সিল্যান্সের কম্পিউটিং এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ফ্রেসার স্প্রিস বলেন, শিক্ষাবিষয়ক আধুনিক প্রযুক্তি সুবিধার অভিজ্ঞতা পেতে আইপ্যাডের এ সেবাটি দারুণ। শিক্ষকেরা এতে যেমন শিক্ষার্থীদের জন্য অনুশীলনের বিষয়গুলো ঠিক করে নিতে পারবেন তেমনি শিক্ষার্থীরাও একইভাবে সেবাগুলো পাবে। পুরো বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে অ্যাপল।
অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার এবং সেবা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইডি কিউ বলেন, ‘অ্যাপল শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির এমন সর্বোচ্চ সেবা দিতে চায় এবং এ ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য তথ্যসমৃদ্ধ একটি সেবা হচ্ছে আইটিউনস ইউ।’ এ সেবাটি আইপ্যাড ব্যবহারকারীদের জন্য দারুণ এক সেবা বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরাও।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post