২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধ দিবস.. সফল হোক

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধ দিবস.. সফল হোক


► একটি মেয়ে যখন আপনার বোন,তখন আপনি তার "দায়িত্ববোধ" অনুভব করতে পারেন

► একটি মেয়ে যখন আপনার বন্ধু, তখন আপনি তার "আবেগ" অনুভব করতে পারেন
► একটি মেয়ে যখন আপনার প্রেমিকা, তখন আপনি তার "প্রবল অনুরাগ" অনুভব করতে পারেন
► একটি মেয়ে যখন আপনার স্ত্রী, তখন আপনি তার "ত্যাগ ও ধৈর্য" অনুভব করতে পারেন
► একটি মেয়ে যখন আপনার সন্তান, তখন আপনি তার "নিষ্পাপতা" অনুভব করতে পারেন
► একটি মেয়ে যখন আপনার মা, তখন আপনি তাঁর "প্রকৃত ভালোবাসা" অনুভব করতে পারেন ✿
একটি মেয়ে,স্রষ্টার অন্যতম সেরা সৃষ্টি।।
ইভটিজিং এর পূর্বে আরেকবার ভেবে দেখবেন কি ??
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধ দিবস.. সফল হোক
বিস্তারিত পড়ুন

ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

অ-অ+
বন্ধুদের লেখা কিংবা ছবির মাধ্যমে ধন্যবাদ জানানোর বিষয় তো পুরনো হয়ে গেল। এবার ধন্যবাদ জানানোর জন্য তাই প্রয়োজন নতুন কোনো বিষয়। আর এ ক্ষেত্রে ভিডিও ব্যবহারে আসতে পারে নতুনত্ব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ফেসবুকের টুলের সাহায্যেই এ 'Say Thanks' ভিডিও বানানো সম্ভব। এ জন্য ফেসবুকের থিম ও পুরনো পোস্ট ব্যবহার করা যাবে। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করা পুরনো পোস্ট ও ফটো কাজে লাগিয়ে এ পোস্ট করা সম্ভব।
যেভাবে বানাবেন :
১. ফেসবুকে লগইন করে লিখুন www.facebook.com/thanks
২. এরপর একজন বন্ধুর নামে ক্লিক করুন।
৩. থিম পছন্দ করুন। বন্ধু, পুরনো বন্ধু বা পরিবারের সদস্য।
৪. ভিডিওতে সংযোজনের জন্য আপনার টাইমলাইন থেকে ছবি ও পোস্ট পছন্দ করুন।
মনে রাখবেন আপনার ভিডিওর জন্য কমপক্ষে পাঁচটি ছবি বা পোস্ট সিলেক্ট করতে হবে। আপনার ভিডিও রেডি হয়ে গেলে তা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন। আপনি ও আপনার বন্ধু উভয়ই এতে ট্যাগ করা থাকবেন। আপনার ফেসবুকের ওয়ালে যদি এটি শেয়ার করতে চান তাহলে 'পোস্ট'-এ ক্লিক করুন।
বিস্তারিত পড়ুন

ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?

ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?

ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?

ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?

ব্যাপারটা খুব সচরাচর দেখা যায়। তবে কী কারণে মেয়েরা সেটা করে তা বলা মুশকিল। তবে ওড়না ঠিক করার ধরণভেদে সেটার বিভিন্ন অর্থ হতে পারে।
ধরণ একঃ (মাথায় ওড়না ঠিক করা)
কোনো মেয়ের গলায় ওড়না আছে এবং কোনো পুরুষ বা ছেলে সামনে আসলে সেটা মাথায় তুলে দিচ্ছে বা ঠিকভাবে পরে নিচ্ছে। এটার কারণ মা বাবার শেখানো পারিবারিক মূল্যবোধ। মায়েরা খুব ছোটোবেলা থেকেই মেয়েদের সব ব্যাপারে বিভিন্ন আচরণের ধরণ বুঝিয়ে দিতে বা শেখাতে থাকেন যেগুলো সাধারণত সমাজে গ্রহণযোগ্য। এদিক থেকে একটা মেয়ে এই পরিবেশে বেড়ে উঠার কারণে তার মধ্যে স্বাভাবিকভাবেই মাথায় ওড়না ঠিক করে দেয়ার অভ্যেস গড়ে ওঠতে পারে।
ধরণ দুইঃ (বুকে ওড়না ঠিক করা )
নারীদেহের যে কয়েকটি অঙ্গ বাহ্যিকভাবে খুব তাড়াতাড়ি কারো নজরে আসে তা্র মধ্যে স্তন একটি অঙ্গ। ধরুন কোনো মেয়ের গলায় ওড়না আছে। গলায় ওড়না থাকাবস্থায় একটা পুরুষ/ছেলে নজরে পড়লেই মেয়েরা বুকের অংশের ওড়নাটুকু ঠিকঠাক করে নেয় যাতে স্তনের দিকে দৃষ্টি না পড়ে যায়। এইভাবে ওড়না ঠিক করে নেয়ার কাজটি তারা খুব তড়িঘড়ি করে শেষ করে রাখে। এক্ষেত্রেও হয়তো পারিবারিক শিক্ষার প্রভাবটা থাকে যে শিক্ষাটা ছোটোকাল থেকে একটা মেয়ে তার মায়ের বা নিকটাত্মীয় কোনো মহিলার কাছে পায়।
মেয়েরা ছেলেদের দেখলেই বার বার ওড়না ঠিক করে তা ঠিক। তবে কেন করে তা বোঝা বড়ই মুশকিল। কারণ মেয়েদের মন বোঝার সাধ্য কারো নেই। তবে ধারণা, সব ছেলেদের দেখেই মেয়েরা এমনটা করে না। যে ছেলে দেখতে ভালো, হ্যান্ডসাম, শুধুমাত্র তার সামনেই এমনটা করে। মেয়েরা তার সামনের হ্যান্ডসাম ছেলেটিকে দেখে আকর্ষণ বোধ করে। ভাবে ওই ছেলেটির সামনে সেই একমাত্র সুন্দরী এবং ধারণা করে নেয় যে ছেলেটি তাকে কোনো না কোনোভাবে দেখছে। তখন মেয়েটি মনের মধ্যে একটা ভালো লাগার উত্তেজনা অনুভব করে, অর্থাৎ অস্থিরতা অনুভব করে। যার কারণে মেয়েটি কি করবে বুঝতে না পেরে বা অস্থিরতা সামাল দিতেই বার বার ওড়না ঠিক করে।
বিস্তারিত পড়ুন

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
https://www.facebook.com/kamrulcmtk Facebook Like Page:


চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

Class 1:
HSC পরীক্ষার্থীদের (2014-2015) ব্যাচ এর জন্য সু-খবর:
যারা এখন ও ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু-ই জানে না তাদের জন্য এই কোর্স:
ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। 
এর মধ্যে :-
১নং:-ওয়েব পেজ কি?
২নং:-ওয়েব সাইট কি?
৩নং:-আইপি অ্যাড্রেস কি?
৪নং:-ডোমেইন নেম কি?
৫নং:-ওয়েব ব্রাউজার কি?
ইত্যাদি সস্পর্কে ভালো জ্ঞান লাভ করতে হবে।তাহলেই ওয়েব ডিজাইন সম্পর্কে এবং সব প্রশ্নের উত্তর দিতে পারবে।

সবগুলোর প্রশ্নের উত্তর জানতে চাইলে এবং পরবর্তী লেকচার পাবার জন্যে ,
কষ্ট করে লাইক এবং কমেন্ট করতে হবে।

নোট: Class 1: এর প্রশ্নের উত্তর গুলো Class 2:তে দেওয়া হয়েছে ।
বিস্তারিত পড়ুন

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
https://www.facebook.com/kamrulcmtk Facebook Like Page:


চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
Class 3:
HSC পরীক্ষার্থীদের (2014-2015) ব্যাচ এর জন্য সু-খবর:
যারা এখন ও ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু-ই জানে না তাদের জন্য এই কোর্স:
ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। 

প্রশ্ন:ওয়েব পেজের বিষয়বস্তু কি কি হতে পারে?
উত্তর: ওয়েব পেজের অনেক গুলো বিষয় আছে। যেগুলো ছাড়া ওয়েব পেজ তৈরি হয় না। তার মধ্যে-
১ নং:- টেক্সট বা লেখা
২ নং:- ছবি বা পিকচার
৩ নং:- গ্রাফিক্স
৪ নং:- অ্যানিমেশন
৫নং:- ডেটা ফাইল
৬ নং:- অডিও
৭ নং:-ভিডিও ইত্যাদি এবং অন্য কোন পেজের লিংক থাকতে পারে।


প্রশ্ন: ছয়টি ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের নাম লিখ ।
উত্তর:ছয়টি ওয়েব ব্রাউজার:
১নং:- Mozilla Firefox
২নং:-Google Chrome
৩নং:-Internet Explorer
৪নং:-Netscape Communicator
৫নং:-Safari
৬নং:-Opera Mini

ছয়টি সার্চ ইঞ্জিনের নাম:-
১নং:-www.google.com
২নং:-www.yahoo.com
৩নং:-www.bing.com
৪নং:-www.wow.com
৫নং:-www.info.com
৬নং:-www.ask.com

প্রশ্ন: ওয়েব সাইট কত প্রকার ও কি কি? সংক্ষিপ্ত বর্ণনা কর।
উত্তর: ওয়েব সাইট দুই প্রকার।
১নং:- স্ট্যাটিক ওয়েব সাইট( Static Website)
২নং:- ডাইনামিক ওয়েব সাইট( Dynamic Website)

স্ট্যাটিক ওয়েব সাইট( Static Website):-যে সকল ওয়েবসাইটের ডেটার মান চালু করার পর থেকে পরিবর্তন করা যায় না , তাকে স্ট্যাটিক ওয়েব সাইট বলে।
যেমন:শুধু মাত্র HTML দ্বারা তৈরি করা ওয়েব সাইট।

ডাইনামিক ওয়েব সাইট( Dynamic Website):-যে সকল ওয়েবসাইটের ডেটার মান চালু করার পর
পরিবর্তন করা যায় , তাকে ডাইনামিক ওয়েব সাইট বলে।
যেমন:HTML , PHP, ASP , JAVA , CSS ইত্যাদি দ্বারা তৈরি করা ওয়েব সাইট।

সবগুলোর প্রশ্নের উত্তর জানতে চাইলে এবং পরবর্তী লেকচার পাবার জন্যে ,
কষ্ট করে লাইক এবং কমেন্ট করুন।অপডেট পেয়ে যাবেন।


https://www.facebook.com/kamrulcmtk

বিস্তারিত পড়ুন

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
https://www.facebook.com/kamrulcmtk Facebook Like Page:

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
Class 2:
HSC পরীক্ষার্থীদের (2014-2015) ব্যাচ এর জন্য সু-খবর:
যারা এখন ও ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু-ই জানে না তাদের জন্য এই কোর্স:
ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। 

প্রশ্ন:ওয়েব পেজ কাকে বলে?
উত্তর: ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে।
যেমন: facebook.com একটা ওয়েব সাইট, এখানে অনেক গুলো পেজ আছে , ঐ পেজ ‍গুলো কোন না কোন সার্ভারে রাখা আছে । তাই আমরা পেজ গুলো দেখতে পাচ্ছি।

প্রশ্ন: ওয়েব সাইট কাকে বলে?
উত্তর: ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোন কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন , যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় , তাকে ওয়েব সাইট বলে।
যেমন: facebook.com একটা ওয়েব সাইট, যেখানে অনেক গুলো পেজের লিংক আছে , ঐ ‍লিংক গুলোকে একত্রে বলা হচ্ছে ওয়েব সাইট। অর্থাৎ অনেক গুলো লিংক মিলে একটা ওয়েব সাইট হয়।

প্রশ্ন: আইপি অ্যাড্রেস কাকে বলে?
উত্তর: মানুষের নিজের পরিচয়ের জন্য যেমন একটি সুনিদির্ষ্ট বা সুন্দর নাম আছে, ঠিক তেমনি ইন্টরনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি নাম আছে বা আইডেন্টিটি থাকে , যা আইপি অ্যাড্রেস
(IP-Internet Protocol) নামে পরিচিত ।
যেমন:192.168.0.1 একটি আই.পি অ্যাড্রেস।

প্রশ্ন: ডোমেইন নেম কাকে বলে?
উত্তর: আইপি অ্যাড্রেস মনে রাখা থুব কষ্টসাধ্য ব্যাপার। এই কষ্টকর বিষয়টি সহজতর করার জন্য ইন্টানেটে Domain Name System (DNS) নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। Domain Name System হচ্ছে আইপি অ্যাড্রেস এর একটি আলফানিইমেরিক ঠিকানা। অর্থাৎ আইপি অ্যাড্রেসকে নামে Convert করার জন্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
যেমন:-www.facebook.com একটি Domain Name System DNS), এটার আইপি অ্যাড্রেস হচ্ছে --31.13.79.128 ।
যদি আমরা www.facebook.com ঠিকানার পরিবর্তে, আইপি অ্যাড্রেস( 31.13.79.128) দিয়ে সার্চ করি , আমাদেরকে ঠিক acebook ঠিকানায় নিয়ে যাবে।
নোট: আইপি অ্যাড্রেস Change হতে পারে ।

প্রশ্ন: ওয়েব ব্রাউজার কাকে বলে?
উত্তর: যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
যেমন:গুগল ক্রোম, মজিলা, অপেরা মিনি ইত্যাদি।
বিস্তারিত পড়ুন