‘ক্রিকেটে নোংরা রাজনীতি ঢুকিয়েছে আইসিসি’
স্পোর্টস ডেস্ক: পেসার তাসকিন আহমেদ ও স্পিনার স্পেশালিস্ট আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ উল্লেখ করে আইসিসির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। এছাড়া সংগঠনটি দাবি তুলেন আইসিসি ক্রিকেটের সঙ্গে নোংরা রাজনীতি ঢুকিয়েছে আইসিসি।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানায় সংগঠনটি।
সমাবেশ সংগঠনের প্রতিষ্ঠাতা কবীর বলেন, ‘শুধু আম্পায়ার
রড টাকার ও অ্যান্ডি পিক্রফট প্রশ্নবিদ্ধ নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্ত-অনুরাগীদের কাছে বিতর্কিত। যা বোলিং অ্যাকশন সম্পর্কিত আইসিসির আইনের ২.২.৬ ধারাকে অবজ্ঞা করে তাসকিনকে নিষিদ্ধ করায় প্রতীয়মান।
রড টাকার ও অ্যান্ডি পিক্রফট প্রশ্নবিদ্ধ নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্ত-অনুরাগীদের কাছে বিতর্কিত। যা বোলিং অ্যাকশন সম্পর্কিত আইসিসির আইনের ২.২.৬ ধারাকে অবজ্ঞা করে তাসকিনকে নিষিদ্ধ করায় প্রতীয়মান।
এ সময় তিনি আরো বলেন, ‘২০১৫ সালে অস্টেলিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেলবোর্নে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তা তাসকিন- সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে সে ষড়যন্ত্র ও ক্রিকেটে নোংরা রাজনীতি অব্যাহত রেখেছে আইসিসি। যা বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্তদের সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমীও মর্মাহত ও লজ্জিত।
এছাড়া সমাবেশে আরে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোজ্জামেল হক, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান শ্রাবন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
পোষ্ট বিভাগঃ
Sports
বিস্তারিত পড়ুন