গ্রেফতার হলে কী করবেন ?

গ্রেফতার হলে কী করবেন ?
১। গ্রেফতার করার সময়ই আপনি গ্রেফতারের কারণ জানতে চাইতে পারেন।
২। আপনার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট (গ্রেফতারী পরোয়ানা) আছে কিনা তা জানতে ও দেখতে চাইতে পারেন।
৩। গ্রেফতার হলে আপনার সঠিক নাম,ঠিকানা ও পরিচয় পুলিশের কাছে তুলে ধরুণ। পরিচয়পত্র থাকলে পুলিশকে দেখান।
৪। গ্রেফতার হলে দ্রুত আপনার পরিবার,আত্মীয়, বন্ধু বা আইনজীবীকে জানান। যদি কাউকে জানাতে না পারেন, আদালতে সরাসরি কোর্ট কর্মকর্তা বা ম্যাজিষ্ট্রেটের নিকট বলতে পারেন।
৫। গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে হাজির করা হবে।
৬। গ্রেফতারকৃত মামলার নম্বর ও ধারা এবং ঐ মামলায় আপনার নির্দোষীতার তথ্য-যুক্তি আপনার আইনজীবীকে জানান।
৭। যে কোন কাগজপত্রে স্বাক্ষর করার আগে পড়ে বুঝে স্বাক্ষর করবেন।
৮। অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করুন। ধন্যবাদ ।
*** বাংলাদেশের আইন কানুন *

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post