এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে কুয়েতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচটিতে ২০৩ রানে জিতেছেন মাশরাফিরা।
ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কুয়েত। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ২২৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন মিঠুন। এ ছাড়া সাব্বির করেন ৩৯ রান। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩৮ রান। তামিম করেন ২৮ রান আর সাকিব করেন ২৩ রান।
পরে ২২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রানে অলআউট হয়ে যায় কুয়েত। দলটি খেলতে পেরছে মোটে ১৩ ওভার। বাংলাদেশের হয়ে আট রানে চার উইকেট নিয়েছেন আরাফাত সানি। তিন উইকেট নিয়েছেন রিয়াদ। তার খরচ মাত্র এক রান! একটি করে উইকেট নিয়েছেন সাকিব, শুভাগত ও সাব্বির।
এই জয়ে বাংলাদেশ উঠে গেছে সেমিতে। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।