মিনিটে প্রিন্ট ২৮ পৃষ্ঠা

printer {focus_keyword} মিনিটে প্রিন্ট ২৮ পৃষ্ঠা printer নেটওয়ার্ক ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধার সাশ্রয়ী প্রিন্টার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। স্যামসাং এম-২৮২০ এনডি মডেলের এই প্রিন্টারের মাধ্যমে প্রতি মিনিটে ২৮ পৃষ্ঠা প্রিন্ট করা যায়।
এই প্রিন্টারে রয়েছে ১২৪ মেগাবাইট র‌্যাম, ৬০০ মেগাহার্জ ডুয়ালকোর প্রসেসর। এর প্রিন্ট রেজ্যুলেশন ৪৮০০ বাই ৬০০ ডিপিআই। প্রিন্টারটির রয়েছে প্রতিমাসে ১২ হাজার পৃষ্ঠা ছাপার সক্ষমতা।
একই নেটওয়ার্কে থাকা একাধিক কম্পিউটার থেকে একই সঙ্গে প্রিন্ট দেয়া যায় এই প্রিন্টারে। ফলে নেটওয়ার্কে থাকলে কম্পিউটারগুলোর সঙ্গে বারে বারে প্রিন্টার সংযুক্ত করার ঝামেলা থাকে না।
আর ডুপ্লেক্স প্রিন্ট প্রযুক্তির কারণে ম্যানুয়ালি পৃষ্ঠা উল্টে উভয় পিঠে প্রিন্ট করার ঝামেলা নেই। স্বয়ংক্রিয়ভাবেই এই কাজটি করতে পারে স্যামসাং এম-২৮২০ এনডি প্রিন্টার।
দাম মাত্র ১৪ হাজার টাকা।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post