ঢাকা: জিদানের সেই ঐতিহাসিক ঢুসটার কথা মনে আছে নিশ্চয়ই। ২০০৬ বিশ্বকাপ ফাইনালের মঞ্চে বোন সম্পর্কে বাজে মন্তব্য করায় ইতালির মার্কো মাতেরাজ্জির বুকে ঢুস (হেডবাট) মেরে লাল কার্ড দেখেছিলেন জিদান। পরিণামে দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের সুযোগ হারিয়েছিল ফ্রান্স। আর জিদানের সেই ঢুস নিয়েই ১৬.৪ ফিট উচ্চতার বোঞ্জ মূর্তি নির্মাণ করা হয়েছে কাতারে।
২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আর সেই উপলক্ষ্যকে সামনে রেখেই নান্দনিক সব প্রতিকৃতি নির্মাণে উঠে পড়ে লেগেছে কাতার জাদুঘর কর্তৃপক্ষ। আর শুক্রবারই কাতারের রাজধানী দোহায় জিদানের প্রতিকৃতিটির ফিনিশিং টাচ দিয়েছেন ওই মূর্তিটির ভাস্কর আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি শিল্পী আদেল আবদেসেমেদ।
উল্লেখ্য, ঢুস মারার ঘটনাটি নিয়ে আগেই মূর্তি নির্মাণ করেছিল জিদানের দেশ ফ্রান্স। ওই ভাস্কর্যটিও নির্মাণ করেছিল আদেল আবদেসেমি। ৫ মিটার উচ্চতার ব্রোঞ্জ মূর্তিটি শোভা পাচ্ছে প্যারিসের পম্পিডো আর্ট মিউজিয়ামের গ্যালারিতে।