আবারও টানা তিন দিনের হরতাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোট। সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আগামী ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ হরতাল দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক এবং বুধবার ১৮ দলীয় জোটের বৈঠকে এ হরতাল দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বৈঠক সূত্র। খবর বাংলানিউজের। শুক্রবার দেশব্যাপী গায়েবানা জানাজা কর্মসূচির সময় এই হরতালের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানায় পার্টিসূত্র। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বৈঠক শেষে বিএনপি’র বেশ কয়েকজন সিনিয়র নেতার বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করে ৪-৬ নভেম্বর দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)