ফেইসবুকে চুম্বনরত অবস্থার একটি ছবি পোস্ট করায় গ্রেপ্তার হয়েছে মরক্কোর দুই কিশোর-কিশোরী।
দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর নাদোরের একটি স্কুলের বাইরে ওই কিশোর-কিশোরীর ছবিটি তাদেরই এক বন্ধু তুলে দেয়। পরবর্তী সময়ে তারা ছবিটি ফেইসবুকে পোস্ট করে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয় একটি সংবাদপত্রে ওই ছবি ছাপা হলে কিশোর-কিশোরীকে ‘গণশিষ্টাচার’ ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের আগামী সপ্তাহে কিশোর আদালতে হাজির করার কথা রয়েছে।
তবে এই গ্রেপ্তারে অনলাইনে প্রতিবাদ জানিয়েছেন লাখো মানুষ।
তবে এই গ্রেপ্তারে অনলাইনে প্রতিবাদ জানিয়েছেন লাখো মানুষ।