মোবাইল চার্জ হবে বজ্রপাতে!



অনলাইন ডেস্ক :
মোবাইল চার্জ হবে বজ্রপাতে!
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটন ও মোবাইল ফোন নির্মাতা নোকিয়া বজ্রপাত থেকে পাওয়া শক্তি ব্যবহার করে মোবাইল ফোন চার্জ করার প্রযুক্তি নিয়ে গবেষণা করছে।
 
কম বিদ্যুত্ সুবিধাপ্রাপ্ত এলাকায় বজ্রপাত ব্যবহারে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করলে বিদ্যুতের উপর নির্ভরতা কমে আসবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
 
এ গবেষণায় ব্যবহূত হয় একটি ট্রান্সফরমার। ওই ট্রান্সফরমারের মাধ্যমে বিজ্ঞানীরা দুই লাখ ভোল্টের ১২ ইঞ্চিব্যাপী কৃত্রিম বজ্রপাত তৈরি করেছেন।
 
এদিকে, গবেষক নিল পলমার বলেন, নোকিয়া ফোন এ বিক্ষপ্তি কণাকে শৃঙ্ক্ষলাবদ্ধ করে ব্যাটারি চার্জ করতে সক্ষম হয়েছে।"
- See more at: http://www.bd-pratidin.com/2013/10/07/20442#sthash.Vsdwv4E4.dpuf

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post