অনলাইন ডেস্ক :
কম বিদ্যুত্ সুবিধাপ্রাপ্ত এলাকায় বজ্রপাত ব্যবহারে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করলে বিদ্যুতের উপর নির্ভরতা কমে আসবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
এ গবেষণায় ব্যবহূত হয় একটি ট্রান্সফরমার। ওই ট্রান্সফরমারের মাধ্যমে বিজ্ঞানীরা দুই লাখ ভোল্টের ১২ ইঞ্চিব্যাপী কৃত্রিম বজ্রপাত তৈরি করেছেন।
এদিকে, গবেষক নিল পলমার বলেন, নোকিয়া ফোন এ বিক্ষপ্তি কণাকে শৃঙ্ক্ষলাবদ্ধ করে ব্যাটারি চার্জ করতে সক্ষম হয়েছে।"