বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
ঢাকা: অভিনেতা ইরেশ যাকের এবার একসঙ্গে রাত কাটালেন অভিনেত্রী অপি করিম ও তিশার সঙ্গে। তবে বাস্তবে নয় একটি নাটকে তারা একসঙ্গে রাত কাটিয়েছেন।
সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় নাটক ‘দুটো রাত পাশাপাশি’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন অপি করিম, তিশা, ইরেশ যাকের প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ইরেশ-এর মৃত স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অপি করিম, যাকে সে মৃত্যুর পরও দেখতে পায়। একটা এক্সিডেন্টে সে মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে ইরেশের স্ত্রী তাকে বলে গিয়েছিল, যার ভেতর সে তাকে দেখতে পাবে তাকে যেন সে বিয়ে করে। ইরেশ অনেক মেয়েকে দেখে তার স্ত্রীর মতো কাউকে খুঁজে পাওয়ার জন্য। তখন স্বপ্নে তার মৃত স্ত্রী তাকে পতিতার মাঝে তাকে খুঁজতে বলে। প্রথমে সে রাজি হয় না। তার মৃত স্ত্রী বলে, কোন মেয়েই পতিতা হয়ে জন্ম নেয় না। পরে সে পতিতালয়ে গিয়ে তিশাকে দেখতে পায়। নাটকে তিশা অভিনয় করেছেন পতিতা চরিত্রে। ইরেশ তাকে একদিন বাসায় নিয়ে আসে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় নাটক ‘দুটো রাত পাশাপাশি’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন অপি করিম, তিশা, ইরেশ যাকের প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ইরেশ-এর মৃত স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অপি করিম, যাকে সে মৃত্যুর পরও দেখতে পায়। একটা এক্সিডেন্টে সে মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে ইরেশের স্ত্রী তাকে বলে গিয়েছিল, যার ভেতর সে তাকে দেখতে পাবে তাকে যেন সে বিয়ে করে। ইরেশ অনেক মেয়েকে দেখে তার স্ত্রীর মতো কাউকে খুঁজে পাওয়ার জন্য। তখন স্বপ্নে তার মৃত স্ত্রী তাকে পতিতার মাঝে তাকে খুঁজতে বলে। প্রথমে সে রাজি হয় না। তার মৃত স্ত্রী বলে, কোন মেয়েই পতিতা হয়ে জন্ম নেয় না। পরে সে পতিতালয়ে গিয়ে তিশাকে দেখতে পায়। নাটকে তিশা অভিনয় করেছেন পতিতা চরিত্রে। ইরেশ তাকে একদিন বাসায় নিয়ে আসে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।