Wed, 23 Oct, 2013 01:51:16 PM
নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
নতুন বার্তা ডটকম
ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে ‘মিথ্যা জন্মদিন’ পালন না করার আহ্বান জানিয়ে বলেছেন, “উনি সেদিন যখন কেকে ছুরি চালায়, তখন মনে হয় আমার বুকে ছুরি চালাচ্ছেন। আমার প্রিয় রাসেল আমার বুকে বসে আছে। মনে হয় আমার রাসেলের বুকে ছুরি চালাচ্ছেন।”
ছোটভাই শেখ রাসেলের ৫০তম জন্মদিন উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “বিরোধীদলীয় নেতা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করেন। আমি তাকে বলবো, তিনি যেন মিথ্যা জন্মদিন পালন না করেন।” এর বদলে খালেদা জিয়াকে স্কুলের নিবন্ধনে দেয়া জন্ম তারিখেই জন্মদিন পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ছোটভাইয়ের কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে শেখ হাসিনা বলেন, “যে ফুলটা ফোটার আগেই ঝরে গেছে। বাংলাদেশে এই ঘটনা যেনো আর না ঘটে।”
তিনি বলেন, “রাসেল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। মুক্তিযুদ্ধ চলাকালে মায়ের সঙ্গে বন্দি হয়েছিল সে। রাসেলের স্বপ্ন ছিল সেনা কর্মকর্তা হবে। তার সে স্বপ্ন পূরণ হবে না।”
প্রধানমন্ত্রী বলেন, “পারিবারিকভাবে আমরা দুই বোন যে যে সম্পদ পেয়েছিলাম তা দিয়ে একটি ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্ট থেকে অসহায় শিশু কিশোরদের সাহায্য করা হয়। এই ট্রাস্ট শিশুদের সহযোগিতা করছে।”
তিনি বলেন, “আজ দেশের শতভাগ শিশু পড়াশোনা করছে। শিশুরা বই পাচ্ছে বছরের শুরুতেই। আমি আশা করি তোমার পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। জাতির পিতা সোনার বাংলা গড়ার ঘোষণা দিয়েছিলেন তোমরা হবে সোনার মানুষ। একদিন তোমরা বড় হবে, বড় বড় জায়গায় যাবে, আমার মতো মন্ত্রী হবে।”
সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকত, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি কে এম শহিদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান, সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান হাওলাদার প্রমুখ
ছোটভাই শেখ রাসেলের ৫০তম জন্মদিন উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “বিরোধীদলীয় নেতা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করেন। আমি তাকে বলবো, তিনি যেন মিথ্যা জন্মদিন পালন না করেন।” এর বদলে খালেদা জিয়াকে স্কুলের নিবন্ধনে দেয়া জন্ম তারিখেই জন্মদিন পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ছোটভাইয়ের কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে শেখ হাসিনা বলেন, “যে ফুলটা ফোটার আগেই ঝরে গেছে। বাংলাদেশে এই ঘটনা যেনো আর না ঘটে।”
তিনি বলেন, “রাসেল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। মুক্তিযুদ্ধ চলাকালে মায়ের সঙ্গে বন্দি হয়েছিল সে। রাসেলের স্বপ্ন ছিল সেনা কর্মকর্তা হবে। তার সে স্বপ্ন পূরণ হবে না।”
প্রধানমন্ত্রী বলেন, “পারিবারিকভাবে আমরা দুই বোন যে যে সম্পদ পেয়েছিলাম তা দিয়ে একটি ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্ট থেকে অসহায় শিশু কিশোরদের সাহায্য করা হয়। এই ট্রাস্ট শিশুদের সহযোগিতা করছে।”
তিনি বলেন, “আজ দেশের শতভাগ শিশু পড়াশোনা করছে। শিশুরা বই পাচ্ছে বছরের শুরুতেই। আমি আশা করি তোমার পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। জাতির পিতা সোনার বাংলা গড়ার ঘোষণা দিয়েছিলেন তোমরা হবে সোনার মানুষ। একদিন তোমরা বড় হবে, বড় বড় জায়গায় যাবে, আমার মতো মন্ত্রী হবে।”
সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকত, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি কে এম শহিদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান, সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান হাওলাদার প্রমুখ