কুতুবদিয়া প্রেসকাবের উদ্বেগ- অপসাংবাদিকতায় নকল ই-মেইল ব্যবহার

কুতুবদিয়া প্রতিনিধি-MTAwMTAwbm9oZ2xqbGps
কুতুবদিয়ায় সংবাদকর্মী নামধারী কতিপয় দুষ্ট চক্রের অপতৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ওসব কুচক্রী মহল জাতীয়-স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার প্রতিনিধি ও বিভিন্ন এজেন্সীর পদবী ধারণ করে সরকারী-বেসরকারী অফিস-আদালত ছাড়াও স্ব-নামধন্য ব্যক্তি বিশেষকে নানা হুমকি-ধমকি দিয়ে প্রতিনিয়ত  চাঁদাবাজী করে যাচ্ছে। বিশেষত: উপজেলার প্রবীণ সাংবাদিকদের ই-মেইল এড্রেস নকল করে মিথ্যা ও কাল্পনিক সংবাদ পরিবেশন করে নানাভাবে হয়রানিসহ বিতর্কিত করা হচ্ছে। কুতুবদিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, অর্থ সম্পাদক এম.এ.মান্নান, নির্বাহী সদস্য আহমদ কবির বাবুল ও আরিফুল ইসলামের নাম ব্যবহার করে নকল ই-মেইল এড্রেস থেকে দীর্ঘদিন ধরে বানোয়াট, বিতর্কিত সংবাদ পরিবেশন করে আসছে। কিছুদিন আগে কুতুবদিয়ার পিআইওকে গণধোলাই শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয় ওই নকল ই-মেইল থেকে। এ ধরণের ঘটনায় সংশ্লিষ্ট পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা প্রশাসনসহ এলাকায় বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।অপসাংবাদিকতা প্রতিরোধের দাবীতে রবিবার কুতুবদিয়া প্রেসকাবের এক জরুরী সভা সহ-সভাপতি কামাল হুসেন’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। নেতৃবৃন্দ ওসব চিহ্নিত বর্ণচোরা সংবাদকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। প্রেসকাব মিলনায়তনে অনুষ্টিত সভায় সাধারণ সম্পাদক হাছান কুতুবী, অর্থ সম্পাদক এম.এ.মান্নান, নির্বাহী সদস্য আহমদ কবির বাবুল, আরিফুল ইসলাম, সাইফুল আলম সিকদার, মুহাম্মদ শাহেদ ও দিদারুল ইসলাম বক্তব্য রাখেন।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post