জিতেই চলেছে বার্সেলোনা। পেদ্রোর হ্যাটট্রিকে গত রাতে রায়ো ভায়েকানোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
স্কোরলাইনটাই বলে দিচ্ছে, এ ম্যাচে ভায়েকানোকে কতটা অসহায় করে তুলেছিলেন পেদ্রো। ম্যাচের প্রথম তিনটি গোলই করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। দুটি গোল করেন প্রথমার্ধে (৩৩ ও ৪৭ মিনিট), একটি দ্বিতীয়ার্ধে (৭২ মিনিট)। ৮০ মিনিটের মাথায় বার্সার শেষ গোলটি করেন সেস ফ্যাব্রিগাস। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিলেন লিওনেল মেসি ও নেইমার। নিজেরা গোলের দেখা না পেলেও পেদ্রোর হ্যাটট্রিকে অবদান রাখেন তাঁরা। পেদ্রোর প্রথম গোলটিতে অবদান ছিল মেসির, আর তৃতীয় গোলে নেইমারের। মাঝের গোলটিতে অবদান ছিল ফ্যাব্রিগাসের।গত রাতের জয়ের সুবাদে লা লিগায় বার্সার শীর্ষস্থানটা সুসংহত হলো আরও। পাঁচ ম্যাচে মেসিদের অর্জন পুরো ১৫ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদের অর্জনও ১৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে বার্সা। ভিয়ারিয়াল ও রিয়াল মাদ্রিদের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। দুটি দলেরই চার ম্যাচে অর্জন ১০ পয়েন্ট। নামের পাশে ৬ গোল নিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে এগিয়ে আর্জেন্টাইন জাদুকর মেসি। গত রাতে হ্যাটট্রিক করে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পেদ্রো। তাঁর গোলসংখ্যা এখন ৫। সমানসংখ্যক গোল করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড দিয়েগো কস্তা। সূত্র: রয়টার্স।