ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে যুক্তরাষ্ট্রের উদ্বেগ



মানবজমিন ডেস্ক: শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কর ফাঁকির যে অভিযোগ এনেছে তাতে  গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ড. ইউনূস বাংলাদেশের সবচেয়ে বিপন্ন মানুষগুলোর জীবনমানের যে উন্নতি করেছেন সে জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তার ভক্ত এবং তার কাজকে সমর্থন করে। তার বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ আচরণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অফিস থেকে দেয়া এক প্রশ্নের উত্তরে এসব কথা বলা হয়। ১০ই সেপ্টেম্বর তা প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে। এতে প্রশ্ন ছিল- মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে তাতে কোন প্রতিক্রিয়া আছে কিনা? এ প্রশ্নের জবাবে বলা হয়- ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কর ফাঁকির মামলা করতে পারে এমন রিপোর্ট পাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের সবচেয়ে বিপন্ন মানুষ, বিশেষ করে নারীদের জীবনমানের যে উল্লেখযোগ্য অগ্রগতি প্রফেসর ইউনূস অর্জন করেছেন যুক্তরাষ্ট্র তার জন্য দীর্ঘদিন তার ভক্ত ও তাকে সমর্থন করে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ড. ইউনূসের সঙ্গে সুষ্ঠু ও স্বচ্ছ আচরণ করতে। একই সঙ্গে বাংলাদেশের আইন ও মৌলিক নীতি মেনে চলারও আহ্বান জানাচ্ছি। গ্রামীণ ব্যাংকের অব্যাহত স্বাধীনতা, কার্যক্ষমতা ও অখণ্ডতার প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। এটা এমন এক প্রতিষ্ঠান যা, বাংলাদেশের বিপন্ন মানুষ, বিশেষ করে নারীদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে। এ ব্যাংকে অদ্বিতীয় যে পরিচালনা কাঠামো আছে তার প্রতিও অব্যাহত সমর্থন রয়েছে আমাদের। এ ব্যাংকের স্থিতিশীল সফলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এমন একজন উচ্চ দক্ষতাসম্পন্ন ও গ্রহণযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ও একজন নতুন চেয়ারম্যান নির্বাচন কিভাবে করা হয় আমরা সেদিকে তাকিয়ে আছি। বাংলাদেশের বহু লাখ মানুষের সামাজিক উদ্যোগ ও সমৃদ্ধির ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক একটি ইঞ্জিনবিশেষ। এ ব্যাংকের দরিদ্রদের, বিশেষ করে নারী ও মেয়েদের জীবনমানের উন্নয়নে রয়েছে প্রশংসাযোগ্য রেকর্ড। এর রয়েছে ৮৩ লাখের মতো ঋণগ্রহীতা। বিস্ময়ের বিষয় হলো, এর মধ্যে শতকরা ৯৬ ভাগই নারী। গ্রামীণ ব্যাংক শুধু উন্নয়নশীল ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অর্থনৈতিক মডেল হিসেবেই প্রবর্তকের ভূমিকা পালন করে নি, একই সঙ্গে এ প্রতিষ্ঠান মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনে তাদের ক্ষমতায়িত করেছে। তাদেরকে উন্নত জীবন দিয়েছে।

প্রতিহিংসার শিকার: বিএনপি
স্টাফ রিপোর্টার: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। মির্জা আলমগীর বলেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সরকারের অন্ধ প্রতিহিংসার শিকার। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে ড. ইউনূসকে হেনস্তা করার জন্য এহেন কাজ নেই, যা তারা করেনি। এখন মনে হয়, সরকার আরও হেনস্তা করার জন্য তড়িঘড়ি করে তার বিরুদ্ধে মামলা দায়েরের আয়োজন করছে। বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, গ্রামীণ ব্যাংকের মতো একটি আন্তর্জাতিক সুনাম অর্জনকারী আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হচ্ছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ৮৪ লাখ নারীর জীবন-জীবিকার পথকে বন্ধ করে দিয়েও সরকারের ক্ষোভ প্রশমিত হচ্ছে না। তাই সরকার ধারাবাহিক আক্রমণের মুখে ইউনূসকে চূড়ান্ত পর্যুদস্ত করার জন্য তার বিরুদ্ধে অপমানজনক কর্মকাণ্ড ও ক্ষতির অব্যাহত ধারাবর্ষণ চালিয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়েরের উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post