মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন সিরিয়ায় হামলার বিষয়ে হুমকি দিলেন, তখন তিনি কি জানতেন যে বলিউডের দুই তারকা সাইফ আলী খান ও ক্যাটরিনা কাইফের নিরাপত্তাও তাঁর জন্য বিঘি্নত হলো? হোয়াইট হাউস থেকে দেওয়া সেই হুমকি বলিউডের পরিচালক 'এক থা টাইগার' খ্যাত কবির খানকেই বেশি বিচলিত করেছে। কারণ তিনি তত দিনে সিরিয়া-লেবানন সীমান্ত এলাকায় তাঁর ইউনিট নিয়ে শুটিংয়ের জন্য উপস্থিত। সেই ইউনিটে আর কিছুদিন পরেই যোগ দেবেন সাইফ ও ক্যাটরিনার মতো বড় তারকা। ওবামার দেওয়া হুমকির পরপরই সীমান্ত এলাকায় নিরাপত্তা আরো কঠোর করা হয়। যার ফল ভোগ করতে হয় কবির খানের ইউনিটকে। ইউনিটের সদস্যরা শহর ঘুরে লোকেশন দেখার বদলে আটকা পড়ে আছেন হোটেলে। প্রথম অবস্থায় কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগলেও পরে প্রযোজক সাজিদ নাদিরওয়ালা শুটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে এর জন্য তাঁকে ২০ লাখ রুপি অতিরিক্ত খরচ করে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করতে হয়েছে। তার পরও কথা রয়েই গেছে, কারণ শুটিং শুরু হওয়ার পর যদি মার্কিন যুদ্ধবিমান সিরিয়ার উদ্দেশে রওনা দেয় তবে আক্ষরিক অর্থেই সাইফ ও ক্যাটরিনা একটি যুদ্ধক্ষেত্রে আটকা পড়ে যাবেন। যদি সব কিছু ঠিক থাকে তবে অক্টোবরের মাঝামাঝি থেকে ১৫-২০ দিন শুটিং করতে পারলেই এ যাত্রায় বেঁচে যাবে সাইফ, ক্যাটরিনা ও কবির খানের ছবির ইউনিট। |
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
