২৩ সেপ্টেম্বর, ২০১৩ ১২:৩০:৪০
বলিউডের পরিচালক রাজকুমার হিরানির 'পিকে' সিনেমায় আমির খান ও আনুশকা শর্মার উষ্ণ চুমোর দৃশ্য থাকবে বলে খবর প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে। খবরে বলা হয়েছিল, ভারতীয় সিনেমায় এত দীর্ঘ চুমোর দৃশ্য এর আগে চিত্রায়িত হয়নি। কিন্তু এ সিনেমারই এক প্রচার অনুষ্ঠানে খবরটিকে উড়িয়ে দিলেন আনুশকা শর্মা। নিজ মুখে আনুশকা বলেন, দীর্ঘ চুমোর কোনো রেকর্ড তৈরি করা বা ভঙ্গ করার আগে সব সিনেমা দেখে চুমোর দৃশ্যগুলো পর্যবেক্ষণ করা উচিত অভিনেতাদের। আমাদের হাতে এত সময় নেই, এরকম কোনো ইচ্ছাও নেই। আনুশকা বলেন, এটি একেবারে ফালতু প্রচারণা। এমন কিছুই নেই। গসিপবাজদের কাজ এটি। পিকেতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা দেখার মতো। কিন্তু সেগুলো নিয়ে তো আগ্রহ তৈরি হবে না। রাজকুমার হিরানির পিকে মুক্তি পাবে ২০১৪ সালে। এটি একটি রাজনৈতিক স্যাটায়ায়। |