প্রধানমন্ত্রী আশুলিয়ায় যাচ্ছেন বিকেলে



০১ সেপ্টেম্বর, ২০১৩ ০৩:২৪:৩



প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ রবিবার বিকেলে সাভারের আশুলিয়ায় যাচ্ছেন। পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের আবাসন সংকট নিরসনের জন্য দেশের প্রথম 'গার্মেন্টস শ্রমিক কলোনি' নির্মাণের লক্ষ্যে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আশুলিয়া সফরে যাচ্ছেন তিনি।

শিল্পাঞ্চল আশুলিয়া সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় চারাবাগের খেজুরবাগানে পোশাক কারখানার নারী শ্রমিকদের আবাসনের জন্য ১২ তলার একটি ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৬১ লাখ ৪৫ হাজার টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে এ প্রকল্পের কাজ শুরু হলেও তা শেষ হবে ২০১৭ সাল নাগাদ। এটি নির্মিত হলে গার্মেন্টের শুধু নারী শ্রমিকরাই এ ভবনে বরাদ্দ পাবে।

এ ছাড়া আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের মেয়াদে সাভার অঞ্চলের কোনো জনসভায় এই প্রথম ভাষণ দেবেন তিনি।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post