মেসির দুর্দান্ত প্লেয়িং : বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা
|
ক্রীড়া প্রতিবেদক: আগামী বছর ব্রাজিলের মাঠে বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করে ফেলল আর্জেন্টিনা। বুধবার প্যারাগুয়েকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেয়ে গেলেন মেসিরা।
যোগ্যতাঅর্জন পর্বের দুটো ম্যাচ বাকি থাকতেই যোগ্যতাঅর্জন করে ফেলল আলেকজান্দ্রো সাবেলার দল। আয়োজক দেশ হিসাবে ব্রাজিলকে বাদ দিলে দক্ষিণ আমেরিকা থেকে মেসিরাই প্রথম যারা ২০১৪ বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পেলেন। ১৯৫৪ , ১৯৭০ এই দুটি বিশ্বকাপ ছাড়া আর্জেন্টিনা প্রতিটি বিশ্বকাপেই খেলার যোগ্যতাআর্জন করেছে। তবে ১৯৩৮ ও ১৯৫০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল তারা। এদিন প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে নায়ক সেই মেসিই। বার্সেলোনা মহাতারকার দুটি গোলই অবশ্য পেনাল্টি থেকে। তবে সারা ম্যাচে নিজেকে উজাড় করতে দেখা গেল মেসিকে। পা চোট ছিল, তবু তাঁকে দেখে বোঝাই যাচ্ছিল দেশকে বিশ্বকাপে তুলতে মেসি ঠিক কতটা মরিয়া। সার্গিও আগুয়েরো, দি মারিয়া, ম্যাক্সি রডরিগেস একটি করে গোল করেন। দক্ষিণ আমেরিকা থেকে যোগ্যতাঅর্জন পর্বে পয়েন্ট তালিকায় প্রথম চারটি দেশ সরাসরি ব্রাজিল বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করবে। পঞ্চম দেশকে প্লে অফ খেলে যোগ্যতাঅর্জন করবে। আর্জেন্টিনা (১৪ ম্যাচে ২৯ পয়েন্ট) ব্রাজিলের টিকিট নিশ্চিত করার পর দক্ষিণ আমেরিকা থেকে ওঠার লড়াই এখন কলোম্বিয়া (১৪ ম্যাচে ২৬ পয়েন্ট), চিলি (১৪ ম্যাচে ২৪ পয়েন্ট), ইকুয়েডর (১৪ ম্যাচে ২২পয়েন্ট), উরুগুয়ের (১৪ ম্যাচে ২২ পয়েন্ট)। সবারই বাকি দুটি করে ম্যাচ। |
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)