স্ত্রীর ভয়ে সিগারেট ছেড়েছি


24 Sep, 2013 12:32 PM
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি স্ত্রীর ভয়ে ধূমপান ছেড়ে দিয়েছেন। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় তিনি রসিকতা করে এ কথা বলেন।
 
প্রেসিডেন্ট ওবামা সোমবার নিউইয়র্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ম্যানিয়া কিয়াইর সঙ্গে আলাপে মগ্ন ছিলেন। এ সময় তিনি ঠোঁটে দুষ্টমীর হাসি ছড়িয়ে মজা করে কিয়াইকে বলেন, ‘গত ছয় বছর ধরে আমি ধূমপান করি না। বৌয়ের ভয়ে সিগারেট ছেড়ে দিয়েছে।’ পাশেই তখন সিএনএনর মাইক্রোফোন চালু ছিল যা তিনি খেয়াল করেননি। পরে তার এ রসিকতা সিএনএনে প্রচারিত হয়।
 
ওবামা তার একসময়ের সহপাঠীকে বলেন, ‘আশা করি তুমিও সিগারেট ছেড়ে দিয়েছো।’ উত্তরে কিয়াই বলেন, ‘মাঝে মাঝে করি।’
 
উল্লেখ্য, ওবামা আর কিয়াই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে একসঙ্গে লেখাপড়া করেছেন।
 
প্রেসিডেন্ট ওবামা বরাবরই স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অভ্যস্ত। তবে একসময় তার সিগারেটের প্রতি দুর্বলতা ছিল। যুবক বয়সে তিনি নাকি নিয়মিত ধূমপান করতেন। আর এ অভ্যাসটি তিনি পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। ২০০৮ সালে নির্বাচনী প্রচারণায় তার ধূমপান ছেড়ে দেয়ার বিষয়টি ছিল মার্কিন সংবাদ মাধ্যমের আলোচিত বিষয়। তখন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ধূমপান ত্যাগে ৯৫ ভাগ সফল হয়েছি। তবে  কদাচিৎ খাই।’ তবে তিনি কখনই তার মেয়েদের সামনে সিগারেট খাননি।
 
২০১০ সালের ডিসেম্বর মাসে হোয়াইট হাউস মুখপাত্র রবার্ট গিবস বলেন, গত নয় মাস ধরে ওবামা ধূমপান করছেন না। কাজের চাপ থাকা সত্ত্বেও তিনি এটি ছাড়ার চেষ্টা করছেন।
 
মার্কিন ফার্স্ট লেডি ওবামা পত্নী মিশেল ওবামাও নাকি  স্বামীর ‍সিগারেট খাওয়া পছন্দ করতেন না। তবে এ নিয়ে তিনি কখনও প্রেসিডেন্টকে জোরাজুরি করেননি।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post