পরীক্ষা বর্জন করছে পলিটেকনিক শিক্ষার্থীরা

ইঞ্জিনিয়ার হিসাবে মূল্যায়নসহ দুই দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় রোববার পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে দেশের বিভিন্ন পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। সকাল ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে সাতরাস্তা মোড়ে অবস্থান নেয়। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এদিকে মিরপুরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে মিরপুর রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে রোববার সকালে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ।এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার পর চট্টগ্রামের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে সড়কে অবস্থান নিলে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবারও বগুড়া, মুন্সীগঞ্জ, শেরপুর এবং মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। এসব এলাকায় বিক্ষোভের সময় সড়ক অবরোধ, ভাংচুর ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।বগুড়া বিক্ষুব্ধদের সামলাতে ১৫ রাউন্ড রাবার বুলেটও ছুঁড়তে হয় পুলিশকে। এতে ৩ শিক্ষার্থী আহত হন। শেরপুরের বিক্ষোভের সময় আহত চার ছাত্রকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পলিটেকনিক শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ২০০৮ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। এতে ইঞ্জিনিয়ারদের সংজ্ঞায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাদ দেয়া হয়েছে। এটা পুরোটাই অযৌক্তিক। এতে অপমান বোধ করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এরপর থেকেই তাদের আন্দোলন শুরু।পলিটেকনিক শিক্ষার্থীদের প্রধান দাবি ইঞ্জিনিয়ারদের সংজ্ঞায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীরা সরকারের কাছে দুই দফা দাবি পেশ করেছে। প্রথমটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের গঠিত ২টি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন। দ্বিতীয়টি হচ্ছে দেশের ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রথা প্রবর্তনসহ ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ ভাগ করে একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডের দায়িত্ব প্রদান করতে হবে।দেশের প্রশাসনিক ব্যবস্থাপনায় দক্ষতা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সব প্রশাসনিক পদে কারিগরি পেশাজীবীদের নিয়োগ বন্ধ করতে হবে।
- See more at: http://www.dailyinqilab.com/2013/09/29/135986.php#sthash.5GhKAEn5.tVxvGLkX.dpuf
