সাদার্ন ইউনিভার্সিটির অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ।। শিল্পের পাশাপাশি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব

সাদার্ন ইউনিভার্সিটির অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ।। শিল্পের পাশাপাশি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেনবর্তমান সরকার ২০২১ সাল নাগাদ দেশকে পরিপূর্ণ অর্থে স্বয়ংসম্পূর্ণ কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই লক্ষ্যে বেসরকারি উন্নয়ন বলতে শুধু শিল্প কারখানা বা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন নয়নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষাক্ষেত্রেও আমাদের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েটদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিজিটাল বাংলাদেশের রূপায়নে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ। অনুষ্ঠান উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট সভাপতি ও শিল্পপতি খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানউপ-উপাচার্য প্রফেসর ডাশরীফুজ্জামান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।
খলিলুর রহমান বলেনবাংলাদেশে ক্রমবিকাশমান শিল্প কারখানায় দক্ষ ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে সাদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করে যাচ্ছে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডআব্দুল মোক্তাদীরইসরাত জাহানশফিক উদ্দিন আহমেদআবদুস সালাম ও ইসরাত জাহান। এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৯২ জন শিক্ষার্থী স্নাতক শেষ করেছে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post