ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০০ পরবর্তী ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী


কুতুবদিয়া প্রতিনিধি:- ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০০ পরবর্তী ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী অনুষ্ঠান গত ৯ অক্টোবর প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ২০০০ পরবর্তী ব্যাচ সমূহের সহস্রাধীক প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে একটি বর্ণাঢ়্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে প্রধান অথিতির বক্ত্যবে মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, কুতুবদিয়ার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কার্যক্রম হাতে নিয়েছে তাতে আগামি দিনে কুতুবদিয়া বাসীর প্রাণের দাবীগুলি অতি শীঘ্রই বাস্তবায়ন করে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হবে। এত করে সৃষ্টি হবে বিভিন্ন কর্মসংস্থানের। তাছাড়া কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নিমার্ণ করা হবে বলেও উল্ল্যেখ করেন তিনি। বেলা ১২টায় সাংসদ আশেক উল্লাহ রফিক কুতুবদিয়া কলেজ পরিচালনা কমিটির সভায় অংশগ্রহন করেন। বক্তব্যে তিনি বলেন, কুতুবদিয়াবাসীর প্রাণের দাবী কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাধ নিমার্ণের কাজ শীঘ্রই শুরু হবে। এ ছাড়াও এই উপজেলার বিদ্যুতের সমস্যা সমাধানে কাজ শুরু হচ্ছে। খুব দ্রুততর সময়ে কুতুবদিয়াবাসী এর সুফল ভোগ করতে পারবে।একই সাথে কুতুবদিয়ায় একটি মহিলা কলেজ স্থাপন করা হবে। এ ছাড়া কুতুবদিয়া অবকাঠামো উন্নয়নকে প্রধান্য দেওয়া হবে। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও রিয়াদ মঈনুদ্দিনের সঞ্চ্লানায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বিকম,জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি মাষ্ঠার আহমদ উল্লাহ,সহকারী শিক্ষক আক্কাছ উদ্দিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ মোরশেদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেলিম উদ্দিন লিটন। এতে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র এইচ.এম.সাজ্জাদ,আরিফুল ইসলাম, সুমন পাল,এম নজরুল ইসলাম,ইখতিয়ার উদ্দিন,মুহিদুল হাসান হান্নান, মারুফ হোসেন, নেজাম উদ্দিন, মোঃ রাসেল, মোঃ কিশোয়ার হোসেন মিরু,এম.মুদাচ্ছির,মোঃ সরোয়ার কামাল নয়ন,মিজবাহ উদ্দিন,রিসাত আজিম, ওয়াহিদুল হাসান মান্নান, আরমান ছিদ্দিক সোহেল, ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন মঈনুল ইসলাম সুমন ও কোরআন তেলোয়াত করেন রিয়াদ।
কৌশিকের উপস্থাপনায় রাতে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০০১-১৪ ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post