বাংলাদেশ আফ্রিকা পরিসংখ্যান



ভারত সিরিজ শেষ, সামনে সাউথ আফ্রিকা। এখন সব চিন্তাভাবনা আফ্রিকাকে নিয়ে।
পরিসংখ্যান আমাদের পক্ষে কিছুই নেই।
*আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ টেস্ট খেলেছে ৮ টা। সবগুলোতেই হেরেছে।
শেষ টেস্ট খেলেছি আফ্রিকার মাঠে। ফলাফল এক ইনিংস & ৪৮ রানের হার।
স্কোরকার্ড (Ban 250 & 131; SA 429).
*ওয়ানডেতে খেলেছি ১৪ ম্যাচ। ১৩ ম্যাচ হার আর ১ম্যাচ জয়।ম্যাচটা ছিলো ২০০৭ এর বিশ্বকাপের ম্যাচ। ঐ বিশ্বকাপের ম্যাচটি সবার না ভুলার কথা। ৮৭ করা আশরাফুল ম্যাচসেরা হয়েছিলেন। তবে আফ্রিকার সাথে ওয়ানডে তে শেষ দেখা টা পুরো কালো দিন বলা যায় বাংলাদেশ ক্রিকেটের জন্য। ২০১১ বিশ্বকাপের ম্যাচ ছিলো। আফ্রিকার দেওয়া ২৮৫ রানের টার্গেটে ৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ :-(। ওয়ানডে তে ঐ ম্যাচ ছিলো দু'দলের শেষ দেখা ।
*T-20 তে আফ্রিকার সাথে খেলেছি দুই ম্যাচ। দুই ম্যাচেই হার।
যেটা দেখা যাচ্ছে পরিসংখ্যান আমাদের বিপক্ষে। কিন্তু ব্যাটিং,বোলিং& ফিল্ডিং তে শতভাগ দিতে পারলে জয় পাওয়া তেমন কষ্টের হবেনা। আমরা এখন ভালো ক্রিকেট খেলছি, ফর্মে আছে সব ক্রিকেটার। ভালো কিছু আশা করাই যায়।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচ জয় পাওয়া মানে অনেক বড় অর্জন হবে আমাদের জন্য। আর সিরিজ জিততে পারলে তা হবে নতুন ইতিহাস।
আরেকটা ইতিহাস হোক সেটাই আশা করি।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post