এবার ইফতারেও বাংলাওয়াশ!
2015-06-28 সময় : 00:06:43
নিউজ ডেস্ক : টাইগারদের সুবাদে ক্রিকেট বিশ্বে এখন 'বাংলাওয়াশ' শব্দটি বেশ পরিচিত। কারণ কোনো সিরিজে সাকিব-মাশরাফিরা কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পারলেই একটায় নাম বাংলাওয়াশ। এই ক্রিকেটের কারণের গত কয়েকদিনে বাংলাদেশে সবথেকে বেশি উচ্চারিত শব্দ কোনটি?
তবে ভারতকে শেষমেশ বাগে পেয়েও এই বাংলাওয়াশ করা যায়নি। তাতে কি? বাংলাওয়াশের জনপ্রিয়তা কমেনি একটুও। এমনকি রমজানের বিশেষ আয়োজন ইফতারের সঙ্গে যোগ হয়েছে এই নামটি। আস্ত একটা ইফতারের দোকানের নামই রাখা হয়েছে, বাংলা ওয়াশ ইফতারি বাজার!
এমন প্রশ্নের জবাবে কেউ যদি ‘বাংলাওয়াশ’ বলে দেন তবে তাকে দোষ দেয়া যাবে না। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর ভারতকেও একই স্বাদ উপহার দেয়ার স্বপ্নে বিভোর ছিল সারা বাংলাদেশ।
যে দেশের মানুষ বন্যা ও ঝড়ের (সিডর) মতো প্রাকৃতিক দুর্যোগের নামেও আপন সন্তানের সামকরণ করে ফেলেন, তাদের কাছ থেকে এমন কান্ড বিস্ময়কর কিছু নয়। এ যেন ক্রিকেটের জন্য বাংলাদেশের মানুষের পাগলাটে আবেগেরই এক অন্যরকম বহিঃপ্রকাশ।
২৮ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে