জিম্বাবুয়েতে হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়েতে হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
কালের কণ্ঠ অনলাইন





পাকিস্তান, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ত্রিদেশীয় সিরিজটা হবে। হবে তা জিম্বাবুয়েতে। এই আসরে খেলার কথা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ডাব্লিউআইসিবি। আগস্ট-সেপ্টেম্বরে হবে এই আসর।

এই আসরের মানে হলো ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ স্থানটির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সরাসরি লড়াই। অষ্টম স্থানটি যাদের হবে তারা সরাসরি খেলবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওই আসরে। পিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এখনো এই ত্রিদেশীয় সিরিজের দিনক্ষণ ঠিক করেনি।
আইসিসির বিশ্ব র‌্যাংকিংয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ অষ্টম এবং পাকিস্তান নবম স্থানে। ১ পয়েন্টের ব্যবধান তাদের মধ্যে। ইংল্যান্ড ছাড়া শীর্ষ সাত দলই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে। র‌্যাংকিংয়ে এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অষ্টম স্থানের মধ্যে থাকলেই হয়।
ভারতের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ এখন আইসিসির র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে আছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে টাইগাররা। জুলাইয়ে বাংলাদেশ নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে তিন ওয়ানডের সিরিজ।
শ্রীলঙ্কায় পাকিস্তান স্বাগতিকদের সাথে ৫ ওয়ানডের সিরিজ খেলবে। কিন্তু বিশ্বকাপের পর ওয়ানডে না খেলা ওয়েস্ট ইন্ডিজের জন্য জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিত করার নির্ধারিত সময়ের আগে প্রথম ওয়ানডে সিরিজ।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post