ভারতের ব্যাটসম্যানদের জন্য এই মুহূর্তে আতঙ্কের এক নাম মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ভারতের ২০ উইকেটের ১১টিই নিয়েছেন বাংলাদেশের এই পেসার, গড়েছেন বিশ্বরেকর্ড। ওই দুই ওয়ানডেতে বাংলাদেশের আরেক তরুণ তুর্কি সাব্বির রহমানও কম যাননি। ৬৩ রান করে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রেখেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মাশরাফির বরাত দিয়ে সূত্র জানায়, ভারতের বিপক্ষে সিরিজ জয়ের জন্য মাশারাফিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের প্রশংসা করেন বলিউড বাদশা। সেই সঙ্গে আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের জন্যে মুস্তাফিজ ও সাব্বিরকে দলে নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছিলেন মাশরাফি। আর এখন খেলছেন সাকিব আল হাসান। দুবার কলকাতাকে শিরোপা জেতাতে অনন্য অবদান রাখেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এক সময় হয়তো মুস্তাফিজ-সাব্বিরকেও কলকাতা অথবা অন্য দলের জার্সিতে আইপিএল মাতাতে দেখা যাবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)