আগামী অক্টোবরে ফেনী ও নোয়াখালীতে বেসিস আইটি ক্যারিয়ার কনফারেন্স

আগামী অক্টোবরে ফেনী ও নোয়াখালীতে বেসিস আইটি ক্যারিয়ার কনফারেন্স

মাহাবুব মাসফিক, টেকজুম ডটটিভি// বেসিস স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ফেনী এবং নোয়াখালীর মাইঝদিতে দুটি আইটি ক্যারিয়ার কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) অঙ্গ সংগঠন বেসিস স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে নেয়া এই প্রোগ্রামে ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সহ অন্যান্য জেলার ছাত্র-ছাত্রীরাও অংশ গ্রহন করতে পারবে।
বেসিস স্টুডেন্ট ফোরাম কর্তৃপক্ষ জানিয়েছেন, উক্ত প্রোগ্রাম দুটিতে ভলান্টিয়ার হিসাবে কাজ করার জন্য ৮০০ আবেদন জমা পড়েছে। সেখান থেকে যাচাই বাছাই করে ২০০ জনকে বাছাই করেছি। তাদেরকে নিয়ে আগামী ২৯ আগষ্ট শনিবার ফেনী কম্পিউটার ইন্সিটিউটে (নতুন রানির হাট, ফেনী) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ‘ভলান্টিয়ার মিটআপ’ এর আয়োজন করা হয়েছে।
‘ভলান্টিয়ার মিটআপ’ অনুষ্ঠানে ভলান্টিয়ারদের উক্ত প্রোগ্রাম দুটিতে বিভিন্ন কাজের দিক নির্দেশনা এবং তথ্যপ্রযুক্তিতে নিজেদের যোগ্য করে তোলার জন্য দিক নির্দেশনামূলক গাইডলাইন দেয়া হবে বলে জানিয়েছেন বেসিস স্টুডেন্টস ফোরামের কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আরিফুল হাসান অপু।
এদিকে আইটি ক্যারিয়ার কনফারেন্সে অংশগ্রহনকারীদেরকে তথ্যপ্রযুক্তিতে নিজেদের অবস্থান, যোগ্যতা, উন্নয়নের গাইডলাইন, সক্ষমতা ইত্যাদি নিয়ে আলোচনাসহ তথ্যপ্রযুক্তিতে অবদান রাখার সঠিক দিক নির্দেশনা দেয়া হবে।
জানা গেছে, উক্ত প্রোগ্রামে আলোচনায় অংশ নেবেন বেসিসের পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আরিফুল হাসান অপু।
প্রসঙ্গত, দেশের সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে আইটি খাতের প্রতিষ্ঠান আর শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমাতে চলতি বছরের ১০ জানুয়ারি ‘বেসিস স্টুডেন্ট ফোরাম’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ‘বাংলাদেশ অ্যাসোসিয়শন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বিস্তারিত পড়ুন

আলু থেকে বিদ্যুৎ উৎপাদন!

আলু থেকে বিদ্যুৎ উৎপাদন!

এইটুকুন বয়স। তাতে কী? বড়দের মতো কাজ। অসাধারণ সব উদ্ভাবন। বিজ্ঞান পড়া শুধু নয়। বিজ্ঞানের যে জ্ঞান, তার চমৎকার ব্যবহার। স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা কত কী যে আবিষ্কার করে দেখিয়েছে। সেইসঙ্গে ছিল স্বশিক্ষিত বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ উদ্ভাবন। আলু থেকে বিদ্যুৎ উৎপাদন করে বাতি জ্বালিয়ে বিজ্ঞান মেলায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মিরসরাইয়ের ক্ষুদে বিজ্ঞানীরা। বিজ্ঞান মেলায় আলু থেকে বিদ্যুত আবিষ্কারক মঘাদিয়া উচ্চ বিদ্যালয় স্কুলের ক্ষুদে বিজ্ঞানী ইমন, আসিফ বিশ্বনাথ, সাকিব ও প্রসেনজিত জানিয়েছেন, আলুর ভেতরে থাকে প্রচুর পরিমানে সৌরো শক্তি যেটি কাজে লাগিয়ে অনায়াসে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আলু থেকে বিদ্যুৎ উৎপাদনে একটি এলইডি বাল্ব জ্বালাতে ১০টি আলু, জিংকের পাত, ১০টি তামার পাত ও সামান্য তার ও দুটি আলাদা ধাতব দন্ড ব্যবহার করা হয়েছে। ধাতব দন্ডের মধ্যে একটি অ্যানোড বা (নেগেটিভ) এবং অন্যটি ক্যাথোড বা পজেটিভ। এরপর দন্ড আলুর দুই প্রান্তে গেথে আর দন্ডের অপর প্রান্তের সাথে দুইটি পরিবাহী লাগানো হয়েছে। পরবর্তীতে অ্যাসিডিক পদার্থকে সংশ্লেষনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে। যা এর আগে কেউ ভাবেনি, আবিষ্কারও করেনি। শিক্ষার্থীদের এমনই ৪৮টি প্রজেক্ট নিয়ে জমে উঠেছিলো বিজ্ঞান মেলা। যা দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শনার্থীরা। 
সোমবার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আয়োজনে অধ্যক্ষ নুরুল আবছারের সভাপতিত্বে ও গণিতের প্রভাষক কামাল উদ্দিনের সার্বিক তত্বাবধায়নে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ক্লিপটন গ্রুপের পরিচালক মহিউদ্দিন চৌধুরী। দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত মিরসরাইয়ের আবুতোরাবে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের বিজ্ঞান মেলা উপলক্ষে দিনভর উৎসবমুখর ছিল পুরো ক্যাম্পাস। 
এছাড়া মেলায় উপস্থিত ছিলেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি সৈয়দ মফিজ আহমেদ, মুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ নাথ, অধ্যাপক নাসির উদ্দীন, জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মেশকাত হোসেন চৌধুরী মির্জা, সামসুদ্দীন চৌধুরী, রফিকুল ইসলাম।
জৈব কীটনাশক, সেফটি ব্রীজ, সিকিউরড হাউস, ভূমিকম্প নির্দেশক, পানির ফিল্টার, ভ্যলেন্ডার মেশিন তৈরী, আলু থেকে বিদ্যুৎ উৎপন্ন, বায়ু বিদ্যুৎ, সলিনয়েড, সোলার ওভেন, এয়ার বোট, ছাই থেকে বিদ্যুৎ উৎপন্ন, স্পিড বোর্ড, লেবু থেকে বিদ্যুৎ, পাথর কুচি থেকে বিদ্যুৎ, রিমোট কন্ট্রোল জাহাজ, ফায়ার ডেন্জার এলার্ম, পাইলট বিহীন হেলিকপ্টর, হাইড্রোলিক ব্রীজ, ড্রোন বিমান সহ মোট ৫০টি প্রোজেক্টের মধ্যে তাক লাগিয়ে দেয় হাইড্রোলিক ব্রীজ, পাইলট বিহীন বিমান, আলু দিয়ে বিদ্যুৎ উৎপাদন, চাই থেকে বিদ্যুৎ ও সোলার ওভেন।
কলেজ পর্যায়ে প্রথম হয় প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ। প্রজেক্ট ছিল বায়ু চাপের ব্যবহার ও বিকল্প বিদ্যুৎ উৎপাদন- দলনেতা শরীফুল ইসলাম এবং নাইমুল হাসান। ফায়ার এলার্ম সার্বিস নিয়ে প্রফেসর কামাল কলেজ থেকে দ্বিতীয় হয় সাগর। স্পিড বোর্ড নিয়ে তৃতীয় হন জোরারগঞ্জ মহিলা কলেজ থেকে ফারহানা কাউসার। স্কুল পর্যায়ে প্রথম হয় জেবি উচ্চ বিদ্যালয় সেফটি ব্রীজ নিয়ে। জৈব কীটনাশক নিয়ে জেবি উচ্চ বিদ্যালয় থেকে ২য় হয় তাসনিন জাহান মিতু। ছাই দিয়ে বিদ্যুৎ প্রজেক্ট নিয়ে ৩য় হয় আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সালাউদ্দিন। 
বিজ্ঞান মেলায় ২টি দলে ১৬৭জন ক্ষুদে বিজ্ঞানী অংশ গ্রহন করে। মাধ্যমিক পর্যায়ে উপজেলার ৭টি স্কুলের ১০১জন বিজ্ঞানীরা মোট ৩৪টি প্রকল্প উপস্থাপন করে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২টি কলেজের ৫৬জন বিজ্ঞানী ১৪টি প্রজেক্ট উপস্থাপন করে। 
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে অধ্যক্ষ নুরুল আবছার জানান, নিজেদের মেধা ও শ্রম দিয়ে তৈরি প্রজেক্টগুলো শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তারই বহিঃপ্রকাশ। যার মধ্য দিয়ে তারা জানান দিয়েছে, সুযোগ পেলে তারাও পাল্টে দিতে পারে বিশ্বকে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের জন্য, বিশ্বের জন্য তারাও আবিষ্কার করতে পারেন নতুন কিছু। আগামী দিনের নাগরিকদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, ক্ষুদে বিজ্ঞানীদের আরও উৎসাহ দেয়া,মেধার যথার্থ স্বীকৃতি প্রদানের মাধ্যমে নতুন নতুন আবিষ্কারের সুযোগ করে দেয়াই ছিল মেলার উদ্দেশ্য। 
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়া বড়ঘোপ ফাযিল মাদরাসার (HSC) ফলাফল:

কুতুবদিয়া বড়ঘোপ ফাযিল মাদরাসার (HSC) ফলাফল:
Institute: BARA GOP ISLAMIA FAZIL MADRASAH
Thana/Upazilla: KUTUBDIA
District: COX'S BAZAR
No. of Students Appeared: 51
No. of Students Passed: 49
Percentage of Pass: 96.08
GENERAL
157534[3.57] 157535[3.64] 157536[3.57] 157537[3.29] 157538[2.93] 157539[3.71] 157540[3.86] 157541[3.79] 157542[3.57] 157543[3.57] 157544[3.43] 157545[3.50] 157546[2.93] 157547[3.43] 157548[2.93] 157549[3.14] 157550[3.29] 157551[2.93] 157552[3.07] 157553[3.57] 157554[3.43] 157555[2.86] 157556[3.36] 157557[3.21] 157558[2.71] 157559[3.07] 157560[3.14] 157561[2.93] 157562[3.50] 157563[2.93] 157564[2.64] 157565[2.86] 157566[3.00] 157568[3.21] 157569[2.86] 157570[3.00] 157571[2.93] 157573[3.14] 157574[4.00] 157575[3.71] 157576[4.07] 157577[4.14] 157578[4.29] 157579[3.57] 157580[3.50] 157581[3.21] 157582[3.29] 157583[2.21] 157584[2.17] =49
157567[F1 ] 157572[F1 ] =2
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়া ধূরং ছমদিয়াা মাদরাসার (HSC) ফলাফল:

কুতুবদিয়া ধূরং ছমদিয়াা মাদরাসার (HSC) ফলাফল:
Institute: DHURANG SAMADIA ALIM MADRASAH
Thana/Upazilla: KUTUBDIA
District: COX'S BAZAR
No. of Students Appeared: 28
No. of Students Passed: 26
Percentage of Pass: 92.86
GENERAL
157506[3.07] 157507[3.14] 157508[3.07] 157509[2.71] 157510[3.00] 157511[2.64] 157512[3.29] 157513[3.50] 157514[3.14] 157515[3.29] 157516[3.36] 157518[2.50] 157519[3.29] 157520[3.29] 157521[3.64] 157522[3.29] 157523[3.86] 157524[3.71] 157525[3.64] 157526[3.21] 157527[3.50] 157528[3.29] 157529[2.93] 157531[3.14] 157532[2.79] 157533[2.50] =26
157517[F1 ] 157530[F1 ] =2
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়া কলেজের ফলাফল:

কুতুবদিয়া কলেজের ফলাফল:
Kutubdia College Result:
কুতুবদিয়া কলেজের ফলাফল:
BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, CHITTAGONG
RESULT OF H.S.C. EXAMINATION, 2015
EIIN: 106334
Institute: KUTUBDIA COLLEGE
Thana/Upazilla: KUTUBDIA
District: COX'S BAZAR
No. of Students Appeared: 366
No. of Students Passed: 242
Percentage of Pass: 66.12
BUSINESS STUDIES
533070[4.33] 533098[2.92] 533099[2.83] 533100[3.25] 533101[3.08] 533102[3.17] 533103[3.25] 533071[3.58] 533072[3.25] 533104[2.92] 533105[2.58] 533106[2.42] 533107[2.58] 533108[2.25] 533073[3.25] 533109[2.08] 533074[3.42] 533110[2.83] 533111[2.75] 533075[3.42] 533112[2.25] 533113[2.50] 533114[2.25] 533115[2.50] 533077[2.58] 533116[2.25] 533078[2.83] 533079[2.92] 533117[2.83] 533080[2.58] 533118[2.67] 533119[3.50] 533081[2.17] 533120[2.58] 533082[2.33] 533121[2.42] 533083[2.92] 533122[2.83] 533084[3.08] 533123[2.67] 533124[3.00] 533125[2.67] 533126[2.83] 533127[3.00] 533085[2.75] 533129[2.50] 533130[3.58] 533131[3.00] 533132[3.25] 533133[3.50] 533134[2.58] 533135[3.75] 533137[2.92] 533138[2.92] 533139[2.92] 533140[2.75] 533141[3.00] 533142[3.08] 533144[2.83] 533145[2.50] 533146[2.67] 533147[2.67] 533148[2.50] 533149[2.67] 533150[2.08] 533151[2.42] 533152[2.42] 533153[2.42] 533086[2.58] 533154[2.25] 533155[2.58] 533156[2.42] 533087[3.42] 533161[2.42] 533088[3.42] 533089[3.50] 533162[2.92] 533163[2.75] 533090[2.92] 533091[2.17] 533166[2.42] 533167[3.08] 533168[2.75] 533092[2.17] 533169[2.58] 533170[2.83] 533171[1.92] 533093[2.83] 533177[2.10] 533178[2.20] 533180[2.60] =91
533076[F1] 533128[F1] 533136[F1] 533143[F1] 533157[F2] 533158[F2] 533159[F1] 533160[F1] 533164[F1] 533165[FAIL] 533172[F1] 533094[F1] 533173[F1] 533174[F1] 533175[F1] 533176[F1] 533179[F1] 533095[F1] 533096[F1] 533181[F1] 533097[F1] =21
HUMANITIES
320140[3.58] 319978[2.83] 319979[3.33] 319980[3.00] 319981[3.58] 319982[3.33] 319983[3.08] 319984[3.50] 319985[2.67] 319986[3.17] 320141[3.08] 320142[2.75] 319987[3.83] 320143[2.75] 320144[2.75] 320145[2.67] 320146[2.08] 319989[3.25] 319990[2.92] 320147[3.33] 320148[3.00] 319994[2.83] 320149[2.08] 320150[2.33] 319995[3.83] 320151[2.33] 320152[2.75] 320153[2.67] 320154[2.75] 320155[2.58] 319997[3.58] 320156[2.92] 320157[2.42] 320001[3.17] 320002[3.75] 320004[3.08] 320005[3.42] 320158[2.92] 320159[2.83] 320160[2.83] 320161[2.67] 320162[2.42] 320163[2.58] 320010[3.58] 320012[2.92] 320014[3.92] 320164[2.75] 320165[2.75] 320015[3.00] 320016[3.75] 320017[3.42] 320018[3.67] 320019[3.33] 320020[2.92] 320021[3.83] 320166[2.75] 320023[3.67] 320024[2.42] 320025[2.92] 320026[2.83] 320028[3.92] 320029[3.33] 320030[3.00] 320167[2.00] 320168[2.25] 320034[2.08] 320036[2.67] 320037[2.58] 320172[2.42] 320173[3.17] 320174[3.00] 320175[2.67] 320176[3.42] 320177[3.58] 320178[2.92] 320179[2.92] 320180[2.58] 320039[2.50] 320040[3.25] 320041[3.00] 320042[3.17] 320043[3.17] 320044[3.17] 320045[2.50] 320046[2.50] 320047[2.67] 320052[2.67] 320054[2.08] 320055[2.17] 320057[2.25] 320058[2.33] 320059[2.67] 320068[2.17] 320182[2.75] 320070[2.25] 320183[2.75] 320072[2.83] 320073[2.83] 320184[2.75] 320074[3.42] 320075[2.33] 320076[2.92] 320077[2.50] 320185[3.17] 320186[3.58] 320079[2.42] 320080[2.50] 320081[3.17] 320082[2.33] 320187[3.83] 320188[2.83] 320189[2.83] 320190[2.42] 320192[2.30] 320086[2.60] 320088[2.00] 320193[2.30] 320091[2.40] 320092[2.30] 320093[2.70] 320094[2.40] 320095[2.90] 320195[2.40] 320196[2.40] 320098[2.70] 320099[1.60] 320200[2.90] 320102[1.80] 320103[1.80] 320104[1.80] 320105[1.90] 320201[2.80] 320106[1.80] 320109[2.20] 320110[2.80] 320206[3.10] 320113[2.10] 320114[3.10] 320116[2.90] 320207[2.40] 320121[2.10] 320123[1.60] 320209[1.80] 320131[2.00] 320212[2.10] =145
319988[F1] 319991[F1] 319992[F1] 319993[F1] 319996[F1] 319998[F2] 319999[F1] 320000[F1] 320003[F1] 320006[F1] 320007[F1] 320008[F1] 320009[F2] 320011[FAIL] 320013[F1] 320022[FAIL] 320027[F1] 320031[F1] 320032[F1] 320033[F1] 320035[F2] 320169[F1] 320170[F1] 320171[FAIL] 320038[F1] 320181[F1] 320048[F1] 320049[F1] 320050[FAIL] 320051[FAIL] 320053[FAIL] 320056[F1] 320060[F2] 320061[F1] 320062[F2] 320063[FAIL] 320064[F2] 320065[F2] 320066[F1] 320067[F2] 320069[FAIL] 320071[F1] 320078[F1] 320083[F1] 320084[FAIL] 320085[FAIL] 320087[FAIL] 320089[F1] 320090[F1] 320194[F1] 320096[F1] 320197[FAIL] 320097[F1] 320198[F1] 320199[F1] 320100[F1] 320101[F1] 320202[F1] 320107[F1] 320108[FAIL] 320203[F2] 320204[F1] 320205[F1] 320111[F1] 320112[F1] 320115[F1] 320117[F2] 320118[FAIL] 320119[F1] 320208[F1] 320120[F1] 320122[F1] 320124[F1] 320125[F1] 320126[F1] 320127[F1] 320128[F1] 320129[F1] 320130[F1] 320210[F1] 320132[F1] 320133[F1] 320134[F1] 320135[F1] 320136[F1] 320137[F1] 320211[F1] 320213[F1] 320138[FAIL] 320139[F1] 320191[F1] =91
SCIENCE
110879[3.33] 110880[3.17] 110883[3.25] 110884[3.25] 110893[2.90] 110894[3.20] =6
110878[F1] 110882[F1] 110881[F1] 110885[FAIL] 110886[FAIL] 110887[F1] 110888[F1] 110889[F1] 110890[F1] 110891[F1] 110895[F1] 110892[F1] =12
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়া টেকনিক্যাল কলেজের ফলাফল:

কুতুবদিয়া টেকনিক্যাল কলেজের ফলাফল:
Kutubdia Technical College Result:
কুতুবদিয়া টেকনিক্যাল কলেজের ফলাফল:
১০০% পাস করেছে :
BANGLADESH TECHNICAL EDUCATION BOARD, DHAKA
RESULT OF HSC (BM, VOC, DCOM) Examination - 2015
Institute : 74029-Kutubdia Technical and BM College
1 | Examinees securing minimum GP 1.00 in every subject.
--------------------------------------------------------------(21) Accounting---------------------------------------------------------------
611266 [3.50] 744851 [3.96] 744852 [4.54] 744853 [4.92] 744854 [5.00] 744855 [4.38] 744858 [3.88] 744859 [3.67] 744860 [3.88]
----------------------------------------------------------(23) Computer Operation-----------------------------------------------------------
744861 [5.00] 744862 [4.58] 744863 [4.83] 744864 [4.13] 744866 [5.00] 744867 [4.04] 744868 [5.00] 744869 [5.00] 744870 [4.92] 744871 [5.00] 744872 [5.00] 744873 [4.25] 744874 [4.67] ---------------------------------------------------------------------------------
The result is hereby published subject to the final approval of the Board. If any inadvertent error / mistake
is detected later on in the result, the board as per rule hold the authority of correcting/altering/withdrawing
the result at any time. Apply for rescruitiny through SMS within 10-16/08/2015. No complain will be entertained
after the expiry of the stipulated time.
বিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ আজ

এইচএসসির ফল প্রকাশ আজ

রোববার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০১৫’র ফল প্রকাশ করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী ও সব বোর্ড চেয়ারম্যানগণ। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আর পরীক্ষার্থীরা বেলা ২টা থেকে ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবে।
বেলা ১০টায় ফলাফলের অনুলিপি দেয়ার পর গণভবন থেকে প্রধানমন্ত্রী পাবনা ও পিরোজপুর জেলা প্রশাসকের কক্ষে একটি সরকারি কলেজ, একটি মহিলা মাদরাসা ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সেরা শিক্ষার্থী, অধ্যক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির আহবায়ক ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবু বকর ছিদ্দিক।
এবার সেরা প্রতিষ্ঠান বাছাইয়ের প্রতিযোগিতার পরিবর্তে নতুন কিছু যুক্ত হচ্ছে কি-না জানতে চাইলে তিনি নয়া দিগন্তকে বলেন, নতুন কিছু যুক্ত হচ্ছে না, পুরোনো অনেক কিছুকে আমরা বাদ দিচ্ছি।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ পরীক্ষার্থী ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা দেয়। গত ১ এপ্রিল তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছে ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন। লিখিত পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যেই এবারও ফলাফল প্রকাশ করা হচ্ছে।
ফল জানতে হবে ওয়েবসাইটে ও মোবাইলে 
বেলা ২টার পর স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এবং শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব সাইটে ফলাফল উন্মুক্ত করা হবে। বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে, (www.dhakaeducationboard.gov.bd)। এ ছাড়া অন্যান্য বরাবরের মতো যে কোনো মোবাইল থেকে এসএসএম করে পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মোবাইলে ম্যাসেজ অফশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এ ফল জানিয়ে দেয়া হবে।
একইভাবে মাদরাসা বোর্ডের আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উভয় ক্ষেত্রেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
গত কয়েক বছরের মত এবারও বোর্ডগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলের মাধ্যমে তাদের ফল জানানো হবে। কোনো ধরনের কাগজ বা লিখিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে না।
প্রকাশিত ফল পুনঃনিরীক্ষার আবেদন সোমবার থেকেই
বরাবরের মত সরকারি মোবাইল অপারেটর কোম্পানি ‘টেলিটক’ থেকে আগামী সোমবার থেকে ১৬ অগাস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে বলে জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ্র।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএ-এস ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পুনঃনিরীক্ষার আবেদনে প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি ককাটা হবে। একই এসএমএস-এ একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়াবাসীর স্বেচ্ছায় বেড়িবাঁধ নির্মাণ শুরু

কুতুবদিয়াবাসীর স্বেচ্ছায় বেড়িবাঁধ নির্মাণ শুরু

হাছান কুতুবী, কুতুবদিয়া : সাগরের নুনা জোয়ার থেকে বসতবাড়ী ও আউশ-আমন ফসল রক্ষায় কক্সবাজারের দ্বীপ-কুতুবদিয়ার মানুষ বুধবার হতে উত্তর ধূরুংয়ের পূর্বচর ধূরুং এলাকায় বেড়িবাঁধের ভাঙ্গা অংশে স্বেচ্ছায় নির্মাণ কাজ শুরু করেছে। দক্ষিণ ধূরুং ও উত্তর ধূরুংবাসীর গত মঙ্গলবার ধূরুং হাইস্কুল মাঠে অনুষ্টিত এক প্রস্তুতি সভার সিদ্ধান্ত মাইকিং করে জানিয়ে দেয়ার পর এলাকার ক্ষতিগ্রস্ত হাজার হাজার কৃষক, কৃষানী, শিক্ষক-শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজে অংশগ্রহন করে প্রায় ২০ চেইন বাঁধ নির্মাণ করে বলে জানা গেছে। কাজে সরাসরি অংশগ্রহন করেন দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান সিরাজদৌল্লাহ, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাছান কুতুবী, সমাজসেবক সরোয়ার আলম চৌধুরী, ধূরুং হাইস্কুলের প্রধান শিক্ষক মোরশেদুল আলমসহ-সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি মফিজুল আলম, প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক সরোয়ার আলম, নুরুল আবছার, মুহাম্মদ খিজির, ছালেহ আহমদ, সমাজসেবক ভেন্ডার গিয়াস উদ্দিন, রাজনীতিক মোতাহের কোম্পানীসহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনীতিক ব্যবসায়ী ও প্রতিটি স্কুল-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। কাজ চলাকালে বন্ধ ছিল পুরো এলাকার শিক্ষা প্রতিষ্টান, ধূরুংবাজার এবং অন্যান্য এলাকার দোকানপাট। তারা পরবর্তী জো’র আগ পর্যন্ত এলাকার পুরো ভাঙ্গা অংশ নির্মাণ করবে বলে জানা গেছে। গত একমাস কালের টানা ভারী বর্ষণ ও তার ওপর ঘূর্ণিঝড় কোমেন এর প্রভাবে প্রায় ২কি.মি.ভাঙ্গা বেড়িবাঁধ হয়ে আসা পূর্ণিমার জোয়ারের পানিতে ওই এলাকার প্রায় ৪০ গ্রাম তলিয়ে যায়। এতে বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ী, রোড-ঘাট, প্রতিষ্টান। বিনষ্ট হয় আউশ-আমন এবং ভেসে যায় পুকুর-ঘেরের মাছ। পাউবোর বরাদ্দকৃত ৫৫ লাখ টাকার কাজ যথাযথভাবে বাস্তবায়িত হলে এ ভয়াবহ ক্ষতির শিকার হতনা বলে এলাকাবাসী অভিযোগ করেন। গত বর্ষায়ও একই কারণে ওসব এলাকায় চাষাবাদ হয়নি। এলাকার ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ আরো বলেন, বেড়িবাঁধ নিয়ে শুধু সরকারের ওপর ভরসা করে বসে থাকলে ফসল, জানমাল ও সহায়-সম্পদ রক্ষা করা যাবেনা। তাই দ্বীপ বাঁচাতে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বেড়িবাঁধের ভাঙ্গা পয়েন্টের কাজ চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এদিকে কয়েক হাজার মানুষ নিয়ে পাশের ইউনিয়ন এলাকায় বেড়িবাঁধ নির্মাণ ও গত বছর সৃষ্ট দূর্যোগে ব্যক্তিগত ফান্ড থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে সমাজসেবায় চমৎকার প্রশংসা অর্জন করেন তরুণ জনপ্রতিনিধি দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ। 
বিস্তারিত পড়ুন