আজাদী ডেস্ক ॥
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। গতকাল চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং সাদার্ন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখেন তিনি। তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সুপ্ত চিন্তা, দূরদৃষ্টি ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সাফল্য ধরা দেবে। আত্মবিশ্বাস হারালে চলবেনা। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
সিআইইউ মিলনায়তনে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (আইইউএএ),রোটারি ক্লাব অব চিটাগং মহানগর, ইকোনমিকস এন্ড ফিনান্স কালাস্টার, সিআইইউ এর যৌথ উদ্যোগে আয়োজিত বক্তব্য সেশন সিআইইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইরশাদ কামাল খানের সভাপতিত্বে, অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর জয়েন্ট এডিটর বিশ্বজিৎ চৌধুরী । সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার রশিদ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইইউএএ প্রতিনিধি জাবিনা জিবরান চৌধুরী। সিআইইউ উপ-উপাচার্য ড. ইরশাদ কামাল খান স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশ্বজিৎ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশের যুবকদের সামর্থ আছে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার। তিনি বাংলাদেশের ছেলেদের সাফল্যের ঘটনাগুলো বর্ণনা করেন। তৌহিদ সামাদ তাঁর বক্তব্যে বলেন-সাবিরুল যুবক সামাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আত্নবিশ্বাসই হলো সকল সাফল্যের মূল। তিনি সকলকে সাবিরুলের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানান।
সাবিরুল তরুণদের সাফল্য লাভে পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এর প্রথমটি হচ্ছে আত্নবিশ্বাস। যে কোন পরিস্থিতিতে এই মনোভাব ধরে রাখা যে, আমি পারবই। দ্বিতীয়ত:আনন্দের সঙ্গে প্রতিটি কাজ কাজ করা। তৃতীয়ত নিজের পথচলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হবে। ১০ বছর পর একজন নিজেকে কোথায় দেখতে চান, তাঁর উচিত এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা।
চতুর্থত সহজ কর্মপরিকল্পনা গ্রহণ করা। প্রতিদিনই নিজের কোন পরিকল্পনা থাকতে হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে কাজ করতে হবে। নিজের পূর্বনির্ধারিত লক্ষ্য যেমন হবে,কর্মপরিকল্পনাও ঠিক সেভাবেই নিতে হবে।
আর সবচেয়ে জরুরি হচ্ছে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সাহায্য চাইতে দ্বিধায় ভোগাটা অনেকের স্বপ্নকে থমকে দিতে পারে। তাই আমি সবাইকে বলি, আপনার জন্য সাহায্য ও সুযোগ অপেক্ষা করছে, শুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে খুঁজে নিন।
সাদার্ন বিশ্ববিদ্যালয় :
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও রোটারি ক্লাব চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২০১৪ ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ভবিষ্যত উদ্যোক্তা কনভেনশনে বক্তব্য রাখেন সাবিরুল। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রণোদনামূলক বক্তব্য রাখেন তিনি বলেন, নিজের সুপ্ত চিন্তাকে কাজে লাগিয়ে নিজেকে বিকশিত করার উদ্ভাবনী শক্তি একমাত্র তোমার কাছে, এই বিশ্বাসটাকে ধারন করে সামনে এগিয়ে যেতে হবে।
নগরীর ষোল শহর এল জি ই ডি ভবনের কনভেনশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীরের সভাপতিত্বে কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপচার্য প্রফেসর মোহাম্মদ আলী । এই সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহান, উপ উপচার্য প্রফেসর ডাঃ শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান,আইন বিভাগের প্রধান মহিউদ্দিন খালেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আলী আশরাফ, রেজিস্ট্রার ডঃ মন্তাজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে উপচার্য নতুনদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাকে শুধুমাত্র ক্লাসরুম এবং নোট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এবং একাডেমিক বইয়ের বাইরে ও বিভিন্ন বিষয় অধ্যয়ন করতে হবে। তিনি শিক্ষা অর্জনের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদেরকে ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে তোলার পরামর্শ দেন। খবর প্রেসবিজ্ঞপ্তির।