সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে “তেল, গ্যাস এবং পানির পাইপ লাইনে আধুনিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত ।
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে “তেল, গ্যাস এবং পানির পাইপ লাইনে আধুনিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আব্দুল হামিদ মিরদাদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গেস্ট প্রভাষক, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, প্রধান বক্তৃতা প্রদান করেন। সেমিনারে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইঞ্জিঃ এম আলী আশরাফ। সেমিনারটি সংকলন করেন পুরকৌশল বিভাগের প্রভাষক এ এম ফিরোজ রশিদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষকাবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিগণ সেমিনারে উপস্থিত ছিলেন।
পানির পাইপ লাইনের দিক পরিবর্তনের জন্য স্টিল এলবো গুলোকে অনেক চাপ সহ্য করতে হয় যা সোজা পাইপের চেয়ে অনেক বেশি। অতিরিক্ত চাপকে সিভিল ইঞ্জিঃ এর ভাষায় “বোর্ডন প্রভাব” বলে যা পাইপের তরলকে সবসময় সোজা পথে চালাতে চেষ্টা করে যার জন্য এলবোতে অনেক চাপের সৃষ্টি হয়। ইঞ্জিনিয়ার হামিদ বলেন, এই প্রভাবের ফলে পাইপের দুই দিকে দুই ধরনের চাপের সৃষ্টি হয় এবং ইঞ্জিনিয়াররা যদি এই প্রভাবকে মাথায় না নিয়ে পাইপলাইন ডিজাইন করেন তাহলে পাইপলাইন আকস্মিকভাবে বাকা হয়ে যেতে পারে এমনকি ভেঙ্গেও যেতে পারে।
পেশাগত ইঞ্জিনিয়াররা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, এই গবেষনা, আমাদের দেশের ওয়াসার পাইপলাইনের যে লিক গুলো হয় তা কমাতে পারবে। ইঞ্জিনিয়ার হামিদ, এই গবেষণাটি করেছিলেন কানাডার তেল এবং গ্যাস এর একটি বৃহত্তর প্রতিষ্ঠান “ট্রান্সকানাডা পাইপলাইন লিমিটেড” এবং আলবার্টা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পে।
পেশাগত ইঞ্জিনিয়াররা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, এই গবেষনা, আমাদের দেশের ওয়াসার পাইপলাইনের যে লিক গুলো হয় তা কমাতে পারবে। ইঞ্জিনিয়ার হামিদ, এই গবেষণাটি করেছিলেন কানাডার তেল এবং গ্যাস এর একটি বৃহত্তর প্রতিষ্ঠান “ট্রান্সকানাডা পাইপলাইন লিমিটেড” এবং আলবার্টা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পে।