
কক্সবাজার জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা বাছাই প্রতিযোগিতায় গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কক্সবাজার জেলার ৮ উপজেলার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লাইট.লে.কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা’কে (২০১৪ সনের) জন্য শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেছে।
উল্লেখ্য যে গত ১৬ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলার ৫৪ টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান, শিখনফল, পাঠ প্রস্তুতি, শ্রেণি কক্ষে পাঠ আদায়, শ্রেণি কার্যক্রমে উদ্ভাবনী কৌশল প্রয়োগ, শিক্ষর্থীদের ঝরে পড়া রোধসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা পূর্বক যাচাই-বাচাই করে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়েছে কর্মরত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ। জানা যায় শমসের নেওয়াজ মুক্তা “শিক্ষা ও সংস্কৃতি” প্রাঙ্গনে বারাবরই অবদান রেখে চলেছেন। তিনি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষায় সপ্তাহ-২০০৯ এ শিক্ষক পর্যায়ে নজরুল ও লোক সংগীতে অংশ গ্রহণ করে ১ম স্থান অধিকার করে, ২০০২ সালে শ্রেষ্ঠ গালর্স গাইড,১৯৯৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পি নির্বাচিত হওয়াসহ সংগীতে একাধিক পুরস্কার লাভ করে।
উল্লেখ্য যে তিনি কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া আদর্শ উচ্চ কিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্কাস উদ্দিনের সুযোগ্য কন্যা এবং কুতুবদিয়া কলেজের শিক্ষক শওকতুল ইসলামের সহধর্মীনী।