যাদের জন্য আমরা লজ্জিত...

যাদের জন্য আমরা লজ্জিত...

যাদের জন্য আমরা লজ্জিত...

 ২০১৫ জুন ৩০ ১১:৫১:১৪
যাদের জন্য আমরা লজ্জিত...
নাসিরকে নিয়ে বাজে মন্তব্যকারীর কয়েকজন সনাক্ত করা হয়েছে। ফেসবুক দুনিয়ায় ঐসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়। নাসিরের অপমানে ক্ষেপেছেন ক্রিকেটাররাও।
ঘটনার সূত্রপাত, ছোটবোনকে নিয়ে রংপুর যাওয়ার পথে সেলফি তুলেছিলেন ক্রিকেটার নাসির হোসেন। এরপর সেই ছবি পোস্ট করেছিলেন নিজেরফেসবুক পেজে। একই সঙ্গে পোস্টে লিখেও দিয়েছিলেন- এটা তার ছোট বোন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই ছবিই নিয়েই তোলপাড়।কিছু মানসিক বিকৃতিতে ভোগা সমর্থকের কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্যের কারণে শেষ পর্যন্ত ছবিটি সরিয়ে নিতেই বাধ্য হয়েছেন নাসির।
নাসিরের বোনকে নিয়ে ফেসবুক ইউজারদের বাজে মন্তব্য এবং তার ছবি সরিয়ে নেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে।
নাসিরের সমর্থনে এবং বাজে মন্তব্যকারীদের মন্তব্যের প্রতিবাদে নিজের অফিসিয়াল ফেজবুক পেইজই বন্ধ করে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার পেইজটি ছিল ফেসবুক কর্তৃক ভেরিফাই করা।
নাসির ছবিতে বাজে কমেন্টস-এর ঘটনায় ক্ষুব্ধ, বিরক্ত ও মর্মাহত হন মাশরাফি। এ কারণেই নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিয়ে সেটির প্রতিবাদ জানান তিনি। মাশরাফি বলেন, ‘পেইজ বন্ধ করে দিচ্ছি শুধু মাত্র নাসিরের জন্য। নাসিরের পাশে থাকার জন্য, ওই ঘটনার প্রতিবাদ হিসেবে আমি নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিচ্ছি। ফেইসবুক পেইজ খুলে যদি এমন তিক্ত অভিজ্ঞতাই হয়, দরকার নাই আমার এসব।’
মাশরাফি প্রথমে তার নিজের পেইজটি বাংলাদেশে রেস্ট্রিক্ট করে দেন। যাতে বাংলাদেশের ইউজাররা তার পেইজটি দেখতে না পান। কিন্তু শেষ পর্যন্ত এতটাই ক্ষুব্ধ হন যে পেইজিই বন্ধ করে দেন। তবে পেইজ বন্ধ না করলেও এ ঘটনার প্রতিবাদে নিজের পেইজটি রেস্ট্রিক্ট করে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ইউজাররা তার পেইজে প্রবেশই করতে পারছেন না। এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পেইজে তিনি বেশ শান্ত, অথচ ক্ষব্ধ কণ্ঠেই লেখেন, ‘আমরা এদেশের সমর্থকদের জন্য গর্ববোধ করি। মাঠে যখন আমরা খেলি, তখন তাদের সমর্থন আর উৎসাহে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। আশা করি এটা চিরদিনই থাকবে। তবে মাঠের বাইরে সমর্থকদের কিছু কিছু কর্মকাণ্ডে আমরা বেশ বিব্রত হই। দয়া করে সামাজিক যোগাযোগ সাইটে কেউ বাংলাদেশি ক্রিকেটার কিংবা বিদেশি কোন ক্রিকেটারের নামে কোন বাজে মন্তব্য কিংবা স্ট্যাটাস পোস্ট করবেন না। সবাই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে নিজের অবস্থান থেকে দেশের 
মান-সম্মান তুলে ধরার। এ কারণে আমরাও কিছু সম্মান আশা করি। দয়া করে সবাই ইতিবাচক চিন্তা করবেন।’
এদিকে নাসির হোসেনের ফেসবুক পেজে তার বোনের সাথে তোলা ছবি পোস্ট করার পর সেখানে নোংরা মন্তব্যকারীদের শনাক্ত করা হয়েছে। এসব অসুস্থ মানসিকতার ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে গোটা অনলাইন জুড়ে।
এই ঘটনার পর নাসিরের সাথে করা এমন নোংরামির বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা ফেসবুক। নিন্দার ঝড় বয়ে যায় এসব মন্তব্যকারীদের বিরুদ্ধে এবং একইসাথে এমন ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করে স্ট্যাটাসও দেন। সেই সাথে দাবি উঠে উক্ত ঘটনায় দোষীদের শাস্তির দেয়ার জন্য।
মাশরাফির ফেসবুজ পেইজ বন্ধ করে দেওয়ার পরই ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে নাসিরের ছবিতে নোংরা মন্তব্যকারীদের বিরুদ্ধে। নাসিরের ডিলিট করা ছবির স্ক্রিনশট দেখে উক্ত নোংরা মন্তব্যকারীদের ফেসবুকে সার্চ করে তাদের ফেসবুক আইডি বের করা হয়। সেই সাথে বের হয়ে আসে তাদের নাম, পরিচয় এবং ছবি। পুরো ফেসবুক জুড়ে এখন এসব মন্তব্যকারীদের পরিচয় প্রকাশ করে শাস্তির দাবি করা হচ্ছে।
see more-http://www.bd24live.com/bangla/article/50052/index.html
বিস্তারিত পড়ুন

এবার ইফতারেও বাংলাওয়াশ!

এবার ইফতারেও বাংলাওয়াশ!

এবার ইফতারেও বাংলাওয়াশ!

2015-06-28 সময় : 00:06:43

নিউজ ডেস্ক : টাইগারদের সুবাদে ক্রিকেট বিশ্বে এখন 'বাংলাওয়াশ' শব্দটি বেশ পরিচিত। কারণ কোনো সিরিজে সাকিব-মাশরাফিরা কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পারলেই একটায় নাম বাংলাওয়াশ। এই ক্রিকেটের কারণের গত কয়েকদিনে বাংলাদেশে সবথেকে বেশি উচ্চারিত শব্দ কোনটি?

তবে ভারতকে শেষমেশ বাগে পেয়েও এই বাংলাওয়াশ করা যায়নি। তাতে কি? বাংলাওয়াশের জনপ্রিয়তা কমেনি একটুও। এমনকি রমজানের বিশেষ আয়োজন ইফতারের সঙ্গে যোগ হয়েছে এই নামটি। আস্ত একটা ইফতারের দোকানের নামই রাখা হয়েছে, বাংলা ওয়াশ ইফতারি বাজার!

এমন প্রশ্নের জবাবে কেউ যদি ‘বাংলাওয়াশ’ বলে দেন তবে তাকে দোষ দেয়া যাবে না। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর ভারতকেও একই স্বাদ উপহার দেয়ার স্বপ্নে বিভোর ছিল সারা বাংলাদেশ।

যে দেশের মানুষ বন্যা ও ঝড়ের (সিডর) মতো প্রাকৃতিক দুর্যোগের নামেও আপন সন্তানের সামকরণ করে ফেলেন, তাদের কাছ থেকে এমন কান্ড বিস্ময়কর কিছু নয়। এ যেন ক্রিকেটের জন্য বাংলাদেশের মানুষের পাগলাটে আবেগেরই এক অন্যরকম বহিঃপ্রকাশ।
২৮ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

বিস্তারিত পড়ুন

ঘুষ নিয়েছেন রায়না, জাদেজা ও ব্রাভো!

ঘুষ নিয়েছেন রায়না, জাদেজা ও ব্রাভো!


আবারো আইপিএল কেলেঙ্কারি। এবার নাম উঠে এলো ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের ডাউনি ব্রাভোর। অভিযোগ, এই তিন ক্রিকেটারকে ঘুষ দিয়েছিলেন রিয়েল এস্টেট টাইকুন বাবা দিভান। শুধু টাকাই নয়, তাদের ফ্ল্যাটও দেয়া হয়েছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক কমিশনার ললিত মোদি নাকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন, ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই তিন ক্রিকেটারের নামে। মোদি সেই চিঠিতে ওই তিন ক্রিকেটারের নাম উল্লেখ করেননি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, ওই তিনজন হলেন সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা এবং ডোয়াইন ব্রাভো। বলা হচ্ছে, ভারতীয় এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঘুষ নিয়েছেন এই তিনজন।


ললিত মোদি
শুক্রবার শ্যাম স্বামী নামে এক ব্যক্তি টুইটারে ললিত মোদিকে উদ্দেশ করে একটি চিঠি পোস্ট করেন। সেখানেই দেখা যায়, মোদি ২০১৩ সালের জুনে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ রিচার্ডসনকে একটি ই-মেইল পাঠান। সেখানে মোদি লেখেন, তিনি আইসিসির দুর্নীতি দমন ব্যুরোকে কিছু তথ্য জানাতে চান। মোদির ওই চিঠিতে উল্লেখ করা হয়, মুম্বাইয়ের ওই বড় আবাসন ব্যবসায়ী ও বুকিকে এরই মধ্যে তিনি আইপিএল নিলাম অনুষ্ঠানে নিষিদ্ধ করেছেন। কিন্তু তারপরও তিনি চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক ও বিসিসিআইর সাবেক প্রধান শ্রীনিবাসনের মেয়ে জামাই গুরুনাথ মায়াপ্পন এবং বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার ঘনিষ্ঠ।
তবে পুরনো এ নথি প্রকাশ সম্পর্কে শ্যাম স্বামীকে মোদি বলেন, এটা অত্যন্ত গোপনীয় নথি। এটা প্রকাশ করা ঠিক হয়নি।
http://www.dailynayadiganta.com/detail/news/34085
বিস্তারিত পড়ুন

চাহিদা মত ছেলে অথবা মেয়ে সন্তান লাভের উপায়!

চাহিদা মত ছেলে অথবা মেয়ে সন্তান লাভের উপায়!

চাহিদা মত ছেলে অথবা মেয়ে সন্তান লাভের উপায়!


গর্ভের সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, তা কি আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দুরন্ত একটি ছেলে। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও, ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে।
মূলত শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি। তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে। একটি হলো ওভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হলো স্পার্ম বা শুক্রাণু কিভাবে একে প্রভাবিত করে।
প্রথমে দেখা যাক ওভিউলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। নারীর শরীরে প্রতি মাসে পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন ওভিউলেশন হয়। ডিম্বপাতের তিন দিন আগে থেকে শুরু করে এক দিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময়। কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র ২৪ ঘণ্টা, কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে।
এই সময়ের মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেলো। এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিক করা যেতে পারে। জানতে হবে শুক্রাণুর প্রভাব। x ক্রোমোজোমধারি শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হবে, আর Y ক্রোমোজোমের কারণে সে হবে ছেলে।
Y শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু তা আবার বেশ দ্রুতগামী। তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না। X শুক্রাণু বেশ বড় এবং ধীরগতির, কিন্তু তারা আবার একটু বেশ সময় বাঁচে।
এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করনীয় কি। ছেলে সন্তান চাইলে Y শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এর জন্য নারীর যে দিন ডিম্বপাত হচ্ছে সে দিনেই মিলিত হওয়াটা জরুরি। নয়তো শুক্রানুটি আর কার্যকরী থাকবে না।
আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে। ডিম্বপাত হবার আগেই সব Y শুক্রাণু মারা যাবে, ফলে সন্তান ছেলে হবার সম্ভাবনা কম থাকবে। বেঁচে থাকবে X শুক্রাণুগুলো। ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
বিস্তারিত পড়ুন

পাকিস্তানের কূটচালেও কোন সমস্যা হবে না বাংলাদেশের

পাকিস্তানের কূটচালেও কোন সমস্যা হবে না বাংলাদেশের

ভারতের বিপক্ষে ২-১ সিরিজ জয়ের কারণে বাংলাদেশ এখন ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে। নিজেদের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের এটাই সেরা অর্জন। পেছনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মত ক্রিকেট পরাশক্তিগুলো।
তবে, বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ দিতে অভাবনীয় কূটচাল শুরু করে দিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়েকে নিয়ে এই কূটচাল করে তারা চাইছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলতে। তাতে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি যেমন খেলা হবে, তেমনি বাদ যাবে ওয়ানডে ক্রিকেটকে কাঁপিয়ে দেয়া নতুন শক্তি বাংলাদেশকেও।
আইসিসি নির্ধারিত এফটিপি (ফিউচার ট্যুর প্লান) অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যা সূচী, তাতেই বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করে ফেলেছে। কারণ এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ কিংবা পাকিস্তান- দু’দলের কারও পক্ষেই বাংলাদেশের পয়েন্টকে টপকানো সম্ভব নয়। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে যদি বাংলাদেশ সব ম্যাচ হারেও।
আবার ত্রিদেশীয় সিরিজ নিয়েও শঙ্কা আছে। কারণ, হিসাবটা পরিষ্কার। শ্রীলংকার সাথে যদি পাকিস্তান ৩-২ ব্যবধানেও সিরিজ জিতে যায়, তাহলে তারাই চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেক্ষেত্রে পাকিস্তান কেন শুধু শুধু রিস্কই নিতে চাইবে! আবার তারা যদি আর ৩-২ ব্যবধানে সিরিজ হেরে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজই উঠে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সুতরাং, তাদেরই বা কেন রিস্ক নেওয়া প্রয়োজন হবে!
তবুও যদি টূর্নামেন্ট হয়ই, এবং তারা সব সমীকরণ মতো খেলে, তাতেও লাভ হবে না যদি, বাংলাদেশ অন্তত একটি ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে দেয়। তখন সব পরিকল্পনা মাঠে মারা যাবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের। লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ
বিস্তারিত পড়ুন

জিম্বাবুয়েতে হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়েতে হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়েতে হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
কালের কণ্ঠ অনলাইন





পাকিস্তান, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ত্রিদেশীয় সিরিজটা হবে। হবে তা জিম্বাবুয়েতে। এই আসরে খেলার কথা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ডাব্লিউআইসিবি। আগস্ট-সেপ্টেম্বরে হবে এই আসর।

এই আসরের মানে হলো ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ স্থানটির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সরাসরি লড়াই। অষ্টম স্থানটি যাদের হবে তারা সরাসরি খেলবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওই আসরে। পিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এখনো এই ত্রিদেশীয় সিরিজের দিনক্ষণ ঠিক করেনি।
আইসিসির বিশ্ব র‌্যাংকিংয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ অষ্টম এবং পাকিস্তান নবম স্থানে। ১ পয়েন্টের ব্যবধান তাদের মধ্যে। ইংল্যান্ড ছাড়া শীর্ষ সাত দলই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে। র‌্যাংকিংয়ে এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অষ্টম স্থানের মধ্যে থাকলেই হয়।
ভারতের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ এখন আইসিসির র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে আছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে টাইগাররা। জুলাইয়ে বাংলাদেশ নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে তিন ওয়ানডের সিরিজ।
শ্রীলঙ্কায় পাকিস্তান স্বাগতিকদের সাথে ৫ ওয়ানডের সিরিজ খেলবে। কিন্তু বিশ্বকাপের পর ওয়ানডে না খেলা ওয়েস্ট ইন্ডিজের জন্য জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিত করার নির্ধারিত সময়ের আগে প্রথম ওয়ানডে সিরিজ।
বিস্তারিত পড়ুন

বাংলাদেশ আফ্রিকা পরিসংখ্যান

বাংলাদেশ আফ্রিকা  পরিসংখ্যান


ভারত সিরিজ শেষ, সামনে সাউথ আফ্রিকা। এখন সব চিন্তাভাবনা আফ্রিকাকে নিয়ে।
পরিসংখ্যান আমাদের পক্ষে কিছুই নেই।
*আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ টেস্ট খেলেছে ৮ টা। সবগুলোতেই হেরেছে।
শেষ টেস্ট খেলেছি আফ্রিকার মাঠে। ফলাফল এক ইনিংস & ৪৮ রানের হার।
স্কোরকার্ড (Ban 250 & 131; SA 429).
*ওয়ানডেতে খেলেছি ১৪ ম্যাচ। ১৩ ম্যাচ হার আর ১ম্যাচ জয়।ম্যাচটা ছিলো ২০০৭ এর বিশ্বকাপের ম্যাচ। ঐ বিশ্বকাপের ম্যাচটি সবার না ভুলার কথা। ৮৭ করা আশরাফুল ম্যাচসেরা হয়েছিলেন। তবে আফ্রিকার সাথে ওয়ানডে তে শেষ দেখা টা পুরো কালো দিন বলা যায় বাংলাদেশ ক্রিকেটের জন্য। ২০১১ বিশ্বকাপের ম্যাচ ছিলো। আফ্রিকার দেওয়া ২৮৫ রানের টার্গেটে ৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ :-(। ওয়ানডে তে ঐ ম্যাচ ছিলো দু'দলের শেষ দেখা ।
*T-20 তে আফ্রিকার সাথে খেলেছি দুই ম্যাচ। দুই ম্যাচেই হার।
যেটা দেখা যাচ্ছে পরিসংখ্যান আমাদের বিপক্ষে। কিন্তু ব্যাটিং,বোলিং& ফিল্ডিং তে শতভাগ দিতে পারলে জয় পাওয়া তেমন কষ্টের হবেনা। আমরা এখন ভালো ক্রিকেট খেলছি, ফর্মে আছে সব ক্রিকেটার। ভালো কিছু আশা করাই যায়।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচ জয় পাওয়া মানে অনেক বড় অর্জন হবে আমাদের জন্য। আর সিরিজ জিততে পারলে তা হবে নতুন ইতিহাস।
আরেকটা ইতিহাস হোক সেটাই আশা করি।
বিস্তারিত পড়ুন

আইপিএলে খেলবেন মুস্তাফিজ-সাব্বির

আইপিএলে খেলবেন মুস্তাফিজ-সাব্বির

abd13

ভারতের ব্যাটসম্যানদের জন্য এই মুহূর্তে আতঙ্কের এক নাম মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ভারতের ২০ উইকেটের ১১টিই নিয়েছেন বাংলাদেশের এই পেসার, গড়েছেন বিশ্বরেকর্ড। ওই দুই ওয়ানডেতে বাংলাদেশের আরেক তরুণ তুর্কি সাব্বির রহমানও কম যাননি। ৬৩ রান করে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রেখেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মাশরাফির বরাত দিয়ে সূত্র জানায়, ভারতের বিপক্ষে সিরিজ জয়ের জন্য মাশারাফিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের প্রশংসা করেন বলিউড বাদশা। সেই সঙ্গে আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের জন্যে মুস্তাফিজ ও সাব্বিরকে দলে নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছিলেন মাশরাফি। আর এখন খেলছেন সাকিব আল হাসান। দুবার কলকাতাকে শিরোপা জেতাতে অনন্য অবদান রাখেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এক সময় হয়তো মুস্তাফিজ-সাব্বিরকেও কলকাতা অথবা অন্য দলের জার্সিতে আইপিএল মাতাতে দেখা যাবে।  

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা সিরিজের সময়সূচি

বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা সিরিজের সময়সূচি
বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা সিরিজের সময়সূচি

 পুর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে সাউথ-আফ্রিকা। যেখানে তারা খেলবে ২টি টেস্ট, ৩টি ও ডি আই ও টি ২০ ২টি। পূর্নাঙ্গ সিরিজের ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। নিম্নে বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকার মধ্যকার সিরিজের সূচি দেয়া হলো।

১ম টি-টুয়েন্টিঃ- ৫ই জুলাই, ঢাকা
২য় টি-টুয়েন্টিঃ- ৭ই জুলাই, ঢাকা

১ম ওয়ানডেঃ- ১০ই জুলাই, ঢাকা
২য় ওয়ানডেঃ- ১২ই জুলাই, ঢাকা
৩য় ওয়ানডেঃ- ১৫ই জুলাই, চট্রগ্রাম

১ম টেস্ট- ২১-২৫ ই জুলাই, চট্রগ্রাম
২য় টেস্ট- ৩০-০৩ ই আগষ্ট, ঢাকা

বিস্তারিত পড়ুন

দ্য টাইগার ‍আম্পায়ার

দ্য টাইগার ‍আম্পায়ার

দুঃসাহসী আম্পায়ার!



aumpier_bg_205888252



বাংলাদেশের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ধাওয়াল কুলকার্নির বলে ডাউন দ্য ট্র্যাকে খেলতে গিয়ে মিড অফে বল ভাসিয়ে দেন ওপেনার তামিম ইকবাল। সেটি লুফে নিয়ে ক্যাচ বলে আনন্দে উল্লাস করতে থাকেন ভারতীয় ফিল্ডার বিরাট কোহলি, তার সঙ্গে উচ্ছ্বাসে মাতেন সতীর্থরাও। কিন্তু আম্পায়ার শরফুদ্দোলা ‘না’ সূচক মাথা নাড়তে থাকেন। তিনি তার সঙ্গী আম্পায়ার রড টাকারের সঙ্গে কথা বলে টিভি আম্পায়ার আনিসুর রহমানের শরণাপন্ন হন। আনিসুর রিপ্লেতে দেখেন বলটি কোহলির তালুবন্দি হওয়ার আগে মাটি ছুঁয়ে যায়। বেঁচে যান তামিম ইকবাল।
তারপর ভুবনেশ্বর কুমারের করা ১০ম ওভারের দ্বিতীয় বল। এবার তার করা বাউন্সারটি আরেক ওপেনার সৌম্য সরকার পুল করতে গেলে হেলমেটে লেগে উইকেটের পেছনে দাঁড়ানো মহেন্দ্র সিং ধোনির হাতে যায়। কিন্তু সেটি হাতে নিয়ে ক্যাচ বলে উল্লাস প্রকাশ করতে থাকেন ধোনি ও তার সতীর্থরা। এবারও শরফুদ্দোলা আঙ্গুল তুললেন না। সঙ্গী আম্পায়ার টাকারের সঙ্গে আলোচনা করে এবারও তিনি বুঝিয়ে দেন, ‘বলটা ব্যাট কিংবা গ্লাভসে নয়, লেগেছে হেলমেটে। আর এটাকে তোমরা দাবি করেছো ক্যাচ!’ পরে টিভি রিপ্লেতে দেখা যায়, ধোনিরা ক্যাচ দাবি করে অস্বাভাবিক চেঁচামেচি করলেও বলটি স্পষ্টভাবে হেলমেটে লেগেছে।
ক্রিকেটের কথিত বড় ভাই ধোনি-কোহলিদের প্রথম আবেদন নাকচ করে দেওয়ার ‍মতো দুঃসাহস দেখানোর পর বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দোলাকে ‘বাঘের বাচ্চা’ বলে মন্তব্য করা হতে থাকে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফেসবুক-টুইটারে মন্তব্য করা হতে থাকে, আইসিসির সবচেয়ে প্রভাবশালী সদস্য ভারতের খেলোয়াড়দের বিপদের মুহূর্তে এমন জোরালো আবেদন পাকিস্তানি কিংবা অসি-ইংলিশ আম্পায়াররা চ্যালেঞ্জ করার সাহস পেতেন না। আবেদনের চাপেই ‍আঙ্গুল উঠিয়ে ফেলতেন। কিন্তু শরফুদ্দোলা!
আরও অনেক বেশি জোরালো আবেদনের পরও ধোনি-কোহলিদের দ্বিতীয় আবেদন নাকচ করে দেওয়ার দুঃসাহস দেখান শরফুদ্দোলা। তাই এখন ফেসবুক-টুইটারে ছড়িয়ে পড়েছে, ‘টাইগার আম্পায়ার শরফুদ্দোলা। ’ ‘শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত; দ্য টাইগার ‍আম্পায়ার ’!
বিস্তারিত পড়ুন

মাশরাফিকে ধোনির আশ্বাস, আইপিএলে মুস্তাফিজুর!

মাশরাফিকে ধোনির আশ্বাস, আইপিএলে মুস্তাফিজুর!

মাশরাফিকে ধোনির আশ্বাস, আইপিএলে মুস্তাফিজুর!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম ‘আনন্দবাজার’ ও ‘আজকাল’ পত্রিকার আজকের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের পর মাশরাফি নাকি একাই চলে গিয়েছিলেন ভারতের ড্রেসিংরুমে৷‌ হাত মেলান ধোনির সঙ্গে৷‌ আবদার করেন, ভারত অধিনায়কের একটি ব্যাট তার চাই৷‌ ধোনির কাছে একটা ব্যাটও নাকি চেয়েছেন দেশের এক নবীন প্রতিভাকে উত্‌সাহিত করতে।

ধোনিও নাকি খালিহাতে ফেরাননি টাইগার দলপতিকে।  ধোনি বলেন, নিশ্চয়ই পাঠিয়ে দেবেন৷‌ আর হ্যাঁ, দাদার মতোই মাশরাফিও ছোটভাইয়ের জন্য অনুরোধ করেছেন ধোনির কাছে৷‌ মাশরাফি তাকে বলেন, আগামী আইপিএলে মুস্তাফিজুর যাতে কোনও দলে খেলার সুযোগ পান, তা দেখতে৷‌ এক্ষেত্রেও ধোনি তাকে আশ্বস্ত করেছেন, বলে জানিয়েছে দুটি সংবাদমাধ্যমই৷‌ তখন ধোনিও মনে রাখেননি, মুস্তাফিজুরের হাতেই যে নাস্তানাবুদ হতে হল টিম ইন্ডিয়াকে৷‌
- See more at: http://bangla.mtnews24.com/post.php?id=52205&page=3#sthash.VQgLHwbe.dpuf
বিস্তারিত পড়ুন

নিশ্চিত হলো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা

নিশ্চিত হলো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা

নিশ্চিত হলো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা

এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের আটে থাকতেই পারলেই মিলবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ। এ জন্য হাতে ছিল ভারতের সঙ্গে তিন ম্যাচ এবং আসছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচ, মোট ৬টি ওয়ানডে। এই ছয়টির মধ্যে দুটো জিতলেই হতো। আজ দ্বিতীয় ওয়ানডতে ভারতকে হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছাল মাশরাফি-সাকিবরা। এ জয়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ও হলো।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যায় বাংলাদেশ। ৮৮ থেকে বেড়ে রেটিং পয়েন্ট হয় ৯১। ওয়েস্ট ইন্ডিজের ৮৮, পাকিস্তানের ৮৭। হিসাব ছিল, ২-১ সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৩। আর পাকিস্তানের পর ভারতকেও বাংলাওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। অত দুর যেতে হয়নি, আজ দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে সাতে পৌঁছে গেল মাশরাফি-সাকিবরা। ছয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট কিন্তু ৯৬। আজকের ম্যাচ শেষেও তালিকা হালনাগাদ হবে। 
রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে মুস্তাফিজের উল্লাস। ছবি: এএফপিচ্যাম্পিয়নস ট্রফির পর আগামী বিশ্বকাপও ইংল্যান্ডে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাটা হবে বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা পুঁজির সুযোগ। সেই সুযোগ পাওয়ার শর্ত ছিল একটাই, এ বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে মধ্যে থাকতে হবে র‍্যাঙ্কিংয়ে আটে। র‍্যাঙ্কিংয়ে সেরা আট দল খেলবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি। সেরা আট দল সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগও। ফলে আট নম্বর জায়গাটি বাংলাদেশের জন্য ছিল দারুণ গুরুত্বপূর্ণ। যে জায়গাটি নিয়ে লড়াই হচ্ছিল পাকিস্তানের সঙ্গে। কারণ পাকিস্তান নয়ে। বাংলাদেশের কাছে ধবল ধোলাই হয়েই নয়ে নেমে যায় পাকিস্তান। আটে উঠে বাংলাদেশ। 
পাকিস্তান কিছুদিন পরে খেলবে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে। বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে। এই দুটো সিরিজ শেষেই র‍্যাঙ্কিংয়ে ওলটপালট হবে। তবে বাংলাদেশ ওত দিন অপেক্ষা না করেই পরপর দু ম্যাচে ভারতকে হারিয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করে ফেলল। এমনও হতে পারে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। সেই সম্ভাবনাও আছে। তখন বাদ পড়বে ওয়েস্ট ইন্ডিজ। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৮। নয়ে থাকা পাকিস্তানের ৮৭। আগামী সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে সিরিজ নেই। আর সেপ্টেম্বর ৩০-এর মধ্যে র‍্যাঙ্কিংয়ের আটে থাকা দলগুলোই খেলবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি। 
পাকিস্তানেরও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছেই। জুলাইয়ের সেই সময়টায় বাংলাদেশও খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 
র‍্যাঙ্কিংয়ের হিসাব হচ্ছে, এগিয়ে থাকা দলের সঙ্গে খেলে জিতলে সেই দলের রেটিং পয়েন্টের সঙ্গে ৫০ পয়েন্ট যোগ করলে আপনি মোট পয়েন্ট পাবেন। হারলে সেই দলের রেটিং পয়েন্টের সঙ্গে ৫০ বিয়োগ করলে পাবেন মোট পয়েন্ট। র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৬। প্রতিটা ম্যাচ জিতলে বাংলাদেশ পাবে ১৬৭ পয়েন্ট, হারলেও পাবে ৬৭ পয়েন্ট। ওদিকে একই নিয়মে শ্রীলঙ্কার (রেটিং পয়েন্ট ১০৬) বিপক্ষে প্রতিটা ম্যাচ জিতলে পাকিস্তান পাবে ১৫৬ পয়েন্ট, হারলে ৫৬ পয়েন্ট। 
বাংলাদেশের জন্য সুখবর হলো, ভারতের বিপক্ষে সিরিজটা ২-১ ব্যবধানে হারলেও তাদের রেটিং পয়েন্ট হবে ৮৯। ওয়েস্ট ইন্ডিজকে টপকে চলে যাবে সাতে। ২-১ সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৩। আর বাংলাওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। ছয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্টও ৯৮। 
পাকিস্তানেরও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছেই। জুলাইয়ের সেই সময়টায় বাংলাদেশও খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ প্রতিটি ম্যাচ জিতলে পাবে ১৬২ পয়েন্ট, হারলে শুধু ৬২ পয়েন্ট। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচটা বৃষ্টিতে ভেসে না যাওয়া। কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশ যদি দুটো ম্যাচ হারে আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তাহলে পাকিস্তান উঠে আসবে আটে, বাংলাদেশ নেমে যাবে নয়ে! কীভাবে? দুটো ম্যাচ হারলেও বাংলাদেশ পাবে ১৩৪ পয়েন্ট। এখন বাংলাদেশের মোট পয়েন্ট ২৮ ম্যাচে ২৪৭১। দুই ম্যাচ হারলে হবে ৩০ ম্যাচে ২৬০৫। অর্থাৎ রেটিং পয়েন্ট হবে ৮৭! ভগ্নাংশের দিক দিয়ে এগিয়ে থেকে ওপরে উঠবে পাকিস্তান। আর ভারতের কাছে ধবল ধোলাই হলে রেটিং পয়েন্ট নেমে হয়ে যাবে ৮৬। 
ভারতের বিপক্ষে সিরিজ তো বটেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও বাংলাদেশ কেমন করছে, পাকিস্তানের পাশাপাশি তা অধীর আগ্রহে তাকিয়ে দেখবে ওয়েস্ট ইন্ডিজও। আর বাংলাদেশের কারও দিকে তাকানোর দরকার নেই।
বিস্তারিত পড়ুন

মুস্তাফিজের বল বুঝতে পারছে না ভারত, ধোনির সরল স্বীকারোক্তি

মুস্তাফিজের বল বুঝতে পারছে না ভারত, ধোনির সরল স্বীকারোক্তি

মুস্তাফিজের বল বুঝতে পারছে না ভারত, ধোনির সরল স্বীকারোক্তি

ধোনি নিজেও বুঝলেন না মুস্তাফিজের বল। ছবি: প্রথম আলোসংবাদ সম্মেলনে যখন মহেন্দ্র সিং ধোনি হেঁটে আসছিলেন, তাঁকে উদ্দেশে করে গ্যালারি থেকে ভেসে আসছিল ‘মওকা, মওকা’! শুনে মৃদু হাসলেন। কে বলবে এই ধোনি কিছুক্ষণ আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ হেরেছেন!
মুখে হয়তো হাসি ভাবটা ফুটিয়ে রেখেছেন। মনের ভেতর নিশ্চয় বিপরীত অবস্থা! সেখানে হাসি নেই, আছে পরাজয়ের একরাশ হতাশা। আর ভারতীয় দলের এ দুর্দশার পেছনে সবচেয়ে বড় অবদান ১৯ বছর বয়সী এক তরুণ পেসাররের—মুস্তাফিজুর রহমান। যার মূল অস্ত্র কাটার ও দুর্বোধ্য স্লোয়ার। মুস্তাফিজের এ অস্ত্রেই নাকাল তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইনআপ।
সংবাদ সম্মেলনে ধোনি স্বীকার করে নিলেন তাঁর কিছু ডেলিভারি খেলতে ভীষণ অসুবিধা হয়েছে দলের ব্যাটসম্যানদের। বিশেষ করে মুস্তাফিজের স্লোয়ার যেন জটিল ধাঁধায় পরিণত হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে। শুরুতেই মুস্তাফিজের প্রশংসা করে ধোনি বললেন, ‘সে ভালো বোলার। কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগাচ্ছে।’
এরপরই জানালেন, মুস্তাফিজের বল বুঝতে কেন দুর্বোধ্য হচ্ছে তাঁদের জন্য, ‘তার স্লোয়ারগুলো সত্যি খুব দারুণ। হাত বেশ দ্রুত গতিতে ঘোরে। দ্রুত গতির ও স্লোয়ার ডেলিভারির সময় হাত ঘোরানোর ক্ষেত্রে খুব একটা পার্থক্য থাকছে না ওর। এটা তার জন্য বাড়তি পাওয়া। আর বেশির ভাগ ফাস্ট বোলারদের স্লোয়ারগুলো উইকেটররক্ষকের হাতে সরাসরি যায় না (ড্রপ খেয়ে যায়)। ডানহাতি ও বাহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে তার স্লোয়ারগুলো সরাসরি উইকেটরক্ষকের হাতে চলে যাচ্ছে। এর ফলে সাধারণত ব্যাটের কানায় লেগে আউটের সম্ভাবনা থাকে। এটা তার জন্য বাড়তি সুবিধা। তবে আমাদের দুই-একজন ব্যাটসম্যান বাজে শট খেলে আউট হয়েছে। তবে বেশির ভাগ ব্যাটসম্যান আউট হয়েছে মুস্তাফিজের দারুণ সব বলেই।’
বিস্তারিত পড়ুন

র‍্যাঙ্কিংয়ের সাত নম্বর নিশ্চিত হলো বাংলাদেশের

র‍্যাঙ্কিংয়ের সাত নম্বর নিশ্চিত হলো বাংলাদেশের

র‍্যাঙ্কিংয়ের সাত নম্বর নিশ্চিত হলো বাংলাদেশের



ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে বাংলাদেশ দল। ছবি: এএফপি
আইসিসি এখনো তাদের ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেনি। ফলে আনুষ্ঠানিকভাবে বলাও যাচ্ছে না। তাতে থোড়াই কেয়ার বাংলাদেশ দলের! নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাল বাংলাদেশ দল। উঠে গেল র‍্যাঙ্কিংয়ের সাতে। 

বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, ভারতের বিপক্ষে একটা ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে তারা টপকে যাবে। সেই কাজটা সিরিজের প্রথম ম্যাচেই করল বাংলাদেশ। ৮৮ থেকে বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়ে গেল ৯১। ওয়েস্ট ইন্ডিজের ৮৮, পাকিস্তানের ৮৭। 
বাংলাদেশের জন্য সুখবর হলো, ভারতের বিপক্ষে সিরিজটা এখন হেরে গেলেও সাতেই থাকবে তারা। ২-১ ব্যবধানে হারলেও তাদের রেটিং পয়েন্ট হবে ৮৯। তবে প্রথম ম্যাচে যেভাবে দাপটের সঙ্গে জিতল বাংলাদেশ দল, তাতে ‘সিরিজ হেরে গেলে’র সম্ভাব্যতাতেও আপত্তি করতে পারেন সমর্থকেরা। তা-ই সই। ২-১ সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৩। আর পাকিস্তানের পর ভারতকেও বাংলাওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। ছয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্টও কিন্তু ৯৬। অবশ্য একই সময় তারা নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলছে। যেটিতে আপাতত ২-২ সমতা। 
ইংল্যান্ডকে নিয়ে না ভাবলেও চলছে। বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান পোক্ত করার। সেপ্টেম্বর ৩০-এর মধ্যে র‍্যাঙ্কিংয়ের আটে থাকা দলগুলোই খেলবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি। আর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে আট নম্বরের ভেতরে থাকতে পারলে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ, খেলতে হবে না বাছাই পর্ব।
বিস্তারিত পড়ুন

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা নতুন স্কেলে বেতন পাবেন: শিক্ষাসচিব

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা নতুন স্কেলে বেতন পাবেন: শিক্ষাসচিব
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা নতুন স্কেলে বেতন পাবেন: শিক্ষাসচিব
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা নতুন স্কেলে বেতন পাবেন: শিক্ষাসচিব
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেছেন, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারিগণও নতুন স্কেলে বেতন পাবেন। তিনি বলেন, নতুন স্কেলে তাদের বেতন না পাওয়ার কোনো কারণ দেখছি না। 

বর্তমানে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যাপারে যারা ভুয়া এসএমএস করেছেন বা অনলাইনে আবেদন করেছেন তা বাদ দেয়া হবে।  তিনি সোমবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কম্পিউটার শুধু শিক্ষার জন্যই নয়, এটাকে ব্যবহার করতে হবে যখন তখন।  এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনলাইনের ভর্তির আবেদনের ক্ষেত্রে জটিলতা নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ করার চিন্তা ভাবনা চলছে।  তিনি বলেন, দেশের প্রতি উপজেলায় একটি স্কুল ও একটি কলেজকে জাতীয়করণ করতে সরকারের পরিকল্পনা রয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, শিক্ষা অধিদফতরের প্রধান প্রকৌশলী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মুন্সিরহাট কলেজ ও ফরক্কাবাদ কলেজের অধ্যক্ষ,  শিক্ষকবৃন্দ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। 

এর আগে শিক্ষা সচিব চাঁদপুর পৌঁছলে তাকে প্রশাসন, জেলা আওয়ামী লীগ, পুরান বাজার ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  মঙ্গলবার তিনি চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর পরীক্ষা নয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর পরীক্ষা নয়


 আপডেট: 

আসন্ন শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। আর ভর্তির কাজ শেষ করে ১ ডিসেম্বর ক্লাস শুরু করা হবে।
আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও পরামর্শক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম প্রথম আলোকে এ তথ্য জানান।
অধিবেশনে উপাচার্য বলেন, ২০১৬ সালের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কার দেওয়া হবে। ২০১৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটিভিত্তিক ও ২০১৮ এর মধ্যভাগ থেকে সম্পূর্ণ সেশনজটমুক্ত করা হবে।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকার রাজস্ব ও ১৬৭ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার উন্নয়ন বাজেট পাস করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনেট সভায় ‘মুক্তিযুদ্ধ-বিরোধী’ এম এ বারীর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভবন রয়েছে, সেই নাম অবিলম্বে প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো বিশিষ্ট শিক্ষাবিদ বা বিশিষ্ট মুক্তিযোদ্ধার নামে ভবনটির নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিস্তারিত পড়ুন

একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু ৬ জুন

একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু ৬ জুন

একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু ৬ জুন


২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা আজ সোমবার জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী আবেদন গ্রহণ শুরু হবে ৬ জুন। চলবে ১৮ জুন পর্যন্ত।
যারা পুনঃনিরীক্ষণের আবেদন করবে তাদেরও একই সময়ে আবেদন করতে হবে। তবে যাদের পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হবে তারা ২১ জুন ভর্তির আবেদন করতে পারবে। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও ফি জমার শেষ সময় ৩০ জুন। আর ক্লাস শুরু হবে ১ জুলাই।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নীতিমালাটি দেওয়া হয়েছে। এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি কার্যক্রমের সুযোগ রাখা হয়েছে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ৩০০ জন শিক্ষার্থী আছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে অনলাইনে অথবা টেলিটকে খুদে বার্তার মাধ্যমে আবেদন করতে হবে। যেসব প্রতিষ্ঠানে ৩০০ জনের কম শিক্ষার্থী আছে তারাও অনলাইনে ভর্তির কার্যক্রম গ্রহণ করতে পারবে।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ১৫০ টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে জমা দিয়ে সর্বোচ্চ পাঁচটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পারবে। অন্যদিকে খুদে বার্তার ক্ষেত্রে প্রতি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা ফি দিয়ে পছন্দক্রম অনুযায়ী একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।

আন্তশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তির কাজটি সমন্বয় করছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, অনলাইনের ক্ষেত্রে www.xiclassadmission.gov.bdওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনে দেওয়া পছন্দক্রম থেকে শিক্ষার্থীর এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ভর্তির কলেজ নির্ধারণ করা হবে। এই কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তা নেওয়া হয়েছে।
এ বিষয়ে নীতিমালায় বলা হয়, অনলাইনে আবেদন বা খুদে বার্তা পাওয়ার পর কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠান তার আসনসংখ্যার সমান ভর্তিযোগ্য প্রার্থীর মেধাক্রম তালিকা (বোর্ড থেকে নেওয়া) কলেজের নোটিশ বোর্ড ও নিজেদের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে। মোট আসনে নির্বাচিত কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে বা অন্য কোনো কারণে আসন শূন্য হলে বোর্ড শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ওই শূন্য আসনের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে।

আগের মতো এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি হবে, কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না। তবে নটর ডেম কলেজ এর আগে আদালতের রায় নিয়ে একাধিকার বার ভর্তি পরীক্ষা নিয়েছে।
ভর্তি ফি কোথায় কত: সেশন চার্জসহ ভর্তি ফি সব মিলিয়ে মফস্বল বা পৌর (উপজেলা) এলাকায় এক হাজার, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার, ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকায় তিন হাজার এবং ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। তবে ঢাকা মহানগরে অবস্থিত আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে নয় হাজার, ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে।
সূত্র:প্রথম আলো:http://www.prothom-alo.com/bangladesh/article/543256
বিস্তারিত পড়ুন