কুতুবদিয়ার সন্তান “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” এর ফাইনালে

কুতুবদিয়ার সন্তান “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” এর ফাইনালে
rizby with buddy (3)
আতিকুল ইসলাম কাইফ,ঢাকা।
লোক সংগীতের সবচাইতে বড় রিয়েলিটি শো
“আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান”
10428021_1507886966204050_5058024384128217639_nচ্যানেল আই( Channel i) আডং বাংলার গান এর অডিশনে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকৃত  ৫৫,০০০ প্রতিযোগীর মধ্যে থেকে “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” বিজ্ঞ বিচারকগণ- আইয়ুব বাচ্চু, রেজোয়ানা চৌধুরী বন্যা,মমতাজ,বাপ্পা মজুমদার,বাবু-ফিডব্যাক এবং জলের গান এর রাহুল আনন্দ । বিভিন্ন ধাপ এ যারা জয়ী হয়ে প্রথমে নিজ নিজ বিভাগীয় তারপর জয়ী হয়ে ঢাকায় আসার আমন্ত্রণ কার্ড তারপর ঢাকায় অডিশনে বিভিন্ন ধাপে বিজ্ঞ বিচারকের মন জয় করে । সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত বিজ্ঞ বিচারকগণ সেরা ১৩ জন বাছাইকৃত করেছেন ।বাছাইকৃত প্রার্থীদের মধ্যে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত দের মধ্যে, কক্সবাজার না পুরো চট্রগ্রাম এর প্রতিযোগী  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ BBA পড়ুয়া ছাত্র কুতুবদিয়া ,কক্সবাজার এর সন্তান “মাহমুদ রিজভী “ (Mahmud Rizvý )।  তিনি বর্তমান কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  “জয়ীতা” পদকজয়ী – সায়েদা মেহেরুন্নেছার সন্তান।

12096536_1507885109537569_1327722360450079718_nPICTURE112235034_1048411051877205_5367483468278821349_nrizby with buddy (1)rizby with buddy (2)rizby with buddy (4)rizby with buddy (5)rizby with buddy (6)rizby with buddy (8)
আমাদের kutubdiatimes পরিবারের পক্ষথেকে রইল রিজভির জন্য শুভ কামনা এবং আগামীর পথচলা  সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক এটাই কাম্য।

প্রতি সোমবার রাত ৭.৫০ এ চ্যানেল আইতে-
“চ্যানেল আই আডং ডেইরি বাংলার গান” প্রতিযোগিতা এর অডিশন গুলি দেখানো হয়, এবং এর পরের দিন বিকেল ৩.২০ মিনিটে পূনর্প্রচার করা হয়।
বিস্তারিত পড়ুন

আপনার Facebook Fan Page এ লাইক বাড়াতে চান??? প্রতিদিন ১০০০+ লাইক নিয়ে নিন আপনার ফ্যান পেইজ এ।।।১০০% গ্যারান্টি। পর্ব-১

আপনার Facebook Fan Page এ লাইক বাড়াতে চান??? প্রতিদিন ১০০০+ লাইক নিয়ে নিন আপনার ফ্যান পেইজ এ।।।১০০% গ্যারান্টি। পর্ব-১

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
অনেকেই তাদের ফেইসবুক ফ্যান পেইজ এর লাইক বাড়াতে চান কিন্তু পারেন না। এই সমস্যার সমাধান নিয়ে নিন এখুনি। আর প্রতিদিন ১০০০+ লাইক নিয়ে নিন আপনার পেজ এ। কথা না বাড়িয়ে শুরু করি
১. প্রথমে   এই লিঙ্ক এ গিয়ে sign up করুন।
২. এরপর উপরে দেখবেন  Add and Manage page নামের একটা অপশন বার আছে ওখানে গিয়ে দেখবেন আরে অনেক অপশন আছে। সেখান থেকে Facebook like এ গিয়ে আপনার Facebook fan page যোগ করতে হবে।
৩. আপনার ে পেজ এ লাইক বাড়াতে হলে আপনার একাউন্টে ক্রেডিট থাকা লাগবে। এই ক্রেডিট জমাতে হলে আপনাকে অন্য পেজ এ লাইক করতে হবে।
৪. অন্য পেজ ৈলাইক করতে হলে আপনাকে উপরের Social Media Exchange থেকে Facebook like এ যেতে হবে।
৫. ওই পেজ এ যাওয়ার পরে দেখবেন ওখানে অনেক ফ্যান পেজ আছে। যাতে আপনি লাইক করার মাধ্যামে ক্রেডিট জমা করবেন এবং তাহলে সাথে সাথে আপনার পেজ এ ও লাইক বাড়বে।
বিস্তারিত পড়ুন

Southern University Press is an independent publishing house established

Southern University Press is an independent publishing house established

Southern University Press is an independent publishing house established by Southern University Founder Sarwar Jahan in the year 2007. Objective of publication is commitment to academic
research for sustainable academic development.

Southern University Press is aimed at first-time authors,
but we also encourage experienced selective authors. We are interested to publish academic text book, research work and journals in a wide variety of academic disciplines.
বিস্তারিত পড়ুন

আপনার ফেসবুক প্রোফাইলে কে কে ভিজিট করেছে দেখে নিন!

আপনার ফেসবুক প্রোফাইলে কে কে ভিজিট করেছে দেখে নিন!

Capture

কীভাবে দেখবেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল সবচেয়ে বেশি ভিজিট করেছে (অ্যাপ ছাড়া)। আমরা অনেক সময় কৌতুহল বশত জানতে চাই যে, কে কে আমার প্রোফাইল ভিজিট করলো?
আবার অনেক সময় জানতে ইচ্ছে করে “ ফেসবুকের কোন বন্ধুটা চুপটি করে এসে কে আমার এফবি প্রোফাইল সবচেয়ে বেশি উলটে পালটে ঘুরে ঘুরে দেখেছে।”
সামান্য কিছু পদ্ধতিতে দেখুন কিভাবে মেটাবেন আপনার কৌতুহল।
১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন।
২) তারপর আপনার প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩) এখন কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করুন একসাথে, আপনি আপনার প্রফাইল পেজের সোর্স কোড দেখতে পাবেন।
৪) এখন কিবোর্ড থেকে CTRL+F প্রেস করুন। যে বক্স আসবে অর্থাৎ একটা সার্চ বক্স আসবে সেখানে এই লিখাটা দিন তারপর সার্চ করুন {“list”:
৫) {“list”: এখানে অনেকগুলি আইডি নাম্বার থাকবে কমা দিয়ে। প্রথমে যেই আইডিটা থাকবে সেইটা হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার প্রোফাইল ভিজিট করেছে তার আইডি।
৬) এখন চিন্তা করছেন নাম না দেখা গেলে আইডি নাম্বার দিয়ে কি করবেন? তো যেকোন একটা আইদি নাম্বার কপি করেন তারপর নতুন একটা টেব খুলে এইভাবে দিয়ে এন্টার প্রেস করুন দেখেন কীভাবে ঐ ব্যক্তির পুরা প্রোফাইল চলে আসতেছে।
http://www.facebook.com/Facebook_Profile_Idএখানে Facebook Profile Id এর জায়গায় আপনার কাক্ষিত আইডি টি দিবেন। উদাহরণঃ http:// www.facebook com/1234567
বিঃদ্রঃ যদি {“list”: দিয়ে সার্চ দেওয়ার পর লম্বা লিস্ট শো করে তাহলে উপরে View থেকে wrap Long Lines এ টিক দিলেই সবগুলি নিচের ছবির মত দেখা যাবে।
বিস্তারিত পড়ুন

'শহীদের সংখ্যা নিয়ে উদ্ভট মন্তব্যের অধিকার কারো নেই'

'শহীদের সংখ্যা নিয়ে উদ্ভট মন্তব্যের অধিকার কারো নেই'


চট্টগ্রাম ব্যুরো
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, শহীদদের সংখ্যা নিয়ে উদ্ভট মন্তব্য করার অধিকার কারো নেই। একজন দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত অথবা রাজনৈতিক উদ্দেশ্যে এমন বক্তব্য কখনোই কাম্য নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।
 
শনিবার রাতে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের একযুগ পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়রম্যান।
 
ড. মিজানুর রহমান বলেন, দেশের মানুষের সুরক্ষা না থাকলে তা কখনো সোনার বাংলা হতে পারে না। রাষ্ট্র যখন কোন কারণে প্রতারণার আশ্রয় নেয় তা কখনো মুক্তিযোদ্ধার রাষ্ট্র হতে পারে না। শুধু মাত্র ফ্লাইওভার নির্মাণ করে দেশের উন্নয়ন হচ্ছে এমন চিত্র তুলে ধরার মাধ্যমে দেশের মানুষের উন্নয়ন হবে না। তাদের হাসতে বলতে, সুখ-দুঃখের কথা বলার অধিকার আদায় হলে দেশের কাক্ষিত উন্নয়ন সম্ভব হবে।
 
আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউদার্নের প্রতিষ্ঠাতা সারওয়ার জাহান, উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল মোস্তফা, ট্রাস্টি বোর্ডের সদস্য লিয়াকত আলী চৌধুরী, উপ-উপাচার্য ড. শরীফুজ্জামান, রেজিস্ট্রার ড. ইসরাত জাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এজেএম নুরুউদ্দিন চৌধুরী প্রমুখ।

বিস্তারিত পড়ুন