‘অকারেন্স ঘ‌টি‌য়ে’ বাংলাদেশের নিয়ন্ত্রণ চায় ভারত

‘অকারেন্স ঘ‌টি‌য়ে’ বাংলাদেশের নিয়ন্ত্রণ চায় ভারত



zafrullah chowdhuryসুশানের অভা‌বে দে‌শে গুম, খুন বে‌ড়েছে ব‌লে মন্তব্য ক‌রেছেন গণস্বা‌স্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তি‌নি ব‌লেন, জাবাব‌দি‌হিতা থাক‌লে দে‌শের আইনশৃঙ্খলার এ নাজুক প‌রি‌স্থিতি হতো না।
বৃহস্প‌তিবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এক মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।
ঢাকায় গুম হওয়া ব্যক্তিদের প‌রিবা‌রের সদস্যরা এ মানববন্ধনের আ‌য়োজন ক‌রে।
জাফরুল্লাহ চৌধুরী ব‌লেন, প্রধানমন্ত্রী‌কে আজ এই প‌রিবার গু‌লোর কা‌ছে জবাবদি‌হি করতে হ‌বে যে দুই বছর হ‌য়ে যাওয়ার পরও কেন এই গুম হওয়া মানুষগু‌লো‌কে তার প‌রিবা‌রের কা‌ছে ফেরত দেয়া হলো না।
প্রধানমন্ত্রীর উ‌দ্দেশ্য তি‌নি ব‌লেন, আপ‌নি নি‌জে স্বজন হারি‌য়ে‌ছেন, তাই স্বজন হারা‌নোর বেদনা আপ‌নি জা‌নেন। তাই অবিল‌ম্বে গুম হওয়া মানুষগু‌লো‌কে রমজানের আগেই তা‌দের প‌রিবা‌রের কা‌ছে ফি‌রি‌য়ে দিন ।
তিনি ব‌লেন, ভার‌তের বৈদেশিক গো‌য়েন্দা সংস্থা ‘র’ বাংলা‌দে‌শে বি‌ভিন্ন ধর‌নের অকারেন্স ঘ‌টি‌য়ে, নেপালসহ ভার‌তের আশেপা‌শের দেশগু‌লোর মত বাংলা‌দে‌শের ওপরও নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা কর‌ছে।
সাদা পোশা‌কে পু‌লিশ কাউকে গ্রেপ্তার কর‌তে পার‌বে না বলে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে স্বাগত জানিয়ে তি‌নি ব‌লেন, অ‌বিল‌ম্বে এই যুগান্তকারী রায় বাস্তবায়‌ন করা হোক।
মানববন্ধ‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন মানবা‌ধিকার স‌মি‌তির সভাপ‌তি মুনজুর হো‌সেন ঈসা, মু‌ক্তি ফাউন্ডেশ‌নের সাধারণ সম্পাদক ফয়জুর হা‌কিম লালাসহ গুম হওয়া প‌রিবা‌রের সদস্যরা।
– আরটিএনএন

বিস্তারিত পড়ুন

‘ফাইনালে যেতে মুস্তাফিজই ভরসা’

‘ফাইনালে যেতে মুস্তাফিজই ভরসা’


‘ফাইনালে যেতে মুস্তাফিজই ভরসা’
স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের সংসারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সবচেয়ে আদুরে। তার সঙ্গে যোগাযোগের জন্য দোভাষী নিয়োগ করেছে দলটির কর্তৃপক্ষ। মাঠে তাকে সুবিধা-অসুবিধা বোঝাতেও অনেক কষ্ট হয়। তবে ক্রিকেটের ভাষাটা তিনি ভালোভাবেই বোঝেন। তাই ফাইনালে উঠতে এই আদুরে ছেলেটার ওপরেই ভরসা করছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
হায়দরবাদের পরের ম্যাচটি সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের বিপক্ষে আগামীকাল। ম্যাককালাম-রায়না-স্মিথদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মোকাবেলা
করতে ওয়ার্নারের ভরসা মুস্তাফিজের বোলিং লাইন আপ। শেষ ম্যাচে মুস্তাফিজ উইকেট না পেলেও ডেথে তার বলে খুব বেশি নড়াচড়া করতে পারে নি কলকাতা নাইট রাইডার্স। এই বোলিং অস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ওয়ার্নার। ওয়ার্নার বলেছেন, মুস্তাফিজ বড় ট্যালেন্ট। আমি চেষ্টা করেছি ওকে সতর্ক ভাবে ব্যবহার করতে। এমন সময় আক্রমণে আনতে যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে গেছে। প্রচণ্ড মারের তোড়ের মধ্যে ওকে না ফেলতে। বাংলাদেশের ক্রিকেপ্রেমীরা মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স দেখছে তা ভালো করেই জানেন ওয়ার্নার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ওকে খুব ভালবাসি। ও যা ফিল্ড চায়, তা-ই দিই। ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে যত পারি স্বচ্ছন্দ করার চেষ্টা করি। সানরাইজার্স হায়দরাবাদ একটা পরিবারের মতো। আর তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মুস্তাফিজ। মাঠে মুস্তাফিজের সঙ্গে কথা বলার ব্যাপারে ওয়ার্নার বলেন, তখন আমরা ক্রিকেটিং ল্যাঙ্গোয়েজে আদানপ্রদান করি। সিগন্যালও করি। ইয়র্কার দিতে বললে নীচে দেখাই। স্লোয়ার বললে হাত দিয়ে দেখাই। 
বিস্তারিত পড়ুন

সৃজনশীল পদ্ধতি শিক্ষকরাই বোঝেন না

সৃজনশীল পদ্ধতি শিক্ষকরাই বোঝেন না


ঢাকা: আমাদের শিক্ষকরাই সৃজনশীল পদ্ধতি বোঝেন না। তারা জানেন না কীভাবে পড়াতে হয়, প্রশ্ন করতে হয়। এ কারণে তারাই গাইড বইয়ের প্রতি ঝুঁকছেন।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও  আলোকিত মানুষ চাই এর এই উদ্যোক্তা বলেন, শিক্ষকরা সৃজনশীল বোঝেন না। তারা জানেন না কীভাবে পড়াতে হবে। কীভাবে প্রশ্ন করতে হবে। সৃজনশীল না বুঝার কারণে শিক্ষকরা ঝুঁকছেন গাইড বইয়ের দিকে। শিক্ষার্থীদেরকেও তারা বুঝাতে পারেন না। অভিভাবক ছুটছেন কোচিং সেন্টারের দিকে। প্রাইভেট টিউটরের দিকে।
সব শিক্ষক ভালো বুঝবেন, পড়াবেন, প্রশ্ন করতে পারবেন এটা সম্ভব না উল্লেখ করে আবু সাঈদ বলেন, এ সমস্যা সমাধানে সেন্ট্রাল কোয়েশ্চেন ব্যাংক তৈরি করা যেতে পারে। যেখানে অসংখ্য প্রশ্ন থাকবে। সেটা দেখে শিক্ষকরা সৃজনশীলতাকে বুঝতে পারবেন, পড়াতে পারবেন, প্রশ্নও করতে পারবেন। এবং এ প্রশ্ন ব্যাংক থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। শিক্ষর্থীরা দিকনির্দেশনা পাবে। অভিভাবকের ছুটাছোটি বন্ধ হবে।
সরকারি পৃষ্ঠপোষকতায় চলা স্কুলগুলোর পড়াশোনা দিনে দিনে কমে যাচ্ছে। এর মূল কারণ রাজৈনিতক হস্তক্ষেপ। অন্যদিকে সরকারি অর্থয়ানে পরিচালিত ক্যাডেট স্কুলগুলো বাহিরের প্রভাবমুক্ত থাকায় তারা এগিয়ে যাচ্ছে। সরকারি স্কুলগুলোকে পুরোপুরি ক্যাডেটের নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে পারলে শিক্ষার গুণগতমানের পরিবর্তন হবে। এবং প্রকৃত শিক্ষার সুফল পাওয়া যাবে বলে মনে করেন আবদুল্লাহ আবু সাঈদ।
তিনি আক্ষেপ করে বলেন, শিক্ষার সোনার খাঁচা তৈরি হচ্ছে, গানের পাখিটা আসছে না। এমসিকিউ প্রশ্নের ফলে নকল হয় উল্লেখ করে তিনি বলেন, এমসিকিউ ১৫ তে নামিয়ে আনতে হবে। এক বাক্যে প্রশ্ন করার ফলে নকলেরর প্রবণতা বেশি বাড়ছে। এ নকল ঠেকাতে দুই বা তিন বাক্যে প্রশ্ন করতে হবে। এমসিকিউ বাদ দেয়া গেলে আরো ভালো হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, অধ্যাপক ড. জাফর ইকবাল, ড. ফরাস উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী প্রমুখ।
বিস্তারিত পড়ুন

'স্কুলগুলো অকার্যকর বলেই শিক্ষার্থীরা কোচিংয়ে উৎসাহি'

'স্কুলগুলো অকার্যকর বলেই শিক্ষার্থীরা কোচিংয়ে উৎসাহি'


সাম্প্রতিক দেশকাল প্রতিবেদক
শিক্ষার মান নিয়ে আয়োজিত এক সেমিনারে শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, স্কুলগুলো অকার্যকর বলেই অভিভাবকরা শিক্ষার্থীদের কোচিং আর গাইড বই পড়তে উৎসাহিত করছে।
 
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে এই মন্তব্য করেন তিনি।
 
ক্যাডেট কলেজের আদলে জেলা স্কুলগুলোকে গড়ে তোলার পরামর্শ দেন এই শিক্ষাবিদ।
 
অনুষ্ঠানে ডক্টর জাফর ইকবাল, ডক্টর কায়কোবাদ, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বক্তৃতা করেন।  

বিস্তারিত পড়ুন

মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল

মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল
মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল
বিসিএস সহ সকল চাকরির পরীক্ষায় এই টপিকস থেকে প্রশ্ন আসে তাই গুরুত্বদিন
———————————————————————————
—————–
প্রতিনিয়ত পরীক্ষাতে একটা প্রশ্ন দেখা যায়, ১ থেকে ১০০ অথবা ১০ থেকে ৩০ এর মাঝে কত টি মৌলিক সংখ্যা আছে? কিন্তু আমরা সবাই এইটা ভুল করে থাকি।
আমি ভুল করতে করতে একটা বইয়ে দেখেছিলাম অনেক সহজে মনে রাখা যায় । আমি ও আপনাদের জন্য আজ সেই বিষয় টি নিয়ে আলোচনা করবো। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যা ১ এবং সেই সংখ্যা বাদে অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।এক কথায় ১ এবং সেই সংখ্যা বাদে যে সংখ্যাকে নিঃশেষ ভাগ করা যায় না তাই মৌলিক সংখ্যা। যেমন, ৫৩ এই সংখ্যাটি কে শুধু ১ এবং ৫৩ দিয়ে বিভাজ্য করা যায় । কিন্তু অন্য কোন সংখ্যা দিয়ে বিভাজ্য করতে গেলে হবে না তাই এইটা একটা মৌলিক সংখ্যা।
এখন আপনাদের দেখাবো ১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এবং কি ভাবে আছে।
এই টা মনে রাখার একটা কোড আছে যা হচ্ছেঃ ৪৪২২৩ ২২৩২১
এখানে ১-১০ এর মাঝে আছে= ৪ টি সংখ্যা গুলোঃ ২, ৩, ৫, ৭,
১০-২০ এর মাঝে আছে= ৪ টি সংখ্যা গুলোঃ ১১, ১৩, ১৭, ১৯
২০-৩০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ২৩, ২৯,
৩০-৪০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৩১, ৩৭
৪০-৫০ এর মাঝে আছে= ৩ টি সংখ্যা গুলোঃ ৪১, ৪৩, ৪৭
২য় অংশঃ ৫০-৬০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলো ঃ ৫৩, ৫৯
৬০-৭০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৬১, ৬৭
৭০-৮০ এর মাঝে আছে= ৩ টি সংখ্যা গুলোঃ ৭১, ৭৩, ৭৯
৮০-৯০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৮৩, ৮৯
৯০-১০০ এর মাঝে আছে= ১ টি সংখ্যা গুলোঃ ৯৭
এই টা তো গেলো ১থেকে ১০০ পর্যন্ত তার থেকে বড় হলে কি করবেন ১২৩৭৮৩ এই সংখ্যা হলে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি, সংখ্যা গুলো যোগ করবেন যেমন ১+২+৩+৭+৮+৩=২৪ এখন এই টা কে ভাগ করেন যদি নিঃশেষে ভাগ হয় তা হলে এইটা মৌলিক সংখ্যা না।
আজকের মত এই পর্যন্ত শেষ ,আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আর সবার কোমেন্ট আশা করি ।
কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিস্তারিত পড়ুন

১ বছর ৯ মাস পর শূন্য রানে আউট হলেন কোহলি

১ বছর ৯ মাস পর শূন্য রানে আউট হলেন কোহলি


১ বছর ৯ মাস পর শূন্য রানে আউট হলেন কোহলি
স্পোর্টস ডেস্ক: আইপিএল নবম আসরের কমলা টুপির মালিক বিরাট কোহিলি। এবার  তিনি গোটা আইপিএলের 'ম্যান টু ওয়াচ', টানা পাঁচ ম্যাচ জিতে ব্যাঙ্গালুরুকে সেমিতে তোলার নায়ক। তবে এই নায়ক সেমিফাইনালে কত রান করলেন? ২ বলে শূন্য।
স্বাভাবিক নিয়মে যে খেলোয়াড় ১৫ ম্যাচে একটানা দলের জন্য রান করেন, তাঁর একটা ম্যাচে শূন্যতে কী এসে যায়? এসে যায়, যখন ক্রিকেটারের নাম হয় 'বিরাট কোহলি'। কিন্তু শূণ্য রানের আউট হওয়া ক্যারিয়ারে একটি লজ্জার হিসেবে দাড়িয়েছে
এটা ভাল করেই জানেন কোহিল। ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান নবম আসরে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজই 'হাজার দুয়ারির' পথে যাচ্ছিলেন বিরাট। কিন্তু পারেননি বিরাট। গুজরাটে ভয়ঙ্কর বোলার ধাওয়াল কুলকারনির বলে শূণ্য রানে বোল্ড আউট হয়ে আশার প্রদীপ নিভে দেন। বিরাটের এই দুঃখ হয়তো মনে বিরাজ করবে হাজার বছর ধরে। কারণ দীর্ঘ ১ বছর ৯ মাস পর শূন্য রান আউট হয়েছে তিনি। একটি তথ্য বলছে, বিরাট কোহলি একদিনের ম্যাচে শেষবার শূন্য রানে আউট হয়েছিলেন ২০১৪ সালের ২৭ অগস্ট। সেই হিসেবে আজ কোহলি আউটের বয়স ১ বছর ৯ মাস। ২০১৪ সালের ২৭ অগস্ট কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হন বিরাট। আর টেস্ট ম্যাচেও তার মাত্র কয়েকদিন আগে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। তারপরে আর বিশ্বের কোনও বোলার বিরাটকে শূন্য রানে ফেরাতে পারেননি। 
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ায় পাথরের বেড়িবাঁধ নির্মাণের দাবি

কুতুবদিয়ায় পাথরের বেড়িবাঁধ নির্মাণের দাবি



ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবি জানিয়েছে চট্টগ্রামের কুতুবদিয়া সমিতি। একই সঙ্গে সেখানে পাথরের তৈরি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণেরও দাবি জানানো হয়।
আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কুতুবদিয়ায় ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবারের ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ায় চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। দ্বীপটির ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৫২টি সম্পূর্ণ ও ১১৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজার গবাদিপশু, ৪০ হাজার হাঁস-মুরগি ও এক হাজার মেট্রিকটন লবণ পানিতে ভেসে গেছে। ৫০০ একর শস্যখেত, মাছ ধরার নৌকা ধ্বংস হয়েছে। সব মিলে রোয়ানুর আঘাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দ্বীপটিতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, দ্বীপের অর্ধলক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তাঁরা অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছেন। ঘূর্ণিঝড়ের পরপর স্থানীয় প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে যে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে তা খুবই সামান্য। জরুরি ভিত্তিতে সেখানে পর্যাপ্ত ত্রাণ বিতরণ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল বলে বিবেচিত আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, মহেশখালীকে রক্ষা করতে হলে কুতুবদিয়ায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধের বিকল্প নেই। এই বাঁধ তৈরির জন্য আসন্ন বাজেটে বিশেষবরাদ্দ দিতে হবে। এই বাঁধ তৈরির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিতে হবে নৌবাহিনীকে। এ ছাড়া আগামী পূর্ণিমার আগেই নৌবাহিনীর তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করতে হবে। তা না হলে পূর্ণিমায় জোয়ারের পানিতে আবারও বিপর্যয়ের মুখে পড়বে দ্বীপবাসী।
এ ছাড়া বাড়িঘর পুনর্নির্মাণে সাহায্য করা, বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্ত বিশেষ করে মৎস্যজীবী, লবণচাষি ও কৃষকদের সহায়তা প্রদান ও বিনা সুদে ঋণ দেওয়ারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী। উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা শফিউল আলম, জ্যেষ্ঠ সহসভাপতি মো. শরীফ, যুগ্ম সম্পাদক ইসমাইল খান প্রমুখ।
বিস্তারিত পড়ুন

সাড়া ফেলেছে দরকারি চিকিৎসাসেবার যে অ্যাপ

সাড়া ফেলেছে দরকারি চিকিৎসাসেবার যে অ্যাপ


আরএক্স ৭১ হেলথ অ্যাপ

দরকারি চিকিৎসাসেবার অ্যাপ হিসেবে ‘আরএক্স ৭১ হেলথ’ অ্যাপটি সাড়া ফেলেছে। গুগল প্লে স্টোরে উন্মুক্ত হওয়ার দুই দিনের মধ্যেই এটি তিন হাজারের বেশি ডাউনলোড হয়েছে। ব্যবহারকারী অ্যাপটির কার্যকারিতা নিয়ে ‘রিভিউ’ অংশে ইতিবাচক মন্তব্য করেছেন। ১০০ জনের বেশি ব্যবহারকারীর কাছ থেকে ‘ফাইভ স্টার’ রেটিং পেয়েছে অ্যাপটি। বর্তমানে গুগল প্লের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির ‘টপ ফ্রি’ তালিকার শীর্ষে রয়েছে দরকারি এ অ্যাপ। 
গুগল প্লের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির ‘টপ ফ্রি’ তালিকার শীর্ষে রয়েছে আরএক্স ৭১ হেলথ অ্যাপ।আরএক্স ৭১ লিমিটেডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের অন্যতম একটা সমস্যা হলো, কোন ডাক্তার এর কাছে যাব, এইটা বুঝতে না পারা। আপনার যাওয়া উচিত মেডিসিন বিশেষজ্ঞের কাছে, কিন্তু চলে গেলেন সার্জনের কাছে। তাহলে বিপদে পড়ার আশঙ্কা থাকে। দুই বছর গবেষণা করে অ্যাপটি তৈরি করা হয়েছে। আপনার শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে আপনার সম্ভাব্য রোগের তালিকা দেওয়ার সঙ্গে রোগের বিস্তারিত তথ্যও দেবে। রোগ থেকে ভালো থাকার জন্য পরামর্শ, অ্যানিমেটেড ভিডিও ও রোগের জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা। এ ছাড়া পুষ্টি তথ্যসহ আরও অনেক কিছু আছে অ্যাপে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ও উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য শিগগিরই অ্যাপটি উন্মুক্ত করা হবে।
নিজাম উদ্দিন আরও বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসাসেবার আধুনিকীকরণের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে আরএক্স ৭১ (https://rx71.co/) লিমিটেড। উন্নত দেশগুলোতে চিকিৎসাসেবায় তথ্যপ্রযুক্তি ব্যবহৃত হলেও বাংলাদেশ এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে জনসাধারণের কাছে স্বাস্থ্য-বিষয়ক যাবতীয় তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ আমাদের দেশে বৃহৎ আকারে গৃহীত হয়নি। মূলত চিকিৎসা খাতের এই অভাব পূরণই আমাদের লক্ষ্য।
অ্যাপটি ডাউনলোডের লিংক https://goo.gl/2w9glc
বিস্তারিত পড়ুন

শর্টকাটে ফাইল লুকানো

শর্টকাটে ফাইল লুকানো


উইন্ডোজ ৮ ও পরের সংস্করণগুলোতে নতুন কিছু সুবিধা যোগ করা হয়েছে। তার মধ্যে উইন্ডোজ এক্সপ্লোরারের ‘রিবন’ সুবিধাটি অন্যতম। রিবন থেকে সহজেই ফাইল বা ফোল্ডার ব্যবস্থাপনা করা যায়। কম্পিউটারে দ্রুত কাজ সারতে চাইলে কি-বোর্ড শর্টকাটের বিকল্প নেই। কি-বোর্ড শর্টকাট ব্যবহার করে ফাইল বা ফোল্ডারকে লুকিয়ে রাখতেও এমনই কি-বোর্ড শর্টকাট ব্যবহার করা যাবে।

যে ফাইল বা ফোল্ডারটি লুকাতে চান, সেটি ট্যাব ও অ্যারো কি কিংবা মাউস দিয়ে নির্বাচন করে নিন। এবার কি-বোর্ড থেকে Alt + V চাপুন। উইন্ডোজ এক্সপ্লোরার রিবনের View ট্যাব খুলে যাবে। এখানে প্রতিটি অপশনের পাশেই কি-বোর্ড শর্টকাট দেখতে পাবেন। যেমন Hide selected items এর পাশে HS শর্টকাট। সিলেক্ট করা ফাইলকে লুকাতে এখানে কি-বোডের্র H ও S বোতামকে পরপর চাপুন। তাহলে ফাইলটি হিডেন হয়ে যাবে।
ফোল্ডারকে লুকাতে গেলে একটা নিশ্চিতকরণ বার্তা আসবে। এখানে ওকে চাপতে হবে। এবার লুকানো ফাইল বা ফোল্ডারকে দেখতে চাইলে আবার Alt + V চাপুন। এক্সপ্লোরার রিবনের View ট্যাব খুলে যাবে। Hidden items এর পাশে পরপর HH দেখতে পাবেন। লুকানো ফাইল দেখতে চাইলে কি-বোর্ড থেকে পরপর দুবার H বোতাম চাপুন। এভাবে উইন্ডোজ এক্সপ্লোরারের অন্যান্য মেন্যু খুলতে চাইলে File এর জন্য Alt + F চাপুন। Home এর জন্য Alt + H চাপুন এবং Share এর জন্য Alt + S চাপতে হবে।
বিস্তারিত পড়ুন

আলোচিত সেই ‘প্রেমের প্রস্তাব’ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

আলোচিত সেই ‘প্রেমের প্রস্তাব’ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী


আলোচিত সেই ‘প্রেমের প্রস্তাব’ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থীদের ‘প্রেমের প্রস্তাব’র ঘটনায় দুজন বহিষ্কার এবং আরো ৯ জনের ভর্তি বাতিল করার পর তা গড়াল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পর্যন্ত। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরালের পর ১১ শিক্ষার্থীর সাজা দেয় কলেজ কর্তৃপক্ষ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রসঙ্গটি উঠলে মুখ খুলেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি বলেন, কমার্স কলেজের ম্যানেজিং কমিটি আছে। কলেজের নিজস্ব আইনও আছে। তবে এখানে শিক্ষার্থীদের ওপর অন্যায় হয়েছে কিনা সে বিষয়ে আমি খোঁজ নিবো।
ওই ভিডিওতে দেখা যায়, প্রথমে হাতে হাত ধরে বৃত্ত বানিয়ে তাদের
 
দুজনকে ভিতরে রেখে চারপাশ ঘুরছে বন্ধুরা। এরপর ছাত্রটি হাঁটু গেড়ে ছাত্রীকে প্রপোজ করছে, পরিয়ে দিচ্ছে আংটিও। এরপর সেই ছাত্রী সম্মতি জানিয়ে ‘জয়ের আনন্দে’ একে অপরকে জড়িয়ে ধরে। বাকি বন্ধুরাও উদযাপন করছে এ অবিস্মরণীয় মুহূর্ত।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ছাড়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ এমন কাজকে সাবাশি দিয়ে লিখছেন, ‘হাউ সুইট, কত রোমান্টিক একটা মুমেন্ট’। আবার কেউ লিখছেন, তরুণ প্রজন্মের এসব হচ্ছে কী? সব কিছুতে এত শো অফের কী প্রয়োজন? আর কলেজ ড্রেস পরে এসব ভিডিও বানিয়ে কী বোঝাতে চাইছে তারা?
সামাজিক সাইটগুলোতে যে যাই বলুক, বিষয়টি ভালোভাবে নেয়নি কলেজ কর্তৃপক্ষ। ঘটনায় অভিযুক্ত ১১ জনই ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাসবুরা সামিহা কায়নাত এবং শাফিন আহমেদ খান। বাকি নয়জন দুজনেরই বন্ধু, সহপাঠি। বন্ধু সামিহা এবং শাফিনের বিশেষ মুহূর্তেকে স্মরণীয় করে রাখতে বাকিদের নিয়ে করে এ আয়োজন।
গত বৃহস্পতিবার ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেই দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা কমার্স কলেজ। বাকি ৯ জনের ভর্তি বাতিল করা হয়েছে। একই সাথে কলেজের সব শিক্ষার্থীকে ‘এ ব্যাপারে’ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২



DSCচট্টগ্রাম, ১৬ মে (সিটিজি টাইমস):: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তেলবাহী ট্রেনটি বটতলী স্টেশন থেকে ছেড়ে আসছিল।
অন্যদিকে বিআরটিসি বাসটি শহরের দিকে ফিরছিল।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, দুই নম্বর গেট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্তারিত পড়ুন

মুস্তাফিজের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্রের খবর ফাঁস, তোলপাড়

মুস্তাফিজের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্রের খবর ফাঁস, তোলপাড়


মুস্তাফিজের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্রের খবর ফাঁস, তোলপাড়
স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঝড় বইছে। তার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের খবর ফাঁস হয়েছে প্রকাশ্যভাবে! মুস্তাফিজকে নিয়ে আক্ষেপ কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের।
শুক্রবার রাতে গুজরাটের বিপক্ষে মাঠে নামেন মুস্তাফিজ। ভারতের ভূবেনেশ্বর কুমারও মাঠে নামেন একই দলে। দুই জনেই ভালো বল করেন।
ব্যাট

হাতে নামা হয়নি কারও। মুস্তাফিজ ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ টি উইকেট। কুমার ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন দুই উইকেট।
গুজরাটের ওপেনার স্মিথের ক্যাচটি ধরেন মুস্তাফিজ। তখন বোলার ছিলেন কুমার। মুস্তাফিজের বলে কুমারও একটি ক্যাচ ধরেন।
এখানে মুস্তাফিজ ম্যান অফ দ্যা ম্যাচ পাওয়ার যোগ্য হলেও সেটা দেয়া হয়েছে কুমারকে। লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী ক্ষেপেছেন এই সিদ্ধান্তে।
মুস্তাফিজকে নিয়ে এই ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যভাবেই ফাঁস হয়েছে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে। ভারতের অসংখ্য ক্রিকেটপ্রেমীও ক্ষোভ প্রকাশ করেছেন এই সিদ্ধান্তে। ধুয়ে দিচ্ছেন ম্যাচের নির্বাচকদের।

বিস্তারিত পড়ুন

‘মুস্তাফিজ কত বড় মাপের বোলার বুঝেছি’

‘মুস্তাফিজ কত বড় মাপের বোলার বুঝেছি’


‘মুস্তাফিজ কত বড় মাপের বোলার বুঝেছি’
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট-জীবন বেশি দিনের নয়। অথচ এ মুহূর্তে সবচেয়ে আলোচিত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। প্রায় প্রতিদিনই বাংলাদেশের কাটার-মাস্টারের প্রশংসায় মেতে উঠছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। মুস্তাফিজ-বন্দনায় এবার যোগ দিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। তাঁর বিশ্বাস, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের অস্বস্তিতেই মুস্তাফিজ কত বড় মাপের বোলার বুঝেছি।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি মুস্তাফিজকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশ

করেছে। ‘মুস্তাফিজুর : এ স্পিডস্টার উইথ দ্য ফিজ’ শিরোনামের সেই নিবন্ধে মুস্তাফিজের প্রশংসা করে আমজাদ জাভেদের মন্তব্য, ‘মুস্তাফিজের বিপক্ষে খেলা সত্যিই ভীষণ কঠিন। একই অ্যাকশনে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে সে কাটার ও ইয়র্কার করতে পারে। দ্রুতগতির বলের মতো তার স্লোয়ার বোঝাও মুশকিল। সে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকেও অসুবিধায় ফেলে দেয়। এ থেকেই প্রমাণিত সে কোন মাপের বোলার।’ এশিয়া কাপে মুস্তাফিজকে খুব কাছ থেকে দেখার সুবাদেই আমিরাত অধিনায়কের এমন উপলব্ধি।
আমজাদ জাভেদের কথা যে কতটা সত্যি, এবারের আইপিএলে তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন কোহলি। আইপিএলে দুবার মুখোমুখি হলেও মুস্তাফিজের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি অনেকের মতে এই সময়ের সেরা ব্যাটসম্যান। হায়দরাবাদ সানরাইজার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচে ‘ফিজ’-এর ৯ বলে মাত্র ৮ রান নিতে পেরেছিলেন কোহলি। আর দ্বিতীয় ম্যাচে প্রথম বল ‘ডট’ হওয়ার পর দ্বিতীয় বলেই ব্যাঙ্গালোরের অধিনায়ককে ফিরিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ।

বিস্তারিত পড়ুন

২ লাখ ১০ হাজার ডলারের মুস্তাফিজের জন্য মাঠে নামতে পারছে না ৫ লাখ ৬০ হাজার ডলারের বোল্ট!

২ লাখ ১০ হাজার ডলারের মুস্তাফিজের জন্য মাঠে নামতে পারছে না ৫ লাখ ৬০ হাজার ডলারের বোল্ট!


২ লাখ ১০ হাজার ডলারের মুস্তাফিজের জন্য মাঠে নামতে পারছে না ৫ লাখ ৬০ হাজার ডলারের বোল্ট!
স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবদের হয়ে প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। নিজেদের বোলিং আক্রমণকে শক্তিশালী করার জন্য দেশের ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা ছাড়াও নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টকে দলে নিয়েছিল হায়দরাবাদ।
২০১৫ সালে আইপিএল-এর নিলামে ৫ লাখ ৬০ হাজার ডলারে ট্রেন্ট বোল্টকে কিনে নেয় সানরাইজার্স। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পূর্ণ না করার আগে সবার দৃষ্টি কেড়ে নেয়া মুস্তাফিজকে ২০১৬ সালে মাত্র ২ লাখ ১০

হাজার ডলারে দলে ভিড়ায়।
কিন্তু এবারের আইপিএলে হায়দরাবাদের আটটি ম্যাচের একটির একাদশেও অন্তর্ভূক্ত হতে পারেন নি এই কিউই বোলারের। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই তাকে সাইডলাইনে থাকতে হচ্ছে। বোল্ট নিজেই এসব কথা বলেছেন।
ট্রেন্ট বোল্ট বলেন, বিদেশী চার জন খেলোয়াড়কে দলে নেয়া এক ধরনের বাহানা। আমি আশা করি, টুর্নামেন্টের শেষের দিকে আমাকে সুযোগ দেয়া হবে। আমি মনে করি, এটা খেলার প্রকৃতি, দলের যাকে দরকার তাকে নেবে।
তবে মুস্তাফিজের সম্পর্কে তিনি বলেন, তার ভালো দক্ষতা আছে। ভালো মানের কাটার ও পেস আছে এবং গতি পরিবর্তন করে তিনি তার কাটার প্রয়োগ করেন….যা খেলা অনেকটা কঠিন। তার ইয়র্কারও আছে। আমি মনে করি, তিনি ঠিক পথেই আছেন।
মুস্তাফিজ হায়দরাবাদের সর্বশেষ ম্যাচে গুজরাটের বিপক্ষেও বল হাতে দাপট দেখিয়েছেন। ২৪ বলে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। তার দল জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। এ পর্যন্ত ৮ ম্যাচে বল করে ১০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। তবে তার বিশেষত্ব হলো তিনিই প্রতি ওভারে সবচেয়ে কম রান দেয়া বোলার আইপিএলের এই আসরে।

বিস্তারিত পড়ুন