Blogger news

নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটির বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটির বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

http://southern.edu.bd/


index
সিটিজি বাংলা২৪ ডেস্ক :: নানা আয়োজনে স্বাধীনতার ৪৪তম বিজয় দিবস উদযাপন করলো সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
১৬ ডিসেম্বর সকালে জাতীয় পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর পর বিএনসিসি ক্যাডেটদের কুজকাওয়াজ পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন ইউনিভার্সিটির উদ্যোক্তা সরওয়ার জাহান। এছাড়াও আলোচনা সভা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ মুক্তযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদ্যোক্তা এবং ট্রেজারার সরওয়ার জাহান , প্রো-ভিসি প্রফেসর ড. শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ড. আব্দুল মুক্তাদীর, রেজিস্ট্রার ড. প্রধান ইসরাত জাহান, প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ, প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, প্রফেসর শামসুজ্জামান, সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কৃতজ্ঞতা ও সালাম জানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ হয়েছিলো দেশের মানুষ । দেশের প্রতিটি মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছে পুরো জাতি এবং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এটাই প্রত্যাশা সকলের।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেনারেল এডুকেশন বিভাগের শিক্ষক ড. সৌরভ শাখাওয়াত।
বিস্তারিত পড়ুন

পরীক্ষার হলে নিষিদ্ধ সব ধরণের ঘড়ি

পরীক্ষার হলে নিষিদ্ধ সব ধরণের ঘড়ি


নকল এড়াতে পরীক্ষার হলে সকল প্রকার ঘড়ির ব্যবহার বন্ধ করল জাপানের এক নামকরা বিশ্ববিদ্যালয়। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, পরীক্ষাকে নকলমুক্ত করার লক্ষ্যে সব ধরণের ঘড়ি নিষিদ্ধ করেছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়।
প্রতিবেদনে বলা হয়, জাপানের মধ্যে কিয়োটোই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব ধরণের ঘড়ি নিষিদ্ধ করা হলো। যদিও অন্যান্য আন্তর্জাতিক মানের স্কুলগুলোতে এরকম নীতি অনুসরণ করা হয়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের স্কুলগুলোতে এধরণের নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র এপি প্রোগ্রাম এবং স্যাট টেস্ট সেন্টার পরীক্ষার হলে স্মার্ট ওয়াচ নিয়ে আসার ব্যাপারে আইন প্রণয়ন করেছে।
জাপানের অন্যতম সেরা নকল কেলেঙ্কারিতে লেগে আছে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের নাম। ২০১১ সালে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্র পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি তুলে অনলাইনে পোস্ট করে। এরপর অনলাইনে থাকা মানুষদের থেকে উত্তর নেওয়ার চেষ্টা করে সে। এখন আবশ্যিকভাবেই বেশিরভাগ পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।
বিস্তারিত পড়ুন

প্রাথমিক সমাপনী ও জেএসসি- জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

প্রাথমিক সমাপনী ও জেএসসি- জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ ডিসেম্বর
ডিসেম্বর ১৭, ২০১৫


৩১ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল । বৃহস্পতিবার  শিক্ষা মন্ত্রণালয়ের ও প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর সময় চেয়ে চিঠি পাঠানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের ৩১ ডিসেম্বর সময় দেয়া হয়েছে। ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন। এরপরই দুই মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে।
প্রসঙ্গত, ৮ম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ৮১ নভেম্বর শুরু হয় এবং ১৮ নভেম্বর শেষ হয় । এবার এ ২টি পরীক্ষায় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী অংশ নেয়। ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর।
বিস্তারিত পড়ুন

হসপিটাল সম্পর্কিত ইংরেজী বাক্য

হসপিটাল সম্পর্কিত ইংরেজী বাক্য
< হসপিটাল সম্পর্কিত >
১) ইমার্জেন্সি ওয়ার্ড কোথায়?
Where is the emergency ward?
(হয়ার ইজ দা এমারজেন্সি ওয়ার্ড?)
২) আমি তাকে হাসপাতালে ভর্তি করতে চাই।
I want to admit him in the hospital.
(আই ওয়ান্ট টু এ্যাডমিট হিম ইন দা হসপিটাল)
৩) ডাক্তার রোগীটার নাড়ি দেখলেন।
The doctor felt the pulse of the patient.
(দা ডক্টর ফেল্ট দা পাল্স অফ দা পেসন্টে)
৪) তার নাড়ী একটু গরম হচ্ছে।
His pulse is slightly excited.
(হিজ পাল্স ইজ স্লাইটলি এক্সাইটেড)
৫) তার জ্বর বাড়ছে।
His temperature is rising.
(হিজ টেমপারেচার ইজ রাইজিং)
৬) হাত পা কামড়ানো।
Biting pain in the limbs.
(বাইটিং পেইন ইন দা লিম্বস)
৭) তার কম্প দিয়ে জ্বর এসেছে আর কাশিও আছে।
He is attacked with shivering fever and also have some cough.
(হি ইজ এ্যাটাক্ট উইথ সিভারিং ফিভার এ্যান্ড অলস হ্যাভ সাম কাফ)
৮) এক্সরে করতে কোথায় যেতে হবে?
Where is the x-ray department?
(হোয়্যার ইজ দা এক্সরে ডিপার্টমেন্ট?)
৯) তার আঘাত লেগেছে।
He is hurt.
(হি ইজ হার্ট)
১০) তার ড্রেসিং করা দরকার।
He needs dressing.
(হি নিডস্ ড্রেসিং)
১১) মেয়েটার মুখে ব্রন।
The girl has pimple on her face.
(দা গার্ল হ্যাজ পিমপল অন হার ফেইস)
১২) আজ রোগীটা অনেকটা সুস্থ।
Today the patient is much better.
(টুডেই দা পেসেন্ট ইজ মাচ বেটার।
বিস্তারিত পড়ুন

ফেসবুকে মেয়ের ছবি শেয়ার করলেন বাবা জুকেরবার্গ

ফেসবুকে মেয়ের ছবি শেয়ার করলেন বাবা জুকেরবার্গ
১০ ডিসেম্বর ২০১৫,বৃহস্পতিবার, ১৪:৫৮


দেখতে দেখতে ১০ দিন হয়ে গেল। মার্ক জুকেরবার্গ-প্রিসিলা চ্যানের ঘরে এসেছে নতুন অতিথি। সাধ করে মেয়ের নাম রেখেছেন ম্যাক্স। ফেসবুক স্রষ্টার রাজকন্যার মুখ দেখতে গোটা বিশ্ব এতদিন মুখিয়ে ছিল। এ বার নিজের ফেসবুক ওয়ালে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন জুকেরবার্গ।
ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে শুয়ে রয়েছেন জুকেরবার্গ। ছবির ক্যাপশন- ‘ফুল অফ জয় উইথ লিটল ম্যাক্স।’ রাত পৌনে একটায় পোস্ট করা এই ছবি এখন ফেসবুকে ভাইরাল।

-
বিস্তারিত পড়ুন

ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ

ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ

  

১০ ডিসেম্বর, ২০১৫ ১৪:০৮


ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ

২২ দিন বন্ধ থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের ‘নির্দেশনা’ পাওয়ার পর বাংলাদেশে ফেসবুক খুলে দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ''সরকারের নির্দেশনা এই মাত্র আমার হাতে এসেছে। জনগণের জন্য ফেসবুক খুলে দিচ্ছি।''
তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে ‘পরে সিদ্ধান্ত হবে’ বলে জানান তিনি। এর পর ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনেই বিটিআরসি চেয়ারম্যানকে ফোন করে তখনই ফেসবুক খুলে দিতে নির্দেশ দেন।
বিস্তারিত পড়ুন

Southern University Other Fees

Southern University Other Fees













Other Fees:

Application processing fees
500 taka for all
Admission Fee:
10,000 taka (Non Refundable)
Caution Money :
2,000 taka (Refundable)
Computer Lab :
1,000 taka per Semester
Cheque Return, over draft:
500 taka and late fee will be added if applicable
Enrollment Fee
100 taka per semester
ID Card :
250 taka
BNCC
50 Taka Per Program (Undergraduate)
Library Development : 
500 taka Per Semester
Late Fee :
1000 taka per month
Pharmacy Lab :
2,000 taka per Semester
Re Admission Fee: 
5,000 taka
Special Examination fee
2,000 Taka per 3 Credit Hour
International Students Fee Per semester
$500(Additional)
Transfer Course
Per 3 credit Hour 2,000
বিস্তারিত পড়ুন

Southern University:Tuition Fees & Other Fees

Southern University:Tuition Fees & Other Fees

Southern University follows non-discriminative policy for tuition and fees. A foreign or out of state student pays the same tuition and fees like the local students. They could also enjoy scholarships, grants and other financial aids from the university based on financial need and merit. Followings are the charges in Bangladesh currency called Taka (BDT).

Tuition Fees & Other Fees
ProgramQualificationsCreditsDurationCosts(Tk)

 
Executive MBABachelor Degree & work Experience42 Credits12 Months75,012 ( 1786 Per Credit)
MBA4 Years Business Graduates39 Credits12 Months62,010 ( 1590 per Credit )
MBA4 Years Business Graduates48 Credits16 Months76,320 ( 1590 Per Credit)
MBABachelor Degree63 Credits20 Months1,00,170 ( 1590 Per Credit)
MS in CSITBachelor Dgree63 Credits20 Months1,07,730 ( 1710 Per Credit)
MS in CSIT4 Years IT / CS Graduate39 Credits12 Months66,690 ( 1710 Per Credit)
LLM4 Years LLB30 Credit12 Months35,000 ( 1167 Per Credit)
LLMBachelor Degree48 Credit20 Months60,000 ( 1250 Per Credit)
MA in English4 Years Bachelor in English30 -Credit12 Months30,000 ( 1000 Per Credit)
MA in EnglishBachelor Degree60 Credit20 Months50,040 ( 834 Per Credit)
MPharmBPharm36 Credit12 Months85,032 ( 2362 Per Credit)
MPharm (Non Thesis)BPharm36 Credit12 Months80,028 ( 2223 Per Credit)
MA in Islamic StudiesBachelor Degree48 Credit20 Months35,040 ( 730 Per Credit)
MA in Islamic StudiesBachelor Degree30 Credit12 Months25,020 ( 834 Per Credit)
 
LLB (2 years)Bachelor Degree60 Credits20 Months50,040 ( 834 Per Credit)
 
BBA12 years school/College Geaduate136 Credits4 Years1,78,024 ( 1309 Per Credit)
BSc in CSIT12 years school/College Geaduate144.75 Credits4 Years, 12 semesters2,38,837 ( 1650 Per Credit)
BSc in CSITDiploma Holder124.75 Credits3 Years , 9 semesters2,08,837 ( 1650 Per Credit)
LLB 4 Years12 years school/College Geaduate123 Credits4 Years, 12 semesters1,60,023 ( 1301 Per Credit)
BA in English12 years school/College Geaduate126 Credits4 Years, 12 semesters1,25,000 ( 992 Per Credit)
BSc in EEE12 years school/College Geaduate162 Credits4 Years, 12 semesters2,77,830 ( 1715 Per Credit)
BSc in ECE12 years school/College Geaduate162 Credits4 Years, 12 semesters2,77,830 ( 1715 Per Credit)
BSc in EEE12 years school/College Geaduate142 Credits3 Years, 10 semesters2,43,530 ( 1715 Per Credit)
BSc in ECE12 years school/College Geaduate142 Credits3 Years, 10 semesters2,43,530 ( 1715 Per Credit)
BSc in Civil12 years school/College Geaduate162 Credits4 Years, 8 semesters2,77,830 ( 1715 Per Credit)
BSc in Civil12 years school/College Geaduate142 Credits3.5 Years, 7 semesters2,43,530 ( 1715 Per Credit)
BPharm12 years school/College Geaduate162 Credits4 Years, 12 semesters2,77,830( 1715 Per Credit)
Hotel &Tourism Management12 years school/College Geaduate130 Credits4 Years, 12 semesters1,93,05( 1485 Per Credit)

http://southern.edu.bd/fees.php
বিস্তারিত পড়ুন

সরকারী স্কুলে অনলাইনে ভর্তি শুরু

সরকারী স্কুলে অনলাইনে ভর্তি শুরু

প্রকাশ তারিখ: ০১/১২/২০১৫ ৩:১৬:৫৮ অপরাহ্ন

মঙ্গলবার থেকে শুরু হয়েছে দেশের সরকারী স্কুলে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম। এবার বিভাগীয় ও জেলা সদরের সরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই কার্যক্রম শুরু হলেও, সামনে দেশের সব সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি বয়েজ হাইস্কুলে ২০১৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে  অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্ত প্রতিমন্ত্রী তারানা হালিমও উপস্থিত ছিলেন। এবার সারাদেশের মোট ১৭৫টি সরকারী স্কুলে ভর্তির জন্য অনলাইনে ভর্তির আবেদন কেনা ও জমা দেওয়া যাবে।
তবে চট্টগ্রামের মহানগরীর সরকারী স্কুলগুলো এবার এই তালিকার বাইরে থাকছে। অনলাইনে ভর্তি আবেদন করা যাবে www.gsa.teletalk.com.bdএই ওয়েব সাইটে। আবেদনের বিস্তারিত নিয়মও পাওয়া যাবে এখানে।
বিস্তারিত পড়ুন

প্রজেক্টর সমৃদ্ধ ট্যাব আনলো লেনোভো

প্রজেক্টর সমৃদ্ধ ট্যাব আনলো লেনোভো

বিজ্ঞান ও প্রযুক্তি করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডআইটি বাজারে নিয়ে এল আধুনিক প্রযুক্তির মাল্টিমিডিয়া সমৃদ্ধ নতুন ইয়োগা ট্যাব ২ প্রো। এর ইন্টারনাল পিকো প্রোজেক্টর, ডলবি হোম থিয়েটার ও জেবিএল স্পিকার সমৃদ্ধ মাল্টিমিডিয়া দেবে ঘরে বসেই সিনেমা দেখার আনন্দময় অনুভূতি।
ইয়োগা ট্যাব ২ প্রো’র সাবউফার সহ জেবিএল স্পিকার স্পষ্ট ও জোরালো অডিও শোনার অনুভূতি প্রদান করে।  এর ডিসপ্লে ১৩.৩ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০গুণন ১৪৪০ পিক্সেল। কিউএইচডি আইপিএস ডিসপ্লে দেবে অসাধারণ, নয়নাভিরাম ভিডিও দেখার অভিজ্ঞতা।
এর উদ্ভাবনী ডিজাইনের ফলে ব্যবহারকারী একাধিক উপায়ে এটি ব্যবহার করতে পারবেন। এটির মোড গুলো হচ্ছে, হোল্ড, টিল্ট, স্ট্যান্ড ও হ্যাঙ্গ ।
১.৮৬ গিগাহার্জ গতি সম্পন্ন এই আইডিয়াপ্যাডে রয়েছে ইন্টেল অ্যাটম  জেড ৩৭৪৫  ৪ কোর  প্রসেসর, ২ জিবি র‌্যাম , ৩২জিবি স্টোরেজ। এটি অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম সমৃদ্ধ। 
ট্যাবটিতে আছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । 
এতে ব্যবহৃত হয়েছে ৯৬০০মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা ১৫ ঘন্টা ব্যাকআপ দেবে। এছাড়াও ট্যাবটিতে রয়েছে  ফোরজি এলটিই সিম কানেকটিভিটি ।
এক বছর ওয়ারেন্টি সহ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৫০০টাকা। 
বিস্তারিত পড়ুন

আসছে লাই-ফাই

আসছে লাই-ফাই

গতি সেকেন্ডে ১ জিবিপিএস

২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০


আসছে লাই-ফাই
ওয়াই-ফাই প্রযুক্তির তুলনায় প্রায় এক শ গুণ বেশি গতিতে তথ্য বিনিময় করবে ‘লাই-ফাই’ প্রযুক্তি। ইতিমধ্যে ইস্তোনিয়ার উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ভেলমেন্নি’ নতুন এ প্রযুক্তি কাজে লাগিয়ে দেশটির ‘তালিন’ শহরের বিভিন্ন অফিসে ইন্টারনেট সংযোগও দিয়েছে।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সংযোগ কাজে লাগিয়ে সেকেন্ডে এক জিবিপিএস গতিতে তথ্য বিনিময় করতেও সক্ষম হয়েছে তারা, যা বর্তমানের ওয়াই-ফাই প্রযুক্তির তুলনায় এক শ গুণ বেশি।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

বিস্তারিত পড়ুন

চীনে কনফারেন্সে সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান

চীনে কনফারেন্সে সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান

 November 11, 2015 5:21 pm 

87
নিজস্ব প্রতিবেদক : গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এর উদ্যোগে সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।
এবার কনফারেন্সের প্রতিপাদ্য ছিল-এশিয়ায় উচ্চ শিক্ষার যোগাযোগ : লক্ষ্য, ভূমিকা ও প্রক্রিয়া। মূলত এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
চীনের গোয়াংজু শহরে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ কনফারেন্সে দ্বিতীয় দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন সরওয়ার জাহান। বাংলাদেশের পুরাতন শিক্ষাব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মেহেদী শাহনেওয়াজ জলিল।
গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কনফারেন্সে বিশ্বের ২৬ দেশের ৮০টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কনফারেন্সে বক্তরা প্রযুক্তি ও পশ্চিমা শিক্ষার প্রভাবের কারণে এশিয়ার শিক্ষা ব্যবস্থার যে ক্রান্তিকাল বিরাজ করছে তা তুলে ধরেন এবং সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিস্তারিত পড়ুন

SMS Marketing

SMS Marketing


--------------------------
SMS Marketing solution can be applied to virtually any business model and can also be used by non-profit organizations and government agencies. Businesses can promote a positive image by addressing customer needs in a personalized, fast, flexible and efficient manner. Government agencies can use our service as an alert or reminder service. Core Informatech System offers you five different packages for Branding your products, services and providing different information through the sms.
Package : SMS Mini
Details : 5,000 SMS
Price : 3,500 BDT.
Package : SMS Basic
Details : 10,000 SMS
Price : 6,800 BDT.
Package : SMS Economy
Details : 25,000 SMS
Price : 13,500 BDT.
Package : SMS Deluxe
Details : 50,000 SMS
Price : 32,000 BDT.
Package : SMS Supper Deluxe
Details : 1,00,000+ SMS
Price : 60,000 BDT.
Phone Number Category:
-------------------------------------
Company owner, Doctor, Engineer, Club member like (Dhaka Club, Chittagong Club, Gulshan Club) Organization member like (FBCCI, Chamber of Commerce, BGMEA, BASIS) Lawyer, Businessman, Professionals, Area wise mobile no, Postpaid user.
__________________________________
Hotline:+88 01822911624
Visit us: http://www.coreinformatech.com/
E-mail us: sales@coreinformatech.com
বিস্তারিত পড়ুন

Inventory Management System (IMS):

Inventory Management System (IMS):
__________________________________________
Inventory management software is a computer-based system for tracking inventory levels, orders, sales and deliveries. It can also be used in the manufacturing industry to create a work order, bill of materials and other production-related documents. Companies use inventory management software to avoid product overstock and outages. It is a tool for organizing inventory data that before was generally stored in hard-copy form or in spreadsheets. It is often associated with and is similar to distribution software.

Purpose of an Inventory Management System
-----------------------------------------------------------------
Companies often use inventory management software to reduce their carrying costs. The software is used to track products and parts as they are transported from a vendor to a warehouse, between warehouses, and finally to a retail location or directly to a customer.
Inventory management software is used for a variety of purposes, including:
--------------------------------------------------------------------------------------------------
Maintaining a balance between too much and too little inventory.
Tracking inventory as it is transported between locations.
Receiving items into a warehouse or other location.
Picking, packing and shipping items from a warehouse.
Keeping track of product sales and inventory levels.
Cutting down on product obsolescence and spoilage

Features of our Inventory Management Systems
--------------------------------------------------------------
Following are the features of our Core IMS Plus v2.0 inventory management system we offer for you.
1. The simple intuitive interface. You can proceed with the work without reading a Help Manual.
2. It is a multi-user, multi currency and multi-warehouse inventory control software. System works as with local as with web based databases.
3. Usage of 50 character alphanumeric product bar codes
4. Creating and printing labels of the mostly known Bar codes such as : EAN 13, EAN 8, UPC A, UPC E, ITF,CODE 25, CODE 39, CODE 128, CODABAR, MSI, POSTNET.
5. Supports non-stock and non-depleting product codes.
6. Several sale prices for each product.
7. Usage separate product descriptions in invoices and purchase orders.
8. You can group products in storage location, departments and types.
9. Calculating real-time on hand quantity, ordered allocated and available stock levels when orders or invoices are entering.
10. This inventory system allows conducting payments for obtained products and for ordered products in the purchase orders. It supports partial payments and payment under several orders or receiving orders. The payments arriving for sold products are similarly ensured.
11. Calculating real-time balances for each customer and vendor.
12. Editable templates for invoices and orders
13. Sending documents via emails from inventory program.
14. Printing any inventory report.
15. The inventory management system is protected with data access control. It can restrict the unauthorized users from having full access to the database by limiting their access to certain management or confidential information.
16. The inventory software supports using discounts, shipping and two types of taxes in the invoices and orders.
17. Backup and restore of inventory databases.
18. The inventory software enables you to import/export information from/to csv (comma-separated-value) ,Excel, XML files and QuickBooks.
19. Core IMS Plus v2.0 system has the Expiration date feature. You can track products with a limited time of keeping.
20. The inventory control system works with product serial numbers. Core IMS Plus v2.0 takes in account inbound and out bound serial numbers.
21. The inventory system has powerful security function for multi users using. You can exact to define access rights for each warehouse employee.
22. This inventory software has the return material authorization (RMA) function that tracks product returns and repair estimates for retail, service and manufacturing companies.
This software allows tracking manufacturing operations in work orders.
______________________________________
Hotline:+88 01822911624
Visit us: http://www.coreinformatech.com/
E-mail us: sales@coreinformatech.com
বিস্তারিত পড়ুন

অনলাইনে কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন ও নতুন ভোটার হবেন

অনলাইনে কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন ও নতুন ভোটার হবেন
অ্যাফিলিয়েট মার্কেটিং

26

OCTOBER

অনলাইনে কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন ও নতুন ভোটার হবেন

তিদিন হাজার হাজার নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোগান্তিতে পড়ছেন। আমরা অনেকেই জানিনা বর্তমানে অনলাইনে আবেদন করে নতুন ভোটার হওয়া যায়। তাছাড়া জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডির জন্য আবেদন করে সংশোধন করা যায়। একইসঙ্গে হারিয়ে গেলে, কোনো তথ্য সংশোধন বা ছবি পরিবর্তনও করা যাবে অনলাইনে। সচিত্রে আলোচনা দেখে খুব সহজেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের ছবি পরিবর্তন, তথ্য পরিবর্তন ও নতুন ভোটার হবার বিস্তারিত নিয়মকানুন জানতে পারবেন। জেনে নিন বিস্তারিত-
অনলাইনে জাতীয় পরিচয়পত্রের কি কি পরিবর্তন আপনি নিজেই করতে পারবেন ?
  • তথ্য পরিবর্তন
  • ঠিকানা পরিবর্তন
  • ভোটার এলাকা স্থানান্তর
  • পুনঃমূদ্রণ
  • ছবি পরিবর্তন
  • আবেদনপত্রের হাল অবস্থা

কিভাবে ছবি পরিবর্তন ও তথ্য হালনাগাদ ও আপনার সকল ডাটাবেজ দেখতে পারবেন?

প্রথমে রেজিষ্ট্রেশন করতে এই লিংকে যান>>> https://services.nidw.gov.bd/registration
(এই সাইট https ফরম্যাটে হওয়াতে আপনার ফায়ারফক্স ব্রাউজারে এটা লেখা আসতে পারে This Connection is Untrusted সেক্ষেত্রে সমাধান হলো প্রথমে I Understand the Risks ক্লিক করেন তারপর ।
  1. On the warning page, click I Understand the Risks.
  2. Click “Add Exception‘…. The Add Security Exception dialog will appear.
  3. Click “Confirm Security Exception” ক্লিক করুন সাইট চলে আসবে । )

কারা অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন !!

আপনি ভোটার হয়ে থাকলে রেজিষ্ট্রেশন করে এই ওয়েবসাইটের সুবিধা নিন। রেজিষ্ট্রেশন করতে নিন্মের ধাপসমূহ অনুসরণ করুণ-
  • প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন।
  • তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন।
  • পৃন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।
  • তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
এবার রেজিষ্ট্রেশনফরমপুরনকরতেচাই ক্লিক করুন ।
এবার ফরমটি সঠিক ভাবে পুরন করুনঃ
  • এন.আই.ডি নম্বরঃ (আপনার এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয় তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন উদাহরণঃ আপনার কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি এভাবে দিবেন১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)
  • জন্ম তারিখঃ (কার্ড দেখে সিলেক্ট করুন)
  • মোবাইল ফোন নম্বরঃ (আপনার সঠিক মোবাইল নাম্বার দিন কারন মোবাইলে ভেরিফাই কোড পাঠাবে )
  • ইমেইলঃ (ইচ্ছা হলে দিতে পারেন না দিলে সমস্যা নাই, ইমেইল আইডি দিলে পরবর্তীতে লগইন করার সময় ভেরিফাই কোড ইমেইলে সেন্ড করতে পারবেন যদি মোবাইল হাতের কাছে না থাকে)

· বর্তমান ঠিকানা

  • বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন ।

· স্থায়ী ঠিকানা

  • বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন ।

· লগইন পাসওয়ার্ড

  • পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ InfoPedia71
এবার সঠিক ভাবে ক্যাপচা পুরন করুন ছোট হাতের বড় হাতের অক্ষর বা সংখ্যা যা দেওয়া আছে তাই বসান তবে স্পেস দিতে হবেনা ।
এবার “রেজিষ্টার” বাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান
ফরম টি সঠিক ও সফল ভাবে রেজিস্টার করার পর দেখুন আপনার মোবাইলে ভেরিফাই কোড এসেছে ও ব্রাউজারে ঐ কোড সামমিট করার অপশন এসেছে , নিচের ছবির মত স্থানে আপনার মোবাইলেরভেরিফিকেশন কোড বাসান ও রেজিস্টার বাঁটনে ক্লিক করুন ।
(২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুন রায় কোড পাঠান (SMS) ক্লিক করুন)

সঠিক ভাবে কোড প্রবেশ করার পর আপনার Account Active হয়ে যাবে এবার নিচের ছবির মত পেইজ আসবে আপনাকে লগইন করতে বলা হবে অথবা লগইন লিংক>>https://services.nidw.gov.bd/login
লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্মতারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে ।
রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা নাহলে ইমেইলে সিলেক্ট করুন ।
এবার সামনে ক্লিক করুন ।

এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাই কোড বসিয়ে লগইন করুন ।

২ মিনিটের মধ্যে যদি কোড না আসে তবে “পুনরায় কোড পাঠান” বাটনে ক্লিক করুন ।

নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার ডাটাবেজের সব তথ্য দেখা যাবে এবার। নিচের যেকোনো অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।

কিভাবে অনলাইনে নতুন ভোটার হওয়া যাবে ?

অনলাইনে ভোটার হবার আবেদন করতে এই লিংকে যান https://services.nidw.gov.bd/newVoter
আপনার ভোটার তথ্য পুরন করুন । অনলাইনে ভোটার হতে নিচের শর্ত গুলো ভাল করে পড়ে নিন এবং “আমিরাজিনিবন্ধনফরমপূরণকরতেচাই ক্লিক করুন ।

নতুন ভোটার নিবন্ধন !!

১) নতুন ভোটার হিসাবে নিবন্ধন প্রক্রিয়ায় আপনাকে স্বাগত জানাই।
ক) ভূমিকাঃ
  • অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনি সঠিকভাবে ভোটার রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন)
  • আপনি ইতোমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিবন্ধিত ব্যাক্তি পুনরায় আবেদন করলে সেটি দন্ডনীয় অপরাধ
  • নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন
  • বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন ।
খ। ধাপসমূহঃ
  • ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন
  • নিজের পূর্ণনাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পুরণ করুন
  • সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউএর মাধ্যমে সকল তথ্য পুনর্বার যাচাই করে নিন
  • পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিন
  • আপনার প্রদত্ত তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার কার্ড তৈরি হবে
  • কার্ডের রশিদ জমা দিয়ে কার্ড সংগ্রহ করুন
  • ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি জমা দিন
জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত
প্রশ্নঃ কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়?
উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
প্রশ্নঃ কার্ডে কোন সংশোধন করাহলে তার কি কোন রেকর্ড রাখা হবে?
উত্তরঃ সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।
প্রশ্নঃ ভুল ক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কিকি সনদ দাখিল করতে হবে?
উত্তরঃ জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।
প্রশ্নঃ আমি অবিবাহিত। আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখাহ য়েছে। কিভাবে তা সংশোধন করা যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি?
উত্তরঃ নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করে NID Registration Wing/ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন ID Card থেকেস্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে?
উত্তরঃ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কি ভাবেসংযুক্তকরতে পারি?
উত্তরঃ প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামাসহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
প্রশ্নঃ আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি?
উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উলেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।
প্রশ্নঃ আমার ID Card এরছবি অস্পষ্টছবি পরিবর্তন করতেহলে কি করা দরকার?
উত্তরঃ এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
১০প্রশ্নঃ নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?
উত্তরঃ এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।
১১প্রশ্নঃ নিজের ডাক নাম বা অন্যনামেনিবন্ধিত হলে সংশোধনে রজন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?
উত্তরঃ এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/ স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি,ওয়ারিশ সনদ,ইউনিয়ন/পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।
১২প্রশ্নঃ পিতা/মাতাকে ‘মৃত’ উল্লেখ করতে চাইলে কিকি সনদ দাখিল করতে হয়?
উত্তরঃ পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে।
১৩প্রশ্নঃ ঠিকানা কিভাবে পরিবর্তনসংশোধন করা যায়?
উত্তরঃ শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারনেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/ থানা নির্বাচন অফিসে ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।
১৪প্রশ্নঃ আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র ফলে বয়স্কভাতা বাঅন্য কোন ভাতা খুব প্রয়োজনকিন্তু নির্দিষ্ট বয়স নাহওয়ারফলেকোন সরকারী সুবিধা পাচ্ছিনালোকে বলে ID Card –এ বয়সটা বাড়ালে ঐ সকল ভাতা পাওয়া যাবে?
উত্তরঃ ID Card এ প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতিত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামানিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।
১৫প্রশ্নঃ একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্ন ভাবে লেখাহয়েছে কিভাবে তাসংশোধনকরাযায়?
উত্তরঃ সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে NID Registration Wing/ উপজেলা/ জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে।
১৬প্রশ্নঃ আমি পাশনাকরে ও অজ্ঞতা বশতঃশিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদুর্দ্ধ লিখেছিলাম এখন আমার বয়স বাঅন্যান্যতথ্যা দিসংশোধনের উপায়কি?
উত্তরঃ আপনি ম্যাজিট্রেট আদালতে এস.এস.সি পাশ করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।
১৭প্রশ্নঃ ID Card অন্য ব্যক্তির তথ্য চলেএ সেছেএ ভুল কি ভাবে সংশোধন করা যাবে?
উত্তরঃ ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।
১৮প্রশ্নঃ রক্তের গ্রুপ অন্তর্ভূক্ত বা সংশোধনের জন্য কি করতে হয়?
উত্তরঃ রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনোসটিক রিপোর্ট দাখিল করতে হয়।
১৯প্রশ্নঃবয়সজন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি?
উত্তরঃ এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
২০প্রশ্নঃ স্বাক্ষর পরিবর্তন করতে চাইকিভাবে করতে পারি?
উত্তরঃ নতুন স্বাক্ষর এর নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।
২১প্রশ্নঃ আমার জন্মতারিখ যথাযথ ভাবে লেখা হয় নিআমার কাছে প্রামাণিক কোন দলিল নেইকিভাবে সংশোধনকরাযাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২২প্রশ্নঃএকটি কার্ড কতবা রসংশোধন করা যায়?
উত্তরঃ এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। তবে যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না।
প্রশ্নঃ ID Card হারিয়ে গিয়েছে। কিভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তরঃ নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
প্রশ্নঃ হারা নোআইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোন ফি দিতে হয়?
উত্তরঃ এখনো হারানো কার্ড পেতে কোন প্রকার ফি দিতে হয় না। তবে ভবিষ্যতে হারানো আইডি কার্ড পেতে/সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য করা হবে।
প্রশ্নঃ হারানো সংশোধন একই সাথে করাযায় কি?
উত্তরঃ হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।
প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডিকার্ড কি ভাবে সংশোধন করব?
উত্তরঃ প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।
প্রশ্নঃ প্রাপ্তিস্বীকার পত্র / স্লিপ হারালে করণীয় কি?
উত্তরঃ স্লিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা দিতে হবে।
প্রশ্নঃ প্রাপ্তিস্বীকারপত্র / ID Card হারিয়ে গেছে কিন্তু কোন Document নেইবা NID নম্বরভোটার নম্বরস্লিপেরনম্বরনেইসেক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ করে NID Registration Wing/ উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।
প্রশ্নঃ জাতীয় পরিচয় পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদিপরিবর্তন কি ভাবে সম্ভব?
উত্তরঃজাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ সংক্রান্ত কাগজপত্রাদি সহ আবেদন করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।
প্রশ্নঃ জাতীয় পরিচয়পত্রের মান বর্তমানে তেমন ভালো না এটা কি ভবিষ্যতে উন্নতকরা রসম্ভাব না আছে?
উত্তরঃ হ্যাঁ। আগামীতে স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য কাযর্ক্রম চলমান আছে যাতে অনেক উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ থাকবে এবং মান অনেক উন্নত হবে।
প্রশ্নঃ আমি যথাসময়ে ভোটার হিসেবে Registration করতে পারিনিএখন কি করা যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে যথাযথ কারণ উল্লেখপূর্বক আবেদন করতে পারেন।
প্রশ্নঃ আমি বিদেশে অবস্থানের কারণে Voter Registration করতে পারিনিএখন কি ভাবে করতে পারবো?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে বাংলাদেশ পাসপোর্ট-এর অনুলিপিসহ জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, এসএসসি (প্রযোজ্যক্ষেত্রে) সনদ, ঠিকানার সমর্থনে ইউটিলিটি বিলের কপি বা বাড়ী ভাড়া বা হোল্ডিং ট্যাক্সের রশিদের কপিসহ আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট ফর্মসমূহ পূরণ করতে হবে।
৩।প্রশ্নঃ আমি২০০৭/২০০৮ অথবা ২০০৯/২০১০ সালে ভোটার রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেইসময় আইডিকার্ড গ্রহণকরিনিএখন কিভাবে আইডিকার্ড পেতে পারি?
উত্তরঃ আপনি আপনার ভোটার রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত প্রাপ্তি স্বীকার পত্রটি নিয়ে যে স্থানে ভোটার হয়েছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। যদি সেখানেও না পাওয়া যায় তাহলে প্রাপ্তি রশিদে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যসহ স্বাক্ষর ও সিল দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে যোগাযোগ করা যাবে।
প্রশ্নঃ ভোটার তালিকার নামের সাথে বিভিন্ন খেতাবপেশাধর্মীয় উপাধিপদবী ইত্যাদি যুক্ত করা যাবে কি না?
উত্তরঃ ভোটার তালিকার ডাটাবেজে শুধুমাত্র নাম সংযুক্ত করা হয়, কোন উপাধি বা অর্জিত পদবী তাতে সংযুক্ত করার অবকাশ নাই।
প্রশ্নঃ কোথা হতে ID Card সংগ্রহ করা যাবে?
উত্তরঃ যে এলাকায় ভোটার রেজিস্ট্রেশন করেছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে ID Card সংগ্রহ করা যাবে।
প্রশ্নঃআমি বিদেশে চলে যাবআমার কার্ডকি অন্য কেউ উত্তোলন করতে পারবে?
উত্তরঃ হ্যাঁ । আপনার ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধির যথাযথ ক্ষমতাপত্র ও প্রাপ্তি স্বীকারপত্র (Authorization Letter) নিয়ে তা সংগ্রহ করাতে পারবে।
প্রশ্নঃ কার্ডে ইচ্ছাকৃ তভুল তথ্য দিলে কিহবে?
উত্তরঃ জেল বা জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত হতে পারে।
জাতীয় পরিচয় পত্রন ম্বর১৩ আবার কারো ১৭কেন?
উত্তরঃ ২০০৮ এর পরে যত আইডি কার্ড প্রিন্ট করা হচ্ছে বা পুণঃ তৈরি হচ্ছে সে সকল কার্ডের নম্বর ১৭ ডিজিট হয়ে থাকে।
প্রশ্নঃ বিভিন্ন দলিলে আমার বিভিন্ন বয়স/নাম আছেকোনটা ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
উত্তরঃ এসএসসি অথবা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত বয়স ও নাম। ভবিষ্যতে ৫ম/৮ম সমাপনী পরীক্ষার সনদ ও গ্রহণযোগ্য হবে।লেখাপড়া না জানা থাকলে জন্ম সনদ,পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স দিয়ে ও আবেদন করা যাবে।
১০প্রশ্নঃ আঙ্গুলের ছাপ দিয়ে কি ডুপ্লিকেট এন্ট্রিসনাক্ত করা সম্ভব?
উত্তরঃ হ্যাঁ, সনাক্ত করা সম্ভব।
১১প্রশ্নঃ এক ব্যক্তির পক্ষেকি একাধিক নামেও বয়সে একাধিক কার্ডপাওয়া সম্ভব?
উত্তরঃ না। একজন একটি মাত্র কার্ড করতে পারবেন। তথ্য গোপন করে একাধিক স্থানে ভোটার হলে কেন্দ্রীয় সার্ভারে আঙুলের ছাপ দ্বারা তা ধরা পড়বে এবং তার বিরুদ্ধে মামলা হবে।
১২প্রশ্নঃ নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি কাগজ পত্রাদি প্রয়োজন?
উত্তরঃ জন্ম নিবন্ধন সনদ, এস,এস,সি বা সমমানের পরীক্ষা পাসের সনদ (যদি থাকে), ঠিকানা প্রমানের জন্য কোন ইউটিলিটি বিলের কপি, নাগরিক সনদ, বাবা-মা এবং বিবাহিত হলে স্বামী/স্ত্রীর NID কার্ডের ফটোকপি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, TIN নম্বর (যদি থাকে)।
১৩প্রশ্নঃ আমি খুব দরিদ্র ও বয়স ১৮বছরে রকম১৮ বছরে রউপরে বয়স দেখিয়ে একটি ID Card পেলেগার্মেন্টেসফ্যাক্টরিতে বা অন্য কোথাও চাকুরী পেতে পারিমানবিক কারণে এই পরিস্থিতি বিবেচনা করা যায় কি?
উত্তরঃ না। ১৮ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।মানবিক বিবেচনার কোন সুযোগ নেই।
১৪প্রশ্নঃ আমি ভুলে দুবার রেজিস্ট্রেশন করে ফেলে ছি এখন কিকরবো?
উত্তরঃ যত দ্রুত সম্ভব বিষয়টি সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা জানান। বর্তমানে Finger Print Matching কার্যক্রম চলছে। অচিরেই সকল Duplicate Entry সনাক্ত করা হবে। উল্লেখ্য, যা শাস্তিযোগ্য অপরাধ।
১৫প্রশ্নঃ ID Card আছে কিন্তু ২০০৮ এর সংসদনির্বাচনের সময় ভোটার তালিকায় নাম ছিল নাএরূপ সমস্যাসমাধানে রউপায় কি?
উত্তরঃ অবিলম্বে NID Registration Wing/ উপজেলা/ জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।
১৬প্রশ্নঃ এক জনের কার্ডঅ ন্যজন সংগ্রহ করতে পারবে কি না?
উত্তরঃ ক্ষমতাপত্র ও প্রাপ্তিস্বীকার রশিদ নিয়ে আসলে সংগ্রহ করা যাবে।
১৭প্রশ্নঃ আপনারা বিভিন্ন ফরমের কথা বলেছেনএগুলো কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ NID Registration Wing/উপজেলা/জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে অথবা Website :http://www.ecs.gov.bd বা http://www.nidw.gov.bd থেকে ডাউন-লোড করা যাবে।
১৮প্রশ্নঃ এইসমস্ত ফরমের জন্য কোন মূল্য পরিশোধ করতে হয় কি না?
উত্তরঃ না।

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়

প্রশ্নঃ কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়?
উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
প্রশ্নঃ কার্ডে কোন সংশোধন করা হলে তারকি কোন রেকর্ড রাখা হবে?
উত্তরঃ সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।
প্রশ্নঃ ভুল ক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃতহিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে?
উত্তরঃ জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।
প্রশ্নঃ আমি অবিবাহিত। আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে। কিভাবে তা সংশোধন করা যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি?
উত্তরঃ নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করে NID Registration Wing/ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছেএখন ID Card থেকেস্বামীর নাম বিভাবে বাদ দিতে হবে?
উত্তরঃ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবেসংযুক্তকরতে পারি?
উত্তরঃ প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামাসহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
প্রশ্নঃ আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কি ভাবে করতে পারি?
উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উলেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।
প্রশ্নঃ আমার ID Card এর ছবি অস্পষ্টছবি পরিবর্তন করতে হলে কি করা দর কার?
উত্তরঃ এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
১০প্রশ্নঃ নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?
উত্তরঃ এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।
১১প্রশ্নঃ নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতেহবে?
উত্তরঃ এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/ স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি,ওয়ারিশ সনদ,ইউনিয়ন/পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।
১২প্রশ্নঃ পিতামাতাকে ‘মৃত’ উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হয়?
উত্তরঃ পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে।
১৩প্রশ্নঃ ঠিকানা কিভাবে পরিবর্তনসংশোধন করা যায়?
উত্তরঃ শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারনেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/ থানা নির্বাচন অফিসে ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।
১৪প্রশ্নঃ আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র ফলে বয়স্ক ভাতা বা অন্য কোন ভাতা খুব প্রয়োজন। কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ারফলেকোন সরকারী সুবিধা পাচ্ছিনা। লোকে বলে ID Card –বয়স টা বাড়ালে সকল ভাতা পাওয়া যাবে?
উত্তরঃ ID Card এ প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতিত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামানিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।
র গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনোসটিক রিপোর্ট দাখিল করতে হয়।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্র নবায়ন এবং হারানো বা নষ্ট হলে নতুন জাতীয় পরিচয়পত্র নেয়ার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে লাগেনা।
পরিচয়পত্র নবায়ন করতে সাধারণ ১শ’ টাকা ও জরুরি ১৫০ টাকা দিতে হবে। হারিয়ে ফেললে বা নষ্ট হলে নতুন পরিচয়পত্র নিতে প্রথমবার আবেদনে ২শ’ টাকা, জরুরি ভিত্তিতে ৩শ’ টাকা। দ্বিতীয়বার আবেদনে ৩শ’ টাকা জরুরি ভিত্তিতে ৫শ’ এবং পরবর্তী যে কোনো ৫শ’ টাকা ও জরুরি প্রয়োজনে ১ হাজার টাকা দিতে হবে ।
বর্তমানে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের জাতীয় পরিচয়পত্র রয়েছে। তাদেরকে বিনামূল্যে লেমিনেটে পরিচয়পত্র দেয়া হয়। এর মেয়াদ রয়েছে ১৫ বছর। এ সময়ের পরেই নবায়ন করা যাবে এ পরিচয়পত্র। তবে হারানো বা নষ্ট হলে গেলে ডুপ্লিকেট পরিচয়পত্র সংগ্রহে ইসির পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হয়। এ আবেদনের মাধ্যমে এতদিন বিনামূল্যে পরিচয়পত্র সংগ্রহ করা যেত। এখন থেকে নির্ধারিত ফি ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

তথ্যসুত্র: নির্বাচন কমিশন বাংলাদেশ ও  crimebdnews24
বিস্তারিত পড়ুন