গোপন ফাইল গোপনে রাখবেন যেভাবে

গোপন ফাইল গোপনে রাখবেন যেভাবে

গোপন ফাইল গোপনে রাখবেন যেভাবে









অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার কম্পিউটার অহরহ ব্যবহার হচ্ছে। এ ক্ষেত্রে আপনার অনেক প্রয়োজনীয় ফাইল অরক্ষিত হয়ে পড়ে। আপনি চাচ্ছেন না এই ফাইল অন্য কেউ দেখুক। এ ক্ষেত্রে আপনার নির্ধারিত ফাইলটি লুকিয়ে রাখার প্রয়োজন পড়ে। আর তার জন্য রয়েছে কিছু পদ্ধতি। যা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ফাইলটি কম্পিউটারে গোপন রাখতে পারেন। একই সাথে পাসওর্য়াড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন ফাইলটি।
ফাইল গোপন রাখতে আমরা পাসওর্য়াড ব্যবহার করতে এক্সটা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে থাকি। কিন্তু আমরা এটা মাইক্রোসফট অফিস এক্সেলের মাধ্যমে খুব সহজে করতে পারি। এই পদ্ধতি অনেক নিরাপদ অনান্য সফটওয়্যারের তুলনায়।
কারণ, এতে বিভিন্ন ধরনের ফাইল পাসওর্য়াড দেয়ার অপশন রয়েছে। এবং কেউ বুঝতে পারবে না যে, এক্সেলে আপনার গোপনীয় ফাইল লুকানো আছে।
এ ক্ষেত্রে যদি মাইক্রোসফট অফিস না থাকে তাহলে প্রথমে তা ইনস্টল করে ফেলুন। এরপর মাইক্রোসফট এক্সেল চালু করুন। এরপর “Insert” menu –> object –> “create from file” tab এ click –“Browse” বাটনে ক্লিক করে আপনার ফাইলটি এক্সেল ফাইলটিতে ইনসার্ট (insert)করুন। তারপর এক্সেল ফাইলটি পাসওর্য়াড দিয়ে সেভ করুন। আর যদি ফোল্ডার হয় তাহলে ফোল্ডারটি কে জিপ (zip) করে ফাইল হিসেবে এক্সেল এ ইনসার্ট করে নিন।
বিস্তারিত পড়ুন

প্যাটার্ন লক খোলার উপায়

প্যাটার্ন লক খোলার উপায়


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনে ব্যক্তিগত ছবি, ভিডিও, ফেসবুক, ইমেলসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এগুলোর নিরাপত্তার জন্য আমরা ফোনে বিভিন্ন অ্যাপস ও ডিফল্ড সিকিউড সিস্টেম ব্যবহার করে থাকি। এরমধ্যে অন্যতম হচ্ছে প্যাটার্ন লক।
প্যাটার্ন লক, যা সহজে কেউ ভাঙতে পারে না। তবে এতে সমস্যাও রয়েছে। কয়েকবার ভুল প্যাটার্ন দিলে পুরোপুরি লক হয়ে যায় স্মার্টফোনটি। যা ঠিক করার জন্য ব্যবহারকারীকে গুন্তে হয় বেশ কিছু অর্থ। তবে প্যাটার্ন ভুলে গেলে বা ডিভাইস লক হয়ে গেলে কিছু নিয়ম অনুসরণ করলেই তা খোলা সম্ভব।
§  এক্ষেত্রে যদি আপনার ব্যবহৃত স্মার্টফোনে ইন্টারনেট (ডাটা বা ওয়াই ফাই) কানেকশন করা থাকে তাহলে সুবিধা হয়। ইন্টারনেট কানেকশন থাকলে- প্রথমে প্যাটার্ন অপশনে কয়েকবার ভুল প্যাটার্ন দিন। এরপর একটি অপশন আসবে, Forgot Pattern? এটাতে ট্যাপ করুণ। ট্যাপ করার পর আপনার ব্যবহৃত গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি-মেইল আইডিতে লগইন করা শেষে আপনাকে নতুন প্যটার্ন লক দিতে বলা হবে। নতুন প্যাটার্ন একটিভ করুণ।
§  অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক খোলার একটাই উপায় থাকে ডিভাইসে ফ্যাক্টরি রিস্টোর করা।
§  প্রথমে ভলিউম আপ কি এবং হোম বাটন চেপে ধরুন।
§  একই সাথে পাওয়ার বাটন চেপে ফোনটি অন করুন। ফোন অন হলে বাটনগুলো ছেড়ে দিন।
§  এবার অ্যান্ড্রয়েড রিকভারি মেনু আসবে। এখান থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। এক্ষেত্রে ভলিউম আপ ডাউন বাটনগুলো সিলেকশনের কাজ করবে।
§  এরপর 'নো' এবং ইয়েস এর মধ্য থেকে ইয়েস সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্যে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।
§  মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনের আগের সব ডাটা ডিলেট হয়ে যাবে।
§  'factory reset' সম্পন্ন হলে ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।
তবে মনে রাখতে হবে বিভিন্ন ফোন কোম্পানির স্মার্টফোনের 'রিকভারি মেনুতে' যাওয়ার জন্যে উপরে বর্ণিত বাটনগুলো কাজ নাও হতে পারে। তাই আপনাকে অবশ্যই জানা উচিত আপনার ফোনে কিভাবে রিকভারি মেনু আনতে হয়। এজন্য গুগোল বা ইউটিউবের সাহায্য নিতে পারেন।


বিস্তারিত পড়ুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ জুলাইয়ে

প্রাথমিকে শিক্ষক নিয়োগ জুলাইয়ে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হবে
এই নিয়োগপ্রক্রিয়া। প্রাক-প্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের জন্য নেওয়া পরীক্ষার ফলও জুলাই মাসে প্রকাশিত
হবে বলে জানা গেছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, তৃতীয় প্রাথমিক
শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) অধীনে প্রায় ৩০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
জুলাইয়ের শেষ সপ্তাহে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। আর প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল
আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যে ৩০ হাজার শিক্ষক নিয়োগ
করা হবে তাঁদের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের (তৃতীয় পর্যায়) সহকারী শিক্ষক নিয়োগ করা হবে ১৫ হাজার ৬৭২ জন।
বিদ্যালয়বিহীন গ্রামে নির্মিত নতুন ৬৯১টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ হবেতিন হাজার ৪৪৫ জন।
বাকি প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে রাজস্ব খাতে শূন্যপদে। অবসর, চাকরিচ্যুতি-অব্যাহতি, মৃত্যু, পদত্যাগ
প্রভৃতি কারণে এসব পদ শূন্য হয়েছে।প্রাক-প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয়পর্যায়ের পরীক্ষা গত বছরের
৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জেলার পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষা সর্বশেষ

গত ১২ এপ্রিলে নেওয়া হয়। ওই দুই পরীক্ষার ফল একত্রে প্রকাশ হবে।


বিস্তারিত পড়ুন

মেসির গোলের পেছনে নিউটন তত্ত্ব

মেসির গোলের পেছনে নিউটন তত্ত্ব
মেসির গোলের পেছনে নিউটন তত্ত্ব
স্যার আইজ্যাক নিউটন বেঁচে থাকলে হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারতেন। কারণ নিজেদের অজান্তেই লিওনেল মেসি এবং আন্দ্রে পিরলোরা গোল করার ক্ষেত্রে তার সূত্রের প্রয়োগ ঘটাচ্ছেন। অন্তত এই বিশ্বকাপে মেসির অসামান্য গোলগুলো পদার্থ বিজ্ঞানের সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। কীভাবে? জানতে হলে আপনাকে 'ম্যাগনাস ইফেক্ট' বুঝতে হবে। ভয় পাবেন না এটা অ্যারোডাইমিক্সের মতো জটিল কোনো তত্ত্ব নয়। এটা স্রেফ স্পিন আর বাতাসের কারসাজি। এ ব্যাপারটাই এখন ব্যাখ্যা করা যাক।
ফুটবলে সোয়ার্ভ যতটা পরিচিত টার্ম, 'ম্যাগনাস ইফেক্ট' ততটাই অপরিচিত। বলে শট মারার সময় যে পরিমাণ স্পিন তাতে মেশে, এটাই মারাত্মক করে দেয় 'ম্যাগনাস ইফেক্ট'। প্রথমে এই ইফেক্ট কী, তা বুঝে নেওয়া যাক। শট মারার পর থেকে প্রতি মুহূর্তে বল তীব্র বেগে ঘুরতে থাকে। বলের এভাবে স্পিন করে এগিয়ে যাওয়া গতিপথের উল্টোদিক থেকে আসা বাতাসের ধাক্কায় পাল্টে যেতে থাকে বলের গতিপথ। ব্রাজুকার মতো বল গতি বদল করে বেশি। কারণ এই বলের উপরিভাগের প্যানেল এবং সেলাই আগের বিশ্বকাপের 'জাবুলানি' বলের তুলনায় বেশ কিছুটা 'রাফ'। ফলে ক্রমেই তা বদলে দিতে থাকে বলের অন্তিম গন্তব্য। এর সঙ্গে 'ভিজ্যুয়াল ইলিউশন' মিলিয়ে ব্যাপারটা মারাত্মক হয়ে দাঁড়ায়। এই ভিজ্যুয়াল ইলিউশনের কারণে গোলকিপার বলের আসল গতিপথ থেকে ভিন্ন পথে বলটিকে আসতে দেখেন। ফলে বিভ্রান্ত হয়ে পড়েন প্রতিপক্ষের গোলরক্ষক। মেসি কিংবা পিরলোদের অসামান্য গোলের এটাই কারণ। পজিটিভ ম্যাগনাস ইফেক্টে ডান পায়ের ইনস্টেপে মারা শট যায় ডান দিক থেকে বাঁ দিকে আর বাঁ-পায়ের ইনস্টেপে তা যায় বাঁ দিক থেকে ডান দিকে। একইভাবে আউটস্টেপের শটের ক্ষেত্রে তা 'রিভার্স' হয়ে যায়। শটের গতি বাড়তে থাকলে এবং বলের স্পিন বদলে যেতে থাকলে গন্তব্যও অবিশ্বাস্যভাবে বদলে যায়। এমআইটির অ্যাপ্লাইয়েড ম্যাথমেটিক্সের প্রফেসর জন বুশ তার সাম্প্রতিকতম গবেষণাপত্রে দেখিয়েছেন 'ম্যাগনাস ইফেক্টের' এয়ারোডাইনামিক্স মেনে কীভাবে বদলে যায় ফুটবলের গতিপথ। বল যত মসৃণ হয়, তত স্বাভাবিক গতিপথের উল্টো দিকে যায় বল। যে ব্যাপারটা লক্ষ্য করা গিয়েছিল ১৯৯৭ সালে ফ্রান্সের বিরুদ্ধে নেওয়া রবার্তো কার্লোসের সেই বিখ্যাত ফ্রি-কিকে। যেখানে ফরাসি গোলকিপার ফাবিয়ান বার্থেজকে হতবাক করে দিয়ে বাইরে যেতে যেতে বলটি হঠাৎ পথ বদল করে গোলে ঢুকে গিয়েছিল। এটা জানার পর কি আপনার কাছে মেসির কৃতিত্ব কমে গেল। এটা ভাবলে আপনি ভুল ভাবছেন। ওভাবে ফ্রি-কিক নেওয়ার জন্য রীতিমতো অনুশীলন এবং অধ্যবসায়ের পরিচয় দিতে হয়। পোস্ট থেকে দূরত্ব বুঝে শটে গতি ও স্পিনের সংখ্যা বাড়িয়ে-কমিয়ে যে নিয়ন্ত্রণে শট মারেন মেসিরা 'ম্যাগনাস ইফেক্টের' আসল কারণ এটাই। 'ম্যাগনাস ইফেক্ট' আবিষ্কার করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। ফুটবল মাঠে যার সার্থক প্রয়োগ ঘটাচ্ছেন মেসিরা। ৩২ বছর পর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির করা ফ্রি-কিকের গোল এই 'ম্যাগনাস ইফেক্টের' ফসল। বিশ্বকাপে যত দিন যাবে ফ্রি-কিকে আমরা আরও অলৌকিক গোল দেখতে পাব।
বিস্তারিত পড়ুন

মাহে রমজান কাল শুরু

মাহে রমজান কাল শুরু

বাংলাদেশের আকাশে গতকাল শনিবার কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে পবিত্র রমজান মাস অর্থাৎ রোজা শুরু হবে কাল সোমবার থেকে। আজ রোববার দিবাগত রাতে সেহ্রি খেতে হবে। আজ এশার নামাজের পর সারা দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায় শুরু হবে৷

গতকাল সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
পরে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ রোববার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩০ জুন থেকে রমজান মাস গণনা শুরু হবে। এ ছাড়া আগামী ২৫ জুলাই দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে কদর উদ্যাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর শেখ মো. আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।
বিস্তারিত পড়ুন

জাতিসংঘের সেমিনারে সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান

জাতিসংঘের সেমিনারে সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান

Groupজাতিসংঘ কতৃক আয়োজিত ২০১৫ সালোত্তর বিশ্বব্যাপী সহ¯্রাব্দ উন্নয়ন বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাস্তবায়ন পরিস্থিতি বিষয়ক এক সেমিনারে অংশগ্রহন করেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান। ৯ জুন ২০১৪তারিখে শুরু হওয়া ৫ দিন ব্যাপী আয়োজিত এই সেমিনারে বিশ্বের ২৫ টি দেশ থেকে ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহন করে। বাংলাদেশের একমাত্র আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে জনাব সরওয়ার জাহান এই সেমিনারে অংশগ্রহন করেন।
সেমিনারের উদ্ধোধন করেন জাতিসংঘের যুগ্ন মহাসচিব জেন এলিসন। এই সময় তিনি বৈশ্বিক মানবাধিকার সমুন্নত রাখতে এবং ভবিষ্যত উন্নয়ন পরিকল্লনায় জাতিসংঘ কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তা বিস্তারিত তুলে ধরেন। এই ক্ষেত্রে জাতিসংঘকে নতুন নতুন যে সব চ্যালেঞ্জের মুকোমুখি হতে হবে তাও তিনি তুলে ধরেন।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও ক্যাথি কেলভিন, জাতিসংঘ এসোসিয়েসনের সেক্রেটারি জেনারেল জনাব বনিয়ান গোলমোহাম্মাদী সহ আমন্ত্রিত প্রতিনিধিরা। সেমিনারের শেষ দিন বিশ্বকে বদলে দেওয়া নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবন ও নেতৃত্ব নিয়ে মুক্ত আলোচনা করা হয় যাতে অংশগ্রহন করেন আমন্ত্রিত অতিথিরা। এই সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারী হার্ভে লাডউস।
বিস্তারিত পড়ুন

ডেনমার্কে নির্মাণ হলো প্রথম মসজিদ

ডেনমার্কে নির্মাণ হলো প্রথম মসজিদ

ডেনমার্কে নির্মাণ হলো প্রথম মসজিদ



















ডেনমার্কে এই প্রথমবারের মতো নির্মাণ করা হলো মসজিদ। কাতারের দেওয়া অনুদানে কোপেনহেগেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিটিতে নির্মাণ করা হয়েছে মসজিদটি। বৃহস্পতিবার মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে।

গতকাল এএফপির খবরে জানানো হয়, কাতারের দেওয়া ২১০ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা (দুই কোটি ৭২ লাখ ডলার) অনুদানে দেশটিতে প্রথমবারের মতো মসজিদটি নির্মাণ করা হয়। এতে স্থানীয় মুসলিম নাগরিকেরা বেশ উচ্ছ্বসিত।

ডেনমার্কে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় সংখ্যালঘু হলো মুসলিমরা। এখানে প্রায় দুই লাখ মুসলিম নাগরিক বাস করেন। কোপেনহেগেনের মুসলিম কমিউনিটি বেশ আগে থেকেই ৭২ হাজার ১১৮ বর্গফুটের একটি কমপ্লেক্স দাবি করে আসছিল। সেখানে একটি মসজিদ, একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি টেলিভিশন স্টুডিও ও একটি ব্যায়ামাগার রয়েছে।

ড্যানিশ পিপলস পার্টির (ডিপিপি) একজন নেতা ক্রিস্টিয়ান থালসেন ডাল বলেন, কাতারের সরকার রক্ষণশীল। তাই তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই মসজিদটির ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করবে। এ কারণে ড্যানিশ সোসাইটির সঙ্গে মুসলমানদের সম্প্রীতি ব্যাহত হবে।

ড্যানিশ ইসলামিক কাউন্সিলের মুখপাত্র ও মসজিদটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ আল মায়মউনি বলেন, ‘আমরা কাতারের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। মসজিদটি ব্যবহারে ড্যানিশ ইসলামিক কাউন্সিলের পুরোপুরি অধিকার থাকবে। 
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ায় ডিজিটাল মেলা

       কুতুবদিয়ায় ডিজিটাল মেলা
                                        কুতুবদিয়ায় ডিজিটাল মেলায় অংশ গ্রহণ করে 
                                                  প্রথম স্থান ছিনিয়ে নিলেন
                                        কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ।
                                                  অংশ গ্রহণের কিছু ছবি....





বিস্তারিত পড়ুন

জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করুন

জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করুন





চট্টগ্রাম, ১৪ জুন ১৪ (সিটিজি টাইমস) ::  ভোটারদের বিভিন্ন ভোগান্তির হাত থেকে রক্ষা জনগণের সুবিধার্থে এখন থেকে সব ভোটারের জাতীয় পরিচিতি ভোটার নম্বরসহ বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভোটাররা রেজিস্ট্রেশন করে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ তথ্য ওয়েবসাইটে দেখতে পারবেন। বর্তমানে প্রায় কোটি ভোটারের তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজে রয়েছে
নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় পরিচিতি ভোটার নম্বর ওয়েবসাইটে প্রকাশে মত দিয়ে কমিশনার আবদুল মোবারক একটি অনানুষ্ঠানিক নোট প্রধান নির্বাচন কমিশন বরাবর পাঠান। ওই নোটের ভিত্তিতে ভোটারের তথ্য ওয়েবসাইটে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়। এর পরই নির্বাচন কমিশন প্রক্রিয়া সম্পন্ন করেন
ওই নোটে বলা, জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেললে থানায় ডায়েরি করতে হয়। কিন্তু পরিচিতি নম্বর স্মরণ না থাকলে থানায় ডায়েরি নেয় না। ডায়েরি না থাকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগও (এনআইডি) আবেদন গ্রহণ করে না। নির্বাচনের সময় ভোটার নম্বর না জানা থাকলে সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটার তালিকায় খুঁজতে অনীহা প্রকাশ করেন। কারণে জাতীয় পরিচয়পত্র হাতে থাকা সত্ত্বেও অনেক ভোটার ভোট দিতে ব্যর্থ হন
এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্কুল কলেজে ভর্তির দরখাস্ত করা, ট্রেড লাইসেন্স অন্যান্য লাইসেন্সের জন্য ভোটার পরিচিতি নম্বর প্রয়োজন হয়। জনগণকে এসব ভোগান্তি থেকে বাঁচানোর জন্য সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে
ভোটারদের তথ্য ওয়েব সাইটে প্রকাশের ব্যাপারে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন  বলেন, ‘ভোটারদের সুবিধার্থে ভোটারের পরিচিতি, ভোটার নম্বর তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাদের দেয়া তথ্যগুলোর মধ্যে কোন তথ্য ভুল হয়েছে তা তারা জানতে পারবে। পরে তারা ভুল সংশোধন করার জন্য আবেদনও করতে পারবেন।
ভোটারদের ব্যক্তিগত তথ্য চুরি বা বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ সেবা পেতে হলে প্রত্যেক ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে তাদের একটি করে পাসওয়ার্ড দেয়া হবে। তারপরই সেই ব্যক্তিকে একসেসের অনুমতি দেয়া হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের কাজ শুরু হয়। সে সময় ভোটার ছিল কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮। ২০০৯ সালের হালনাগাদ হয় একবার। ২০১২ সালে হালনাগাদে ভোটার বাড়ে প্রায় ৭০ লাখ। বর্তমানে কোটির বেশি ভোটারের তথ্য ইসির ডাটাবেজে সংরক্ষিত রয়েছে
যেভাবে ভেরিফাই করবেন:
প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd/Bangla প্রবেশ করতে হবে। এরপর ওয়েব পেজের ডানদিকের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের ওয়েব লিংকে ক্লিক অথবা সরাসরি লিঙ্কে (www.nidw.gov.bd) (সরাসরি) যেতে হবে। তারপর বামপাশে তৃতীয় লাইনেভেরিফাই এনআইডি লিংকে ক্লিক করলে লগিং অপশন আসবে। এর পাশেই রেজিস্ট্রার বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এবার ফর্মটা পূরণ করুন। -মেইল, মোবাইল নম্বর দিন, এনআইডি ঘরে আপনার জন্ম তারিখ দিয়ে হুবহু আইডি নম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখুন।এবার সাবমিট বাটনে ক্লিক করুন
নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান যে, প্রকল্পটি পরীক্ষাধীন অবস্থায় থাকার কারণে একসেসে সমস্যা হতে পারে। তবে নির্বাচন কমিশনের ইন্টারনাল সার্ভারের মাধ্যমে ভোটারদের তথ্য দেখা যাচ্ছে। খুব শিগগিরই সব জটিলতা নিরসন করে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

বিস্তারিত পড়ুন