জাতীয় পরিচয়পত্রের তথ্য এখন আপনার মোবাইলে

জাতীয় পরিচয়পত্রের তথ্য এখন আপনার মোবাইলে

জাতীয় পরিচয়পত্রের তথ্য এখন আপনার মোবাইলে

সংশ্লিষ্ট সূত্র বলছে, ভোটার নম্বর বলতে না পারায় এবং সংশ্লিষ্ট সহকারী প্রিসাইডিং অফিসার ভোটার তালিকায় উপস্থিত ভোটার নম্বর খুঁজে বের করার কষ্ট না করায় অনেক ভোটারকে জাতীয় পরিচয়পত্র হাতে থাকা সত্ত্বেও ভোটদান ব্যতিরেকে ফিরে যেতে হয়েছে। তিনি আরও বলেছেন, বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্কুল কলেজে ভর্তির দরখাস্ত করা, ট্রেড লাইসেন্স ও অন্যান্য লাইসেন্সের জন্য দরখাস্ত করা ইত্যাদি নানাবিধ কাজে জাতীয় পরিচিতি নম্বর ও কোনো কোনো ক্ষেত্রে ভোটার নম্বর উল্লেখ করতে হয়। এ অবস্থায় জনগণের সুবিধার্থে ব্যক্তির নাম, পিতা বা স্বামীর নাম, মায়ের নাম, স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, জাতীয় পরিচিতি নম্বর ও ভোটার নম্বর শুধু পাঠযোগ্য করে ওয়েবসাইটে প্রকাশ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
nid
গত বৃহস্পতিবার কমিশন সভায় ওই প্রস্তাব নাকচ হয়ে যায়। তবে ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় পরিচয় অনুবিভাগ নতুন একটি প্রস্তাবনা তৈরি করে। এতে সংশ্লিষ্ট ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজস্ব পাসওয়ার্ড ও ইউজার নামের মাধ্যমে তথ্য দেখতে পারবে। এক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি। এর আগে একই প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার চেয়ে আবেদন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের বিশেষ শাখা (এসবি), সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুরেলটরি কমিশন (বিটিআরসি), পরিসংখ্যান ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, সমাজসেবা অধিদফতর এবং ডিজিটাল স্বাক্ষর প্রদানকারী কর্তৃপক্ষ। ওই সব আবেদনও বিবেচনায় রেখে প্রবেশাধিকার দেয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসি।
এদিকে ইসির তথ্যভাণ্ডার থেকে আরও তিন ধরনের তথ্য পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কমিশন সভায় নতুন তথ্য দেয়ার বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। ফলে আগের ৬ ধরনের তথ্যের পাশাপাশি এখন থেকে ভোটারদের স্বামী বা পিতার নাম ও ঠিকানা যাচাইয়ের সুযোগ পাবে বাংলাদেশ ব্যাংক। ২০১২ সাল থেকে ৬ ধরনের তথ্য সরাসরি অনলাইনের মাধ্যমে পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতদিন ভোটারের নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ ও ছবি দেখতে পেত। এর সঙ্গে নতুন তথ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হল।
চাকরির দরখাস্ত, ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন কাজে জনগণের সুবিধার্থে নাগরিকদের ছয় ধরনের তথ্য ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে একটি প্রস্তাবনা ইসির বৈঠকে উত্থাপন করা হয়। এতে নাগরিকদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ভোটার নম্বর শুধু পাঠযোগ্য করে ওয়েবসাইটে প্রকাশ করার বিষয়ে প্রস্তাব করা হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের একটি প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বিষয়টি বৈঠকের এজেন্ডাভুক্ত করা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে বলা হয়, ভোটারদের পরিচিতি নম্বর, ভোটার নম্বরসহ অন্যান্য তথ্য-উপাত্ত ওয়েবসাইটে প্রকাশ করা হলে গোপনীয়তা লংঘন হতে পারে। অপরাধীরা এ সুযোগকে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। বৈঠকে আরও বলা হয়, তথ্য প্রকাশের ফলে ভোটাররা ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়াও এনআইডি আইনের সঙ্গে সাংঘর্ষিকও। জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩-এর ধারা ১৩(২) অনুযায়ী কমিশনে সংরক্ষিত তথ্য-উপাত্ত গোপনীয় বলে বিবেচিত।
বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক প্রস্তাব প্রত্যাহার করে নেন বলে জানা গেছে। তবে ব্যক্তিগতভাবে যাতে ভোটাররা নিজেদের তথ্য দেখতে পারেন সে প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাওয়া হলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, অনলাইনে ভোটাররা যাতে শুধু নিজেদের তথ্য-উপাত্ত দেখতে পারেন, এমনভাবে তথ্য-উপাত্ত প্রকাশের প্রস্তাব কমিশন সভায় উত্থাপন করা হয়েছিল। কমিশন বিষয়টি আরও পর্যালোচনা করে পরের সভায় উত্থাপন করতে বলেছে।
তিনি বলেন, ভোটাররা রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে শুধু নিজের তথ্য ওয়েবসাইটে দেখতে পারবেন। একজনের তথ্য আরেকজন দেখতে পাবেন না। অনলাইনে ডাটাবেজ সংশোধনসহ নানা সুযোগ-সুবিধা পেতে পারবেন। এতে নাগরিক ভোগান্তি কমে আসবে। সূত্র জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩-এর ধারা ১৩(২) অনুযায়ী কমিশনে সংরক্ষিত তথ্য-উপাত্ত গোপনীয় বলে বিবেচিত। তবে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক জনগণের সুবিধার্থে ৬ ধরনের তথ্য-উপাত্ত ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে একটি নোট দেয়ার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে ইসি। একই ধরনের নোট অন্য কমিশনারদের দিয়েছেন তিনি।
তথ্য-উপাত্ত ওয়েবাসইটে প্রকাশের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেছেন, কোন লোক তার জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেললে তদস্থলে একটি পরিচয়পত্র পাওয়ার নিমিত্ত থানায় ডায়েরি করে তার কপিসহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করত হয়। এহেন পরিস্থিতিতে যদি তার জাতীয় পরিচিতি নম্বর স্মরণে বা কোথাও রেকর্ড করা না থাকে তখন সেই নম্বরবিহীন দরখাস্তের ভিত্তিতে থানায় ডায়েরি লেখে না এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগও দরখাস্ত গ্রহণ করে না।
ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.mcc.nid
বিস্তারিত পড়ুন

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধ দিবস.. সফল হোক

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধ দিবস.. সফল হোক


► একটি মেয়ে যখন আপনার বোন,তখন আপনি তার "দায়িত্ববোধ" অনুভব করতে পারেন

► একটি মেয়ে যখন আপনার বন্ধু, তখন আপনি তার "আবেগ" অনুভব করতে পারেন
► একটি মেয়ে যখন আপনার প্রেমিকা, তখন আপনি তার "প্রবল অনুরাগ" অনুভব করতে পারেন
► একটি মেয়ে যখন আপনার স্ত্রী, তখন আপনি তার "ত্যাগ ও ধৈর্য" অনুভব করতে পারেন
► একটি মেয়ে যখন আপনার সন্তান, তখন আপনি তার "নিষ্পাপতা" অনুভব করতে পারেন
► একটি মেয়ে যখন আপনার মা, তখন আপনি তাঁর "প্রকৃত ভালোবাসা" অনুভব করতে পারেন ✿
একটি মেয়ে,স্রষ্টার অন্যতম সেরা সৃষ্টি।।
ইভটিজিং এর পূর্বে আরেকবার ভেবে দেখবেন কি ??
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধ দিবস.. সফল হোক
বিস্তারিত পড়ুন

ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

অ-অ+
বন্ধুদের লেখা কিংবা ছবির মাধ্যমে ধন্যবাদ জানানোর বিষয় তো পুরনো হয়ে গেল। এবার ধন্যবাদ জানানোর জন্য তাই প্রয়োজন নতুন কোনো বিষয়। আর এ ক্ষেত্রে ভিডিও ব্যবহারে আসতে পারে নতুনত্ব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ফেসবুকের টুলের সাহায্যেই এ 'Say Thanks' ভিডিও বানানো সম্ভব। এ জন্য ফেসবুকের থিম ও পুরনো পোস্ট ব্যবহার করা যাবে। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করা পুরনো পোস্ট ও ফটো কাজে লাগিয়ে এ পোস্ট করা সম্ভব।
যেভাবে বানাবেন :
১. ফেসবুকে লগইন করে লিখুন www.facebook.com/thanks
২. এরপর একজন বন্ধুর নামে ক্লিক করুন।
৩. থিম পছন্দ করুন। বন্ধু, পুরনো বন্ধু বা পরিবারের সদস্য।
৪. ভিডিওতে সংযোজনের জন্য আপনার টাইমলাইন থেকে ছবি ও পোস্ট পছন্দ করুন।
মনে রাখবেন আপনার ভিডিওর জন্য কমপক্ষে পাঁচটি ছবি বা পোস্ট সিলেক্ট করতে হবে। আপনার ভিডিও রেডি হয়ে গেলে তা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন। আপনি ও আপনার বন্ধু উভয়ই এতে ট্যাগ করা থাকবেন। আপনার ফেসবুকের ওয়ালে যদি এটি শেয়ার করতে চান তাহলে 'পোস্ট'-এ ক্লিক করুন।
বিস্তারিত পড়ুন

ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?

ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?

ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?

ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন?

ব্যাপারটা খুব সচরাচর দেখা যায়। তবে কী কারণে মেয়েরা সেটা করে তা বলা মুশকিল। তবে ওড়না ঠিক করার ধরণভেদে সেটার বিভিন্ন অর্থ হতে পারে।
ধরণ একঃ (মাথায় ওড়না ঠিক করা)
কোনো মেয়ের গলায় ওড়না আছে এবং কোনো পুরুষ বা ছেলে সামনে আসলে সেটা মাথায় তুলে দিচ্ছে বা ঠিকভাবে পরে নিচ্ছে। এটার কারণ মা বাবার শেখানো পারিবারিক মূল্যবোধ। মায়েরা খুব ছোটোবেলা থেকেই মেয়েদের সব ব্যাপারে বিভিন্ন আচরণের ধরণ বুঝিয়ে দিতে বা শেখাতে থাকেন যেগুলো সাধারণত সমাজে গ্রহণযোগ্য। এদিক থেকে একটা মেয়ে এই পরিবেশে বেড়ে উঠার কারণে তার মধ্যে স্বাভাবিকভাবেই মাথায় ওড়না ঠিক করে দেয়ার অভ্যেস গড়ে ওঠতে পারে।
ধরণ দুইঃ (বুকে ওড়না ঠিক করা )
নারীদেহের যে কয়েকটি অঙ্গ বাহ্যিকভাবে খুব তাড়াতাড়ি কারো নজরে আসে তা্র মধ্যে স্তন একটি অঙ্গ। ধরুন কোনো মেয়ের গলায় ওড়না আছে। গলায় ওড়না থাকাবস্থায় একটা পুরুষ/ছেলে নজরে পড়লেই মেয়েরা বুকের অংশের ওড়নাটুকু ঠিকঠাক করে নেয় যাতে স্তনের দিকে দৃষ্টি না পড়ে যায়। এইভাবে ওড়না ঠিক করে নেয়ার কাজটি তারা খুব তড়িঘড়ি করে শেষ করে রাখে। এক্ষেত্রেও হয়তো পারিবারিক শিক্ষার প্রভাবটা থাকে যে শিক্ষাটা ছোটোকাল থেকে একটা মেয়ে তার মায়ের বা নিকটাত্মীয় কোনো মহিলার কাছে পায়।
মেয়েরা ছেলেদের দেখলেই বার বার ওড়না ঠিক করে তা ঠিক। তবে কেন করে তা বোঝা বড়ই মুশকিল। কারণ মেয়েদের মন বোঝার সাধ্য কারো নেই। তবে ধারণা, সব ছেলেদের দেখেই মেয়েরা এমনটা করে না। যে ছেলে দেখতে ভালো, হ্যান্ডসাম, শুধুমাত্র তার সামনেই এমনটা করে। মেয়েরা তার সামনের হ্যান্ডসাম ছেলেটিকে দেখে আকর্ষণ বোধ করে। ভাবে ওই ছেলেটির সামনে সেই একমাত্র সুন্দরী এবং ধারণা করে নেয় যে ছেলেটি তাকে কোনো না কোনোভাবে দেখছে। তখন মেয়েটি মনের মধ্যে একটা ভালো লাগার উত্তেজনা অনুভব করে, অর্থাৎ অস্থিরতা অনুভব করে। যার কারণে মেয়েটি কি করবে বুঝতে না পেরে বা অস্থিরতা সামাল দিতেই বার বার ওড়না ঠিক করে।
বিস্তারিত পড়ুন

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
https://www.facebook.com/kamrulcmtk Facebook Like Page:


চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

Class 1:
HSC পরীক্ষার্থীদের (2014-2015) ব্যাচ এর জন্য সু-খবর:
যারা এখন ও ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু-ই জানে না তাদের জন্য এই কোর্স:
ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। 
এর মধ্যে :-
১নং:-ওয়েব পেজ কি?
২নং:-ওয়েব সাইট কি?
৩নং:-আইপি অ্যাড্রেস কি?
৪নং:-ডোমেইন নেম কি?
৫নং:-ওয়েব ব্রাউজার কি?
ইত্যাদি সস্পর্কে ভালো জ্ঞান লাভ করতে হবে।তাহলেই ওয়েব ডিজাইন সম্পর্কে এবং সব প্রশ্নের উত্তর দিতে পারবে।

সবগুলোর প্রশ্নের উত্তর জানতে চাইলে এবং পরবর্তী লেকচার পাবার জন্যে ,
কষ্ট করে লাইক এবং কমেন্ট করতে হবে।

নোট: Class 1: এর প্রশ্নের উত্তর গুলো Class 2:তে দেওয়া হয়েছে ।
বিস্তারিত পড়ুন

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
https://www.facebook.com/kamrulcmtk Facebook Like Page:


চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
Class 3:
HSC পরীক্ষার্থীদের (2014-2015) ব্যাচ এর জন্য সু-খবর:
যারা এখন ও ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু-ই জানে না তাদের জন্য এই কোর্স:
ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। 

প্রশ্ন:ওয়েব পেজের বিষয়বস্তু কি কি হতে পারে?
উত্তর: ওয়েব পেজের অনেক গুলো বিষয় আছে। যেগুলো ছাড়া ওয়েব পেজ তৈরি হয় না। তার মধ্যে-
১ নং:- টেক্সট বা লেখা
২ নং:- ছবি বা পিকচার
৩ নং:- গ্রাফিক্স
৪ নং:- অ্যানিমেশন
৫নং:- ডেটা ফাইল
৬ নং:- অডিও
৭ নং:-ভিডিও ইত্যাদি এবং অন্য কোন পেজের লিংক থাকতে পারে।


প্রশ্ন: ছয়টি ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের নাম লিখ ।
উত্তর:ছয়টি ওয়েব ব্রাউজার:
১নং:- Mozilla Firefox
২নং:-Google Chrome
৩নং:-Internet Explorer
৪নং:-Netscape Communicator
৫নং:-Safari
৬নং:-Opera Mini

ছয়টি সার্চ ইঞ্জিনের নাম:-
১নং:-www.google.com
২নং:-www.yahoo.com
৩নং:-www.bing.com
৪নং:-www.wow.com
৫নং:-www.info.com
৬নং:-www.ask.com

প্রশ্ন: ওয়েব সাইট কত প্রকার ও কি কি? সংক্ষিপ্ত বর্ণনা কর।
উত্তর: ওয়েব সাইট দুই প্রকার।
১নং:- স্ট্যাটিক ওয়েব সাইট( Static Website)
২নং:- ডাইনামিক ওয়েব সাইট( Dynamic Website)

স্ট্যাটিক ওয়েব সাইট( Static Website):-যে সকল ওয়েবসাইটের ডেটার মান চালু করার পর থেকে পরিবর্তন করা যায় না , তাকে স্ট্যাটিক ওয়েব সাইট বলে।
যেমন:শুধু মাত্র HTML দ্বারা তৈরি করা ওয়েব সাইট।

ডাইনামিক ওয়েব সাইট( Dynamic Website):-যে সকল ওয়েবসাইটের ডেটার মান চালু করার পর
পরিবর্তন করা যায় , তাকে ডাইনামিক ওয়েব সাইট বলে।
যেমন:HTML , PHP, ASP , JAVA , CSS ইত্যাদি দ্বারা তৈরি করা ওয়েব সাইট।

সবগুলোর প্রশ্নের উত্তর জানতে চাইলে এবং পরবর্তী লেকচার পাবার জন্যে ,
কষ্ট করে লাইক এবং কমেন্ট করুন।অপডেট পেয়ে যাবেন।


https://www.facebook.com/kamrulcmtk

বিস্তারিত পড়ুন

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
https://www.facebook.com/kamrulcmtk Facebook Like Page:

চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
Class 2:
HSC পরীক্ষার্থীদের (2014-2015) ব্যাচ এর জন্য সু-খবর:
যারা এখন ও ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু-ই জানে না তাদের জন্য এই কোর্স:
ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। 

প্রশ্ন:ওয়েব পেজ কাকে বলে?
উত্তর: ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে।
যেমন: facebook.com একটা ওয়েব সাইট, এখানে অনেক গুলো পেজ আছে , ঐ পেজ ‍গুলো কোন না কোন সার্ভারে রাখা আছে । তাই আমরা পেজ গুলো দেখতে পাচ্ছি।

প্রশ্ন: ওয়েব সাইট কাকে বলে?
উত্তর: ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোন কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন , যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় , তাকে ওয়েব সাইট বলে।
যেমন: facebook.com একটা ওয়েব সাইট, যেখানে অনেক গুলো পেজের লিংক আছে , ঐ ‍লিংক গুলোকে একত্রে বলা হচ্ছে ওয়েব সাইট। অর্থাৎ অনেক গুলো লিংক মিলে একটা ওয়েব সাইট হয়।

প্রশ্ন: আইপি অ্যাড্রেস কাকে বলে?
উত্তর: মানুষের নিজের পরিচয়ের জন্য যেমন একটি সুনিদির্ষ্ট বা সুন্দর নাম আছে, ঠিক তেমনি ইন্টরনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি নাম আছে বা আইডেন্টিটি থাকে , যা আইপি অ্যাড্রেস
(IP-Internet Protocol) নামে পরিচিত ।
যেমন:192.168.0.1 একটি আই.পি অ্যাড্রেস।

প্রশ্ন: ডোমেইন নেম কাকে বলে?
উত্তর: আইপি অ্যাড্রেস মনে রাখা থুব কষ্টসাধ্য ব্যাপার। এই কষ্টকর বিষয়টি সহজতর করার জন্য ইন্টানেটে Domain Name System (DNS) নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। Domain Name System হচ্ছে আইপি অ্যাড্রেস এর একটি আলফানিইমেরিক ঠিকানা। অর্থাৎ আইপি অ্যাড্রেসকে নামে Convert করার জন্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
যেমন:-www.facebook.com একটি Domain Name System DNS), এটার আইপি অ্যাড্রেস হচ্ছে --31.13.79.128 ।
যদি আমরা www.facebook.com ঠিকানার পরিবর্তে, আইপি অ্যাড্রেস( 31.13.79.128) দিয়ে সার্চ করি , আমাদেরকে ঠিক acebook ঠিকানায় নিয়ে যাবে।
নোট: আইপি অ্যাড্রেস Change হতে পারে ।

প্রশ্ন: ওয়েব ব্রাউজার কাকে বলে?
উত্তর: যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
যেমন:গুগল ক্রোম, মজিলা, অপেরা মিনি ইত্যাদি।
বিস্তারিত পড়ুন

Change of examination schedule.Southern University Bangladesh

Change of examination schedule.Southern University Bangladesh

Ref: SUB/Reg/Admin-1/01/2014/ Date: 29-10-2014
Subject: Change of examination schedule.
This is for kind information of all concerned Heads of the Departments that, the scheduled examination of 30th October 2014 will be held on 1st November 2014 due to unavoidable situation. Departments are requested to reschedule the examination routines. The university shall remain open on Friday and Saturday, the 31st October & 1st November 2014.
By Order of the authority
Registrar
Southern University Bangladesh
Copy to: All Heads of the Departments.
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটির অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ।। শিল্পের পাশাপাশি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব

সাদার্ন ইউনিভার্সিটির অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ।। শিল্পের পাশাপাশি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব

সাদার্ন ইউনিভার্সিটির অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ।। শিল্পের পাশাপাশি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেনবর্তমান সরকার ২০২১ সাল নাগাদ দেশকে পরিপূর্ণ অর্থে স্বয়ংসম্পূর্ণ কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই লক্ষ্যে বেসরকারি উন্নয়ন বলতে শুধু শিল্প কারখানা বা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন নয়নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষাক্ষেত্রেও আমাদের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েটদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিজিটাল বাংলাদেশের রূপায়নে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ। অনুষ্ঠান উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট সভাপতি ও শিল্পপতি খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানউপ-উপাচার্য প্রফেসর ডাশরীফুজ্জামান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।
খলিলুর রহমান বলেনবাংলাদেশে ক্রমবিকাশমান শিল্প কারখানায় দক্ষ ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে সাদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করে যাচ্ছে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডআব্দুল মোক্তাদীরইসরাত জাহানশফিক উদ্দিন আহমেদআবদুস সালাম ও ইসরাত জাহান। এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৯২ জন শিক্ষার্থী স্নাতক শেষ করেছে।
বিস্তারিত পড়ুন

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে, নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন ?

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে, নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন ?

HARE ON EMAE ON PRINT

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে, নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন ?
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন? এছাড়াও অনেককেই জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ। কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয় জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করলে আশা করি সবাই উপকার পাবেন।
পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর পরিচালকেরকাছে আবেদন করতে হবে। এই আবেদন আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায়।
ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দেওয়ার পর সেখান থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত) দেওয়া হয়। এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।
নাম সংশোধনঃ কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম, পিতা, স্বামী কিংবা মাতার নাম সংশোধন করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-
১। এসএসসি বা সমমান সনদ
২। নাগরিকত্ব সনদ
৩। জন্মনিবন্ধন সনদ
৪। চাকরির প্রমাণপত্র
৫। পাসপোর্ট
৬। নিকাহনামা
৭। পিতা, স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই সত্যায়িত হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করা নথির যার যেটি আছে, শুধু সেটি দিলেই চলবে। যেমন, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম, তাকে এসএসসি বা সমমানের সনদের ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ যদি চাকরি না করেন, তাকে চাকরির প্রমাণপত্র দিতে হবে না। আবার পাসপোর্ট না থাকলে তা দেয়ার দরকার নেই।
নাম পরিবর্তনঃ
জাতীয় পরিচয়পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি (শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেয়ার দরকার নেই), বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তনসংক্রান্ত বিজ্ঞাপনের কপি। নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপিসহ হাজির হতে হবে।
স্বামীর নাম সংযোজন বা বাদ দেওয়াঃ
বিয়ের পর কেউ জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম যুক্ত করতে চাইলে তাকে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আর বিবাহবিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে আবেদনকারীকে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে।
পিতা বা মাতার নাম পরিবর্তনঃ
পিতা বা মাতার নাম পরিবর্তন করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড। পিতা বা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা বা মাতা বা উভয়ে মৃত হলে দিতে হবে ভাই বা বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন।
জন্মতারিখ সংশোধনঃ
যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের, তাদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে।
যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম, তাদের জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগের তারিখে পাওয়া সার্ভিস বুক বা এমপিওর কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সদন, নিকাহনামা, পাসপোর্টের কপি প্রভৃতি। এ ক্ষেত্রে প্রকল্প কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকল্প পরিচালক আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে থাকেন। এ ছাড়া দরকার হলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়।
ঠিকানা সংশোধনঃ
জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান ঠিকানা ও ভোটার এলাকা বদল করার সুযোগ আছে। তবে সারা বছর সেই সুযোগ মেলে না। এটা শুধু ভোটার তালিকা হালনাগাদ করার সময় করা যাবে। বর্তমানে হালনাগাদ করার কাজটি করা হয় শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। সারা বছর ভোটার এলাকা বদলের সুযোগ থাকে না কেন, জানতে চাইলে প্রকল্পের কমিউনিকেশন অফিসার দেবাশীষ কুণ্ডু বলেন, ‘আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। দেখা যায়, একই বছর একাধিক নির্বাচন হয়। একই বছরে কেউ যাতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে না পারেন, তাই সারা বছর ভোটার এলাকা বদলের সুযোগ দেওয়া হয় না।’ হালনাগাদ করার সময় ভোটার এলাকা বদল করতে হলে নতুন ঠিকানার উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে দেওয়া ফরম-১৩ অথবা ফরম-১৪ পূরণ করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
তবে ঠিকানা পরিবর্তন না করে সংশোধন (বানান, বাড়ির নম্বর, সড়ক নম্বর ভুল থাকলে) করার সুযোগ ঢাকার প্রকল্প কার্যালয়ে রয়েছে।এ ছাড়া স্থায়ী ঠিকানা পরিবর্তন বা এর কোনো তথ্য সংশোধনেরও সুযোগ আছে। ঠিকানার ছোটখাটো ভুল সংশোধন বা স্থায়ী ঠিকানা পরিবর্তনের সুযোগ সারা বছরই থাকে। এ জন্য আবেদনপত্রের সঙ্গে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন বিলের যেকোনো একটির কপি বা কর দেওয়ার কপি। আরও জমা দিতে হবে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র। স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ওই ঠিকানায় নিজের নামে বা পিতা বা মাতার নামে থাকা জমি বা ফ্ল্যাটের দলিলের সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।
রক্তের গ্রুপ সংশোধনঃ
রক্তের গ্রুপ সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে।
বিবিধ সংশোধনঃ
জাতীয় পরিচয়পত্রে কোনো নামের আগে পদবি, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না। পিতা বা স্বামী বা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যুর সনদ দাখিল করতে হবে। জীবিত পিতা বা স্বামী বা মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে।
হালনাগাদ কর্মসূচির পরিচয়পত্র সংশোধনঃ
২০০৯ সালে হালনাগাদ কর্মসূচির সময় যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে তাদের ২০১০ সালের ডিসেম্বরের পর প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
পরিচয়পত্র হারিয়ে গেলেঃ
পরিচয়পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর বা আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির মূল কপিসহ প্রকল্প কার্যালয় থেকে নেওয়া ছকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়।
যারা এখনো পরিচয়পত্র ওঠাননিঃ
ঢাকা সিটি করপোরেশনের যেসব বাসিন্দা (ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর থানা ছাড়া) ২০০৭-০৮ সালে পরিচয়পত্রের জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, কিন্তু সেটি সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আর আনেননি, তারা প্রকল্প কার্যালয়ে গিয়ে মূল প্রাপ্তি রসিদ জমা দিয়ে সেই পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
ডিসিসির বাইরে ঢাকা জেলার অন্যান্য উপজেলা বা থানার বাসিন্দা কিংবা দেশের অন্য কোনো জেলার বাসিন্দারা পরিচয়পত্র নির্দিষ্ট সময়ে না উঠিয়ে থাকলে, তাঁদের প্রাপ্তি রসিদ সংশ্লিষ্ট উপজেলা, থানা বা জেলা নির্বাচন কর্মকর্তার মন্তব্যসহ প্রাপ্তি রসিদ জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। তাঁদের মূল প্রাপ্তি রসিদ প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে।
অভিবাসীরা যেভাবে জাতীয় পরিচয়পত্র পাবেনঃ
অভিবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ আছে। এ জন্য তাঁদের অবশ্যই দেশে আসতে হবে। তাঁদের থাকতে হবে পাসপোর্ট। আর তাতে বাংলাদেশে আসার সিল (অ্যারাইভাল সিল) থাকতে হবে। কারও যদি পাসপোর্ট না থাকে, তবে তাঁকে এমন কোনো কাগজ দেখাতে হবে, যেটা প্রমাণ করে যে তিনি বিদেশে ছিলেন। পাসপোর্ট বা সেই প্রমাণপত্র নিয়ে তাঁকে যেতে হবে তাঁর থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে।
সেখানে জাতীয় পরিচয়পত্র পাওয়া এবং ভোটার হওয়ার আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনকারীকে ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে আসতে হবে জেলা নির্বাচন কার্যালয়ে। সেই দপ্তর থেকে সব কাগজপত্র ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে থাকা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের দপ্তরে।
তবে জেলা নির্বাচন কার্যালয়ে কাগজপত্রের সব প্রক্রিয়া শেষ করে আবেদনকারী সেগুলো হাতে হাতে নিয়ে আসতে পারেন প্রকল্পের কার্যালয়ে। এখানে আবেদনকারীর ছবি তোলা হবে, নেওয়া হবে হাতের ছাপ ও চোখের (আইরিশ) স্ক্যান। এসব কাজ সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে প্রাপ্তি রসিদ দেওয়া হবে। তাতে আবেদনকারীকে ১৫ দিন পর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্পের দপ্তর থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে যাওয়ার জন্য বলা হবে। তখন অবশ্যই প্রাপ্তি রসিদ আবেদনকারীর সঙ্গে থাকতে হবে।
নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলেঃ
বাংলাদেশে কারও বয়স ১৮ বছর হলেই কেবল তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। দেশের প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে। এসব স্টেশনে ভোটার তালিকা তৈরি ও বিতরণের কাজ করা হবে। এগুলোয় কার্যক্রম শুরু হলে যখন যার বয়স ১৮ বছর হবে, তখন তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। এখন ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে তাদেরই, যাদের চিকিৎসা, পড়াশোনা বা কাজের জন্য বিদেশে যেতে হবে। এ জাতীয় কোনো প্রয়োজনীয়তার প্রমাণ দেখাতে হবে।
যোগাযোগঃ
ভোটার তালিকাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে যোগাযোগ করতে হবে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলার কার্যালয়ে।
বিস্তারিত পড়ুন

মোবাইলে সিমের আর দরকার নেই!

মোবাইলে সিমের আর দরকার নেই!

বিজ্ঞান-প্রযুক্তি 

ipad {focus_keyword} মোবাইলে সিমের আর দরকার নেই! ipadঢাকা: অ্যাপল এবার এমন একটি সিম কার্ড উদ্ভাবন করেছে যেটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক অপারেটরে সুইচ করা যাবে। এতে আগের মতো আর ওই নির্দিষ্ট অপারেটনের সিমকার্ড ভরতে হবে না।
গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় আইপ্যাড এয়ার-২, আইপ্যাড মিনি-৩ এবং রেটিনা ৫কে ডিসপ্লে সমৃদ্ধ আইম্যাকের আনুষ্ঠানিক অবমুক্তকরণ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ কথা জানান।
তিনি জানান, আইপ্যাড এয়ার-২ এর WiFi+ Cellular এনাবলড ভার্সনে এই ‘সফট সিম’ ইনস্টল করাই থাকবে। এটি এখন যুক্তরাজ্যের EE, T-Mobile এবং যুক্তরাষ্ট্রের AT&T ও Sprint অপারেটর সুইচ করা যাবে।
অ্যাপলে এর আগে ওই বিশেষ সিমের পাশাপাশি অপারেটর সিম ব্যবহার করতে হতো। এখন শুধু অ্যাপলের সিমটি ব্যবহার করলেই হবে। পরে এটি আইফোনেও ইনস্টল করে দেয়া হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপল এই সুবিধা চালু করায় এখন অপাটের কোম্পানিগুলো সত্যিকার প্রতিযোগিতায় পড়বে।
তবে এখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে অ্যাপল ছাড়া অন্য কোনো ডিভাইসে এ সুবিধা পাওয়া যাবে না।
বিস্তারিত পড়ুন

Best Petition Award achieved by the Department of Law

Best Petition Award achieved by the Department of Law
Southern Department of Law students have participated in the 2nd Advocate Aminul Huq Memorial Moot Court Competition organized by BLAST on 26th September’ 2014 at the Law Clinic of the Department of Law of the University of Chittagong. Southern University achieved ‘BEST PETITION AWARD’ and secured the position of 2nd Runners Up by defeating a team of University of Chittagong, Farhana Sultana and Shima Akhter participated as Mooters and MD Zillur Rahaman as Researcher. Roksana Akhter and Sazzatur Rahaman, Lecturers of the Department of Law of the Southern University of Bangladesh, have acted as the Trainers of the Team.
LikeLike ·  ·  · 821
বিস্তারিত পড়ুন

পাস নম্বর ৩৩ এর বেশি হচ্ছে

পাস নম্বর ৩৩ এর বেশি হচ্ছে

edu {focus_keyword} পাস নম্বর ৩৩ এর বেশি হচ্ছে eduঢাকা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছড়াছড়ি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গণহারে ফেল। ফলে সঙ্গত কারণেই শিক্ষার মান নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেছেন।
এই বিতর্কের শেষ না হতেই পাবলিক পরীক্ষাগুলোতে পাস নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে একটি বিষয়ে একশতে পাস নম্বর ৩৩। তবে এই পাস নম্বর বাড়িয়ে কতো করা হবে সে বিষয়টি পরিষ্কার করেনি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই পাবলিক পরীক্ষায় পাস নম্বর বাড়ানো হবে।
শিক্ষা সচিব বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। এখন শতকরা ৯৮ জন স্কুলে ভর্তি হচ্ছে। পাসের হার বেড়েছে, ভালো ফলের হারও বাড়ছে। আমাদেরও স্ট্যান্ডার্ড বাড়ানো প্রয়োজন।’
পাস নম্বর প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, ‘পাস নম্বর ৩৩ পৃথিবীর কোনো দেশে নেই। শিক্ষা পরিবারের সবাইকে নিয়ে সেমিনারের আয়োজন করব। সেখানে সবার মতামত নিয়ে পর্যায়ক্রমে পাস নম্বর বাড়ানো হবে।’
বিস্তারিত পড়ুন

মিনিটে প্রিন্ট ২৮ পৃষ্ঠা

মিনিটে প্রিন্ট ২৮ পৃষ্ঠা
printer {focus_keyword} মিনিটে প্রিন্ট ২৮ পৃষ্ঠা printer নেটওয়ার্ক ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধার সাশ্রয়ী প্রিন্টার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। স্যামসাং এম-২৮২০ এনডি মডেলের এই প্রিন্টারের মাধ্যমে প্রতি মিনিটে ২৮ পৃষ্ঠা প্রিন্ট করা যায়।
এই প্রিন্টারে রয়েছে ১২৪ মেগাবাইট র‌্যাম, ৬০০ মেগাহার্জ ডুয়ালকোর প্রসেসর। এর প্রিন্ট রেজ্যুলেশন ৪৮০০ বাই ৬০০ ডিপিআই। প্রিন্টারটির রয়েছে প্রতিমাসে ১২ হাজার পৃষ্ঠা ছাপার সক্ষমতা।
একই নেটওয়ার্কে থাকা একাধিক কম্পিউটার থেকে একই সঙ্গে প্রিন্ট দেয়া যায় এই প্রিন্টারে। ফলে নেটওয়ার্কে থাকলে কম্পিউটারগুলোর সঙ্গে বারে বারে প্রিন্টার সংযুক্ত করার ঝামেলা থাকে না।
আর ডুপ্লেক্স প্রিন্ট প্রযুক্তির কারণে ম্যানুয়ালি পৃষ্ঠা উল্টে উভয় পিঠে প্রিন্ট করার ঝামেলা নেই। স্বয়ংক্রিয়ভাবেই এই কাজটি করতে পারে স্যামসাং এম-২৮২০ এনডি প্রিন্টার।
দাম মাত্র ১৪ হাজার টাকা।
বিস্তারিত পড়ুন

চোখ উঠলে যা করবেন

চোখ উঠলে যা করবেন
eay {focus_keyword} চোখ উঠলে যা করবেন eay
ঢাকা: জীবনে সুখ যেমন আছে তেমনি অসুখও পাশাপাশি ওঁৎ পেতে থাকে। আর সেটা কখন এসে শরীরে বাসা বাঁধবে তা জানা যায় না। আজ আমরা যে রোগের কথা জানাবো তা হলো চোখ ওঠা।

চোখ ওঠা বলতে সাধারণভাবে চোখ লাল হওয়া, খচখচ করা, সামান্য ব্যথা করা, পিচুটি জমা এবং রোদে বা আলোতে তাকাতে কষ্ট হওয়া ও পানি পড়াকে বোঝোনো হয়। বিশেষ করে রাতে ঘুমের পর সকালে উঠলে চোখের কোণে পিচুটি বা ময়লা জমতে পারে। শিশুদের ক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়তে পারে। সর্দি ও চোখের চুলকানিও হতে পারে।
এ রোগকে সাধারণভাবে চিকিৎসকরা কনজাংটিভাইটিস বা কনজাংটিভার প্রদাহ বলে থাকে। চোখের কালো মণির চারদিকে যে সাদা অংশ দেখা যায়, এর আবরণকে চিকিৎসা বিজ্ঞানীরা কনজাংটিভা বলেন। চোখ উঠলে এই সাদা অংশ লাল হয়ে যায় এবং এখানে প্রদাহ বা জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। সাধারণভাবে এ রোগটি ঋতু পরিবর্তনের সময় দেখা দেয়। অর্থাৎ শীত শেষে গরম যখন পড়তে থাকে সে সময় এ রোগ দেখা দেয়। একই সঙ্গে এ সময় অন্যান্য ভাইরাসঘটিত রোগ যেমন সর্দি-কাশি বা ঠাণ্ডা জ্বর দেখা দেয়।
সাধারণভাবে ভাইরাসের কারণেই চোখ ওঠার মতো রোগ দেখা দেয়। কিন্তু ভাইরাসই চোখ ওঠার একমাত্র কারণ নয়। ব্যাপকহারে বা মহামারি আকারে যে চোখ ওঠা দেখা দেয় তা অ্যাডিনো নামে এক ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। স্কুল কলেজ থেকে এই রোগ ছড়াতে পারে। ঘনবসতি পূর্ণ এলাকায় কারো যদি ভাইরাসঘটিত চোখ ওঠা দেখা দেয় তাহলে সেখানে এই রোগ দ্রুত বিস্তার লাভ করতে থাকে।
এছাড়া রোগীর ব্যবহৃত গামছা, তোয়ালে যদি সুস্থ কেউ ব্যবহার করেন তবে তারও এ রোগ হতে পারে। রোগীর সঙ্গে একত্রে থাকার কারণে চোখ ওঠা হতে পারে। বাতাসের মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে। তবে সব চোখ ওঠাই কিন্তু ভাইরাসের কারণে হয় না। কোনো কোনো চোখ ওঠা ব্যাকটেরিয়ার কারণেও হয়।
চোখ ওঠলে চোখ লাল হবে কিন্তু চোখে ব্যথা হবে না বা চোখে ঝাপসাও দেখা যাবে না। যদি চোখ ওঠার সঙ্গে সঙ্গে এ ধরনের কোনো উপসর্গ দেখা দেয় তা হলে রোগীকে সর্তক হতে হবে। কারণ তখন ধরে নিতে হবে গ্লুকোমা বা আইরাইটিস নামে যে কোনো কারণে এ ধরনের উপসর্গ দেখা দিয়েছে। সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে মোটেও বিলম্ব করা ঠিক হবে না।
ভাইরাসজনিত চোখ ওঠার জন্য সাধারণভাবে তেমন কোনো ওষুধের দরকার পড়ে না। কারণ এ জাতীয় চোখ ওঠা সাতদিনের মধ্যেই ভালো হয়ে যায়। তারপরও চিকিৎসক কখনো কখনো এ জাতীয় চোখ ওঠার জন্য অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকেন। এটা দেয়া হয় সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে। ভাইরাসজনিত চোখের রোগের ফলে অন্যকোনো সংক্রমণ যেনো হামলা করতে না পারে সে জন্যেই এই অ্যান্টিবায়োটিক দেয়া হয়।
এছাড়া চোখ ওঠা ছাড়াও যদি জ্বর বা গলা ব্যথা জাতীয় উপসর্গ থাকে তবে তার জন্য চিকিৎসক ওষুধ প্রদান করবেন। এছাড়া ব্যাকটেরিয়াজনিত কারণে যদি চোখ উঠে থাকে তবে সেক্ষেত্রে চিকিৎসক অবশ্যই অ্যান্টিবায়োটিক দেবেন। এছাড়া প্রয়োজনীয় আরো ওষুধ দেবেন।
ভ্রান্ত ধারণা
চোখ ওঠলে গরম পানির সেঁক দিলে আরাম পাওয়া যায়। চোখ ওঠার সাথে সাথে অনেকেই চিকিৎসকের কাছে যেতে চান না। কিন্তু সাতদিনের মধ্যে চোখ ওঠা না গেলে অবশ্য চোখের ডাক্তারের কাছে যেতে হবে। এছাড়া চোখ ওঠার পর স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ চোখে দেয়া যাবে না। তাতে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। আর কারো চোখ উঠলে তাকে যতোটা সম্ভব একা থাকতে দিতে হবে।

চোখ ওঠলে কেউ কেউ শামুকের পানিসহ নানা ধরনের টোটকা চিকিৎসা করেন। এ জাতীয় চিকিৎষা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। না হলে অন্ধ হওয়ার আশঙ্কাসহ নানা ধরনের মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে।
বিস্তারিত পড়ুন

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) 

পরীক্ষার সময়সূচি

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি
বিস্তারিত পড়ুন

ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০০ পরবর্তী ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী

ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০০ পরবর্তী ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী


কুতুবদিয়া প্রতিনিধি:- ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০০ পরবর্তী ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী অনুষ্ঠান গত ৯ অক্টোবর প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ২০০০ পরবর্তী ব্যাচ সমূহের সহস্রাধীক প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে একটি বর্ণাঢ়্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে প্রধান অথিতির বক্ত্যবে মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, কুতুবদিয়ার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কার্যক্রম হাতে নিয়েছে তাতে আগামি দিনে কুতুবদিয়া বাসীর প্রাণের দাবীগুলি অতি শীঘ্রই বাস্তবায়ন করে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হবে। এত করে সৃষ্টি হবে বিভিন্ন কর্মসংস্থানের। তাছাড়া কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নিমার্ণ করা হবে বলেও উল্ল্যেখ করেন তিনি। বেলা ১২টায় সাংসদ আশেক উল্লাহ রফিক কুতুবদিয়া কলেজ পরিচালনা কমিটির সভায় অংশগ্রহন করেন। বক্তব্যে তিনি বলেন, কুতুবদিয়াবাসীর প্রাণের দাবী কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাধ নিমার্ণের কাজ শীঘ্রই শুরু হবে। এ ছাড়াও এই উপজেলার বিদ্যুতের সমস্যা সমাধানে কাজ শুরু হচ্ছে। খুব দ্রুততর সময়ে কুতুবদিয়াবাসী এর সুফল ভোগ করতে পারবে।একই সাথে কুতুবদিয়ায় একটি মহিলা কলেজ স্থাপন করা হবে। এ ছাড়া কুতুবদিয়া অবকাঠামো উন্নয়নকে প্রধান্য দেওয়া হবে। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও রিয়াদ মঈনুদ্দিনের সঞ্চ্লানায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বিকম,জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি মাষ্ঠার আহমদ উল্লাহ,সহকারী শিক্ষক আক্কাছ উদ্দিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ মোরশেদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেলিম উদ্দিন লিটন। এতে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র এইচ.এম.সাজ্জাদ,আরিফুল ইসলাম, সুমন পাল,এম নজরুল ইসলাম,ইখতিয়ার উদ্দিন,মুহিদুল হাসান হান্নান, মারুফ হোসেন, নেজাম উদ্দিন, মোঃ রাসেল, মোঃ কিশোয়ার হোসেন মিরু,এম.মুদাচ্ছির,মোঃ সরোয়ার কামাল নয়ন,মিজবাহ উদ্দিন,রিসাত আজিম, ওয়াহিদুল হাসান মান্নান, আরমান ছিদ্দিক সোহেল, ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন মঈনুল ইসলাম সুমন ও কোরআন তেলোয়াত করেন রিয়াদ।
কৌশিকের উপস্থাপনায় রাতে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০০১-১৪ ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিস্তারিত পড়ুন




কিশোরীর প্রথম ঋতুর আগের লক্ষণ


period {focus_keyword} কিশোরীর প্রথম ঋতুর আগের লক্ষণ periodঢাকা: প্রথম ঋতুর কখন হবে তা কিশোরীরা বুঝতে পারে না। কারণ আমাদের দেশের কিশোরীদের ঋতু সম্পর্কে কোনো ধারনাই থাকে না। ফলে প্রথম ঋতুতে কাপড়ে রক্ত লেগে তারা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। কেউ কেউ ভয় পায়, কেউ ভয়ে মা বা বাড়ির বড় কাউকে জানায় না। এ অবস্থায় মানসিকভাবে সে বিভিন্ন জটিলতার মুখে পড়ে।
কিন্তু কিশোরীর প্রথম ঋতুর সময়টি এমন হওয়া উচিত নয়। সচেতনভাবেই বাড়ির বড়দের বিষয়টি দেখা উচিত। কিন্তু কখন ঋতু শুরু হবে তা অনেকেই বোঝেন না। ঋতু শুরু হওয়ার আগে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। সেগুলো একটিু খেয়াল করলেই কিশোরীর নারী হওয়ার সময়টি সহজ হয়ে যায়।
সাধারণত ১২ থেকে ১৪ বছর বয়সের মধ্যেই কিশোরী শরীর ও মনে নারী হয়ে ওঠে। আর শরীরের দিক দিয়ে নারী হয়ে ওঠার বিষয়টিই হলো ঋতুস্রাব। জেনে নেয়া যাক কিশোরীর প্রথম ঋতুস্রাবের আগে কী কী লক্ষণ প্রকাশ পায়।
লক্ষণ
১. স্তনের বোঁটা ফুলে ওঠা এবং স্পর্শে ব্যথা লাগা ২. মাথা ব্যথা ৩. মাথা ঘোরা ৪. অবসাদ ৫. খাবারের প্রতি তীব্র আগ্রহ ৬. গ্যাস হওয়া বা ঢেকুর তোলা এবং ওজন বৃদ্ধি ৭. মুখে ব্রুণ হওয়া ৮. মেজাজের পরিবর্তন, বিরক্তিভাব বেড়ে যাওয়া, অস্থিরতা এবং বিষাদগ্রস্ততা ৯. ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিণ্য।
আর এসব লক্ষ প্রকশের আগেই কিশোরীকে ঋতু সম্পর্কে ধারণা দেয়া বাড়ির মা বোন বা ভাবিদের কর্তব্য। সেইসঙ্গে তাকে স্যানিটারি ন্যাপকিনও ব্যবহারও শিখিয়ে দেয়া উচিত।

বিস্তারিত পড়ুন