সাদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে ২০১৪ সামার সেমিস্টারের বিষয় ভিত্তিক ইংরেজি বক্তব্য প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগীতায় অংশ নেয় ব্যবসা প্রশাসন বিভাগের ৪৫ ও ৪৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীর। এতে অতিথি বিচারক ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর হেড অব বিজনেস জাকারিয়া মামুন এবং দৈনিক পূর্বদেশের ফিচার সম্পাদক দেব দুলাল ভৌমিক। বিচারক হিসেবে আরো উপস্থিত ছিলেন জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ডঃ সৌরভ শাখাওয়াত এবং ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক রাসেদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান বলেন, নিজেকে দক্ষ ও পরিপূর্ণ করে তুলতে ইংরেজি ভাষার কোন বিকল্প নেই, সুতরাং ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে একুশ শতকের চ্যলেঞ্জ মোকাবেলায় অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি ভাষা বলা এবং লিখার দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। সভাপতির বক্তব্যে ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীর বলেন, প্রতিযোগিতার বিশ্বে এই ধরনের নান্দনিক এবং মননশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের চাকরীর বাজারে আরো উপযোগী করে তুলবে বলে আমি বিশ্বাস করি। তিন মাসব্যাপি চলা এই প্রতিযোগিতায় সর্বমোট দশটি দল অংশ নেয় এবং প্রতিযোগিতার ফাইনালে উঠে মেগা মাইন্ড কোম্পানি প্রাইভেট লিঃ, গ্যালাক্সি প্রাইভেট লিঃ, ফ্লাই ট্রাই ওয়ান্ডার প্রাইভেট লিঃ ও ফ্রেন্স কোম্পানি লিঃ এই চারটি দল। বিজয়ী হয় মেগামাইন্ড প্রাইভেট লিঃ এবং তাদের প্রতিযোগিতার বিষয় ছিল রিব্যান্ডিং সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
পরে অতিথি বিচারকরা তাদের বক্তব্যে বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে অনন্য ভূমিকা পালন করে এবং তারা আশা প্রকাশ করেন এই ধরনের প্রতিযোগিতা ইউনিভার্সিটিতে সবসময় যেন আয়োজন করা হয়। পুরো প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা,পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক মোঃ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।
পোষ্ট বিভাগঃ
Southern
বিস্তারিত পড়ুন