সাদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা

সাদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা

সাদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে ২০১৪ সামার সেমিস্টারের বিষয় ভিত্তিক ইংরেজি বক্তব্য প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগীতায় অংশ নেয় ব্যবসা প্রশাসন বিভাগের ৪৫ ও ৪৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীর। এতে অতিথি বিচারক ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর হেড অব বিজনেস জাকারিয়া মামুন এবং দৈনিক পূর্বদেশের ফিচার সম্পাদক দেব দুলাল ভৌমিক। বিচারক হিসেবে আরো উপস্থিত ছিলেন জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ডঃ সৌরভ শাখাওয়াত এবং ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক রাসেদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান বলেননিজেকে দক্ষ ও পরিপূর্ণ করে তুলতে ইংরেজি ভাষার কোন বিকল্প নেইসুতরাং ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে একুশ শতকের চ্যলেঞ্জ মোকাবেলায় অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি ভাষা বলা এবং লিখার দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। সভাপতির বক্তব্যে ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীর বলেনপ্রতিযোগিতার বিশ্বে এই ধরনের নান্দনিক এবং মননশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের চাকরীর বাজারে আরো উপযোগী করে তুলবে বলে আমি বিশ্বাস করি। তিন মাসব্যাপি চলা এই প্রতিযোগিতায় সর্বমোট দশটি দল অংশ নেয় এবং প্রতিযোগিতার ফাইনালে উঠে মেগা মাইন্ড কোম্পানি প্রাইভেট লিঃগ্যালাক্সি প্রাইভেট লিঃফ্লাই ট্রাই ওয়ান্ডার প্রাইভেট লিঃ ও ফ্রেন্স কোম্পানি লিঃ এই চারটি দল। বিজয়ী হয় মেগামাইন্ড প্রাইভেট লিঃ এবং তাদের প্রতিযোগিতার বিষয় ছিল রিব্যান্ডিং সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
পরে অতিথি বিচারকরা তাদের বক্তব্যে বলেনএই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে অনন্য ভূমিকা পালন করে এবং তারা আশা প্রকাশ করেন এই ধরনের প্রতিযোগিতা ইউনিভার্সিটিতে সবসময় যেন আয়োজন করা হয়। পুরো প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা,পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক মোঃ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।
বিস্তারিত পড়ুন

নারী পটানোর ১০টি সহজ উপায়

নারী পটানোর ১০টি সহজ উপায়


সব ছেলেরাই চায় তাদের একটি সুন্দরী প্রেমিকা থাকুক। সেই অনুযায়ী চেষ্টাও করেন তারা। তবে বেশিরভাগ সময়েই কপালে জুটে ব্যর্থতার তিলক। কেন এমন হয়? কারণ তারা নিজেদের ব্যাপারেই সচেতন থাকেন না ঠিকমতো, আরেকজনকে দেখে রাখবেন কি!

যে দশটি ব্যাপারে সচেতন হলে প্রত্যেকটা ছেলের ভাগ্যেই জুটবে সুন্দরী প্রেমিকা। সেই সহজ দশটি ব্যাপার দেয়া হলো নিচে-
১. চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আলাপের সময় তার দেহের দিকে তাকাবেন না। এতে আপনার প্রতি তার বিরূপ ধারণা তৈরি হবে।
২. পরিপাটি থাকুন। নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধেয় ভালবাসেন।
৩. তাকে সহায়তা করুন। মেয়েরা সব সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়। যেমন কোট পরিধানে হাত বাড়িয়ে দিন। নারীর সেবায় উদার হোন।
৪. তার বন্ধুদের প্রতি সামাজিক হোন। তাদের নিজের মতো আপন করে নিন। মেয়েরা সামাজিক ও মিশুকদের প্রতি আকৃষ্ট হয়।
৫. একসঙ্গে থাকাবস্থায় ফোন পরিহার করার চেষ্টা করুন। ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী। তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে।
৬. তাকে বিভিন্ন প্রশ্ন করুন বিশেষত তার সম্পর্কে। মেয়েরা সব সময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে। যেমন তার ভাল লাগা, প্রিয় জিনিস ইত্যাদি।
৭. কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগতম জানান। এ বিষয়টি নারীদের ভীষণ প্রিয়।
৮. তার অ্যাপেয়ারেন্সের প্রশংসা করুন। যেমন তোমাকে খুব সুন্দর লাগছে। এ পোশাকে তোমাকে ভাল মানায় ইত্যাদি।
৯. তার থেকে পরামর্শ নিন। যেমন কোন কাজ শুরু করার আগে মতামত চাওয়া। এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন।
১০. তার ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। যেমন তোমাকে হাসিখুশি মনে হয়। তোমার সব কাজই ভাল হয়। তুমি অনেক পজিটিভ ইত্যাদি।
বিস্তারিত পড়ুন

শমসের নেওয়াজ মুক্তা জেলা ও উপজেলায় “শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা” নির্বাচিত

শমসের নেওয়াজ মুক্তা জেলা ও উপজেলায় “শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা” নির্বাচিত

kutubdia-pic-25-09-2014 - copyকক্সবাজার জেলার  প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা বাছাই প্রতিযোগিতায় গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কক্সবাজার জেলার ৮ উপজেলার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে  কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লাইট.লে.কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা’কে (২০১৪ সনের) জন্য শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেছে। উল্লেখ্য যে গত ১৬ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলার ৫৪ টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান, শিখনফল, পাঠ প্রস্তুতি, শ্রেণি কক্ষে পাঠ আদায়, শ্রেণি কার্যক্রমে উদ্ভাবনী কৌশল প্রয়োগ, শিক্ষর্থীদের ঝরে পড়া রোধসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা পূর্বক যাচাই-বাচাই করে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়েছে কর্মরত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ। জানা যায় শমসের নেওয়াজ মুক্তা “শিক্ষা ও সংস্কৃতি” প্রাঙ্গনে বারাবরই অবদান রেখে চলেছেন। তিনি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষায় সপ্তাহ-২০০৯ এ শিক্ষক পর্যায়ে নজরুল ও লোক সংগীতে অংশ গ্রহণ করে ১ম স্থান অধিকার করে, ২০০২ সালে শ্রেষ্ঠ গালর্স গাইড,১৯৯৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পি নির্বাচিত হওয়াসহ সংগীতে একাধিক পুরস্কার লাভ করে।
উল্লেখ্য যে তিনি কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া আদর্শ উচ্চ কিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্কাস উদ্দিনের সুযোগ্য কন্যা এবং কুতুবদিয়া কলেজের শিক্ষক শওকতুল ইসলামের সহধর্মীনী।
বিস্তারিত পড়ুন

ইমরান এইচ সরকারকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুলিশ

ইমরান এইচ সরকারকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুলিশ
ইমরানকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুলিশ। পুলিশের হামলায় গণজাগরণ মঞ্চের একাংশের আরো ৭/৮জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিয় পাঠক ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন
...
বিস্তারিত পড়ুন

গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ

 গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভরত গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন।
বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে সাদার্ন ইউনিভার্সিটির নামে ৩ অবৈধ শাখা ক্যাম্পাস!

চট্টগ্রামে সাদার্ন ইউনিভার্সিটির নামে ৩ অবৈধ শাখা ক্যাম্পাস!

ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরো
১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার,  
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা থাকতে পারে না। তারপরও শাখা রয়েছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের। চট্টগ্রাম মহানগরীর জিইসি, হালিশহর ও এমএম আলী রোডে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ নাম ব্যবহার করে তিনটি ক্যাম্পাসে শিাকার্যক্রম চলছে। তবে এই ক্যাম্পাসগুলো তাদের নয় বলে দাবি করলেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহান। তিনি বলেন, একটি মহল সাদার্ন ইউনিভার্সিটি নাম ব্যবহার করে ছাত্রছাত্রী ভর্তি করে প্রতারণা করছে। ক্যাম্পাসগুলোর কোনো বৈধতা নেই। 
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীতে সাদার্ন ইউনিভার্সিটি ২০০২ সালে শিাকার্যক্রম শুরু করে। এখানে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের নামে পাঁচটি ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে ৭৩৯/এ মেহেদীবাগ এবং ২২, শহীদ মির্জা লেইন মেহেদীবাগ মূল ক্যাম্পাস ছাড়া বাকি তিনটিকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশন ২০১২ সালের ১১ অগাস্ট পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈধ ক্যাম্পাসগুলোর তালিকা প্রকাশ করেছে। এতে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বৈধ ক্যাম্পাসের তালিকায় ছিল ৭৩৯/এ মেহেদীবাগ এবং ২২, শহীদ মির্জা লেইন মেহেদীবাগ ক্যাম্পাস। বাকি তিনটি ক্যাম্পাস তাদের দৃষ্টিতে অবৈধ। প্রজ্ঞাপনে বলা হয়, বৈধ ক্যাম্পাস ছাড়া বাকিগুলোতে শিাকার্যক্রম চালানো অবৈধ এবং  দণ্ডনীয় অপরাধ। 
অনুসন্ধানে জানা গেছে, মঞ্জুরি কমিশন কর্তৃক অবৈধ ক্যাম্পাসগুলোতে লোভনীয় প্রচারণার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম চলছে। শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ডের মাধ্যমে নিজেদের সাদার্ন ইউনিভার্সিটির বৈধ ক্যাম্পাস বলে দাবি করছে ক্যাম্পাস তিনটির কর্তৃপ। এতে প্রতারিত হচ্ছেন ছাত্রছাত্রীরা। 
এই বিষয়ে সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহান নয়াদিগন্তকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ তার মেহেদীবাগের মূল ক্যাম্পাস ছাড়া সব শাখা ক্যাম্পাস বন্ধ এবং অবৈধ ঘোষণা করে। কিন্তু শাখা ক্যাম্পাস তথা অবৈধ ক্যাম্পাসের তথাকথিত পরিচালকেরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিা মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে সম্পূর্ণ হীন স্বার্থে ও লোভের বশবর্তী হয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের ভর্তির মাধ্যমে প্রতারিত করছে।’
শাখা ক্যাম্পাসের পরিচালকেরা অভিযোগ করেন, ‘সাদার্ন ইউনিভার্সিটি মূল ক্যাম্পাস অর্থাৎ মেহেদীবাগ ক্যাম্পাসের সাথে চট্টগ্রামের জিইসি, হালিশহর ও এমএম আলী রোড শাখার সাথে ২০০৭ সালে ১০ বছর মেয়াদি একটি চুক্তি স্বারিত হয়। সেই চুক্তি মোতাবেক তারা শাখা ক্যাম্পাস পরিচালনা করে আসছিল। কিন্তু এখন মূল ক্যাম্পাস আইনের দোহাই দিয়ে চুক্তি বাতিল করে শাখা ক্যাম্পাসগুলোকে অবৈধ ঘোষণা করে।’
চুক্তি প্রসঙ্গে সরওয়ার জাহান বলেন, ‘যেকোনো চুক্তির ক্ষেত্রে দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং আইন পরিবর্তন হলে চুক্তি পরিবর্তন হতে পারে। যেহেতু শাখা ক্যাম্পাস বন্ধের বিষয়টি পুরোপুরি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সেহেতু শাখা ক্যাম্পাস বন্ধ করা ছাড়া সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপরে কিছু করার ছিল না।’
তিনি আরো বলেন, ইতোমধ্যে অবৈধ ক্যাম্পাস পরিচালনাকারীদের বিষয়ে সিএমএম কোর্টে মামলা করা হয়েছে, যা বিচারাধীন। 
তিনি বলেন, যারা সাদার্ন ইউনিভার্সিটির সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াসে লিপ্ত তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে।
বিস্তারিত পড়ুন

সিআইইউ ও সাদার্ন ইউনিভার্সিটিতে সাবিরুল ইসলাম ।। সাফল্যের জন্য তরুণদের দরকার দূরদৃষ্টি ও আত্মবিশ্বাস

সিআইইউ ও সাদার্ন ইউনিভার্সিটিতে সাবিরুল ইসলাম ।। সাফল্যের জন্য তরুণদের দরকার দূরদৃষ্টি ও আত্মবিশ্বাস

আজাদী ডেস্ক ॥
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তালেখক ও বক্তা সাবিরুল ইসলাম ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। গতকাল চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউএবং সাদার্ন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখেন তিনি। তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেনসুপ্ত চিন্তাদূরদৃষ্টি ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সাফল্য ধরা দেবে। আত্মবিশ্বাস হারালে চলবেনা। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
সিআইইউ মিলনায়তনে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (আইইউএএ),রোটারি ক্লাব অব চিটাগং মহানগরইকোনমিকস এন্ড ফিনান্স কালাস্টারসিআইইউ এর যৌথ উদ্যোগে আয়োজিত বক্তব্য সেশন সিআইইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডইরশাদ কামাল খানের সভাপতিত্বেঅনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর জয়েন্ট এডিটর বিশ্বজিৎ চৌধুরী । সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার রশিদ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইইউএএ প্রতিনিধি জাবিনা জিবরান চৌধুরী। সিআইইউ উপ-উপাচার্য ডইরশাদ কামাল খান স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশ্বজিৎ চৌধুরী তাঁর বক্তব্যে বলেনবাংলাদেশের যুবকদের সামর্থ আছে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার। তিনি বাংলাদেশের ছেলেদের সাফল্যের ঘটনাগুলো বর্ণনা করেন। তৌহিদ সামাদ তাঁর বক্তব্যে বলেন-সাবিরুল যুবক সামাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আত্নবিশ্বাসই হলো সকল সাফল্যের মূল। তিনি সকলকে সাবিরুলের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানান।
সাবিরুল তরুণদের সাফল্য লাভে পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এর প্রথমটি হচ্ছে আত্নবিশ্বাস। যে কোন পরিস্থিতিতে এই মনোভাব ধরে রাখা যেআমি পারবই। দ্বিতীয়ত:আনন্দের সঙ্গে প্রতিটি কাজ কাজ করা। তৃতীয়ত নিজের পথচলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হবে। ১০ বছর পর একজন নিজেকে কোথায় দেখতে চানতাঁর উচিত এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা।
চতুর্থত সহজ কর্মপরিকল্পনা গ্রহণ করা। প্রতিদিনই নিজের কোন পরিকল্পনা থাকতে হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে কাজ করতে হবে। নিজের পূর্বনির্ধারিত লক্ষ্য যেমন হবে,কর্মপরিকল্পনাও ঠিক সেভাবেই নিতে হবে।
আর সবচেয়ে জরুরি হচ্ছে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সাহায্য চাইতে দ্বিধায় ভোগাটা অনেকের স্বপ্নকে থমকে দিতে পারে। তাই আমি সবাইকে বলিআপনার জন্য সাহায্য ও সুযোগ অপেক্ষা করছেশুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে খুঁজে নিন।
সাদার্ন বিশ্ববিদ্যালয় :
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও রোটারি ক্লাব চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২০১৪ ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ভবিষ্যত উদ্যোক্তা কনভেনশনে বক্তব্য রাখেন সাবিরুল। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রণোদনামূলক বক্তব্য রাখেন তিনি বলেননিজের সুপ্ত চিন্তাকে কাজে লাগিয়ে নিজেকে বিকশিত করার উদ্ভাবনী শক্তি একমাত্র তোমার কাছেএই বিশ্বাসটাকে ধারন করে সামনে এগিয়ে যেতে হবে।
নগরীর ষোল শহর এল জি ই ডি ভবনের কনভেনশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীরের সভাপতিত্বে কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপচার্য প্রফেসর মোহাম্মদ আলী । এই সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহানউপ উপচার্য প্রফেসর ডাঃ শরীফুজ্জামানব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান,আইন বিভাগের প্রধান মহিউদ্দিন খালেদসিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আলী আশরাফরেজিস্ট্রার ডঃ মন্তাজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে উপচার্য নতুনদের উদ্দেশ্যে বলেনশিক্ষাকে শুধুমাত্র ক্লাসরুম এবং নোট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এবং একাডেমিক বইয়ের বাইরে ও বিভিন্ন বিষয় অধ্যয়ন করতে হবে। তিনি শিক্ষা অর্জনের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদেরকে ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে তোলার পরামর্শ দেন। খবর প্রেসবিজ্ঞপ্তির।
বিস্তারিত পড়ুন

17th Academic Council Meeting of Southern University

17th Academic Council Meeting of Southern University

                                                                

The 17th Academic Council Meeting of Southern University Bangladesh was held on 11th September 2014 , under the Chairmanship of Vice-Chancellor Prof. Mohammad Ali.
Founder & Treasurer Mr. Sarwar Jahan, Pro-VC. Dr. Sharifuzzaman, Dean of Business Administration Prof. Dr.Abdul Muktadir, Prof. Dr. Muin-ud-Din Ahmed Khan, Prof. Engr. Mozzamal Hoque, Prof. Mohiuddin Chowdhury, Prof. Dr. Nurul Mustafa, Prof. Shamsuzzaman Khan, Mrs. Ishrat Jahan, Prof. Dr. Saleh Jahur, Prof. 
Ahmed Hossain, Prof. Mohiuddin Khaled, Registrar Dr. Mantazul Islam, Engr. Md. Ali Ashraf, Mr. Atiquer Rahman, Dr. Shakhawat Ullah Chowdhury, Mr. Hadaate Ullah and Controller of Examination Mr. Rezaul Karim, were present in the meeting and participated in the discussion.

The meeting started with welcome speech given by the Honorable Chair and then the committee expressed a great condolence at the demise of legendry Nazrul singer Feroza Begum. After that the Academic committee was discussing different agendas like academic performance report, award of degrees to successful candidate, syllabus revision and miscellaneous.
                                                                            
বিস্তারিত পড়ুন

এই দেশে সবই সম্ভব !!! একই নাম, একই লগো ব্যবহার করে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়, শুধু ভিন্ন স্থান

এই দেশে সবই সম্ভব !!! একই নাম, একই লগো ব্যবহার করে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়, শুধু ভিন্ন স্থান


সাউদার্ন ইউনিভার্সিটি আর সাউদার্ন বিশ্বদ্যিালয় এর মধ্যে পার্থক্য কি ? একটি ইউজিসি থেকে অনুমতি প্রাপ্ত অন্যটি জয়েন্ট স্টক কোম্পানী থেকে রেজিষ্ট্রিকৃত । আজব দেশ । চট্টগ্রামের এই প্রতিষ্ঠানগুলোর একই লোগো, একই নাম । এই দেশে সবই সম্ভব !!! ইউজিসি, সরকার আছে কেন?

বিস্তারিত পড়ুন

৩১ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে অনুমোদন

৩১ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে অনুমোদন

৩১ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে অনুমোদন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম


ঢাকা: ৩১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিগ্রিধারীদের নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। একইসঙ্গে সমস্যা থাকায় সাতটি বিশ্ববিদ্যালয়ের ১১টি শাখার বিষয়ে আগামী ১৫ সেপ্টেম্বর শুনানি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৭ সেপ্টেম্বর বার কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

৩১টি বিশ্ববিদ্যালয় হচ্ছে- আশা ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, সিটি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্য্যালয়, ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি-সিলেট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, প্রাইময়েশিয়া ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সাউর্দান ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, দ্যা মিলেনিয়াম ইউনিভার্সিটি, দ্যা পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, উত্তরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়, জেড এইচ শিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

এছাড়া যে সাতটি বিশ্ববিদ্যালয়ের ১১টি শাখার বিষয়ে শুনানি হবে সেগুলো হলো- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি, উত্তরা, মিরপুর-১০ ও আশুলিয়া শাখা, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বনানী শাখা, প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর-১ ও উত্তরা শাখা, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উত্তরা শাখা, নর্দান বিশ্ববিদ্যালয়ের বনানী শাখা, আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ফার্মগেট শাখা, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম শাখা।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে আইন বিভাগে স্নাতকে ডিগ্রি অর্জনকারী সর্বমোট ১২ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর নামের তালিকা বাংলাদেশ বার কাউন্সিলে দাখিলের পর লিগ্যাল এডুকেশন কমিটির মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছর আইনজীবী হিসেবে অন্তর্ভূক্তির পরীক্ষায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফরম দেয়নি বার কাউন্সিল।

বিস্তারিত পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ,শুধুমাত্র মেহেদীবাগ শাখা UGC কতৃক অনুমোদিত:

সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ,শুধুমাত্র মেহেদীবাগ শাখা UGC কতৃক অনুমোদিত:

সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ মেহেদীবাগ শাখা UGC কতৃক অনুমোদিত :

সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
(মেহেদীবাগ শাখা) এর ছাত্র-ছাত্রীদের
প্রতি দৃষ্টি আকর্ষণ করছি....
আপনারা কোনো প্রকার বিভ্রান্তিতে বিব্রত
হবেন না.
ইউজিসি কতৃক প্রকাশিত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হীন বিশ্ববিদ্যালয়ের তালিকাতে আছে-
> দামপাড়া শাখা
> জিইসি শাখা
> হালিশহর শাখা
[ শুধুমাত্র মেহেদীবাগ শাখা UGC কতৃক অনুমোদিত
শাখা ]

আপনাদের মনের সন্দেহ এবং  বিভ্রান্তি দূর করার জন্য UGC কতৃক অনুমোদিত 
 List of Private Universities । নিচের লিংকে প্রবেশ করে ভেরিফাই করে দেখার জন্য অনুরোধ করছি 
http://www.ugc.gov.bd/university/?action=private
আশা করি পোস্ট শেয়ার করে নতুন ভর্তি ইচ্ছুক
ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের
বিভ্রান্তি হতে রক্ষা করবেন:


বিশ্ববিদ্যালয় কর্তৃক সতর্কীকরণ বিজ্ঞপ্তি:



বিস্তারিত পড়ুন

কাউকে অর্থ ধার দেওয়ার আগে যে ৭টি বিষয় বিবেচনা করবেন

কাউকে অর্থ ধার দেওয়ার আগে যে ৭টি বিষয় বিবেচনা করবেন
অর্থ ছাড়া জীবন চালানো যায় না। নিজেরসহ পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকে সুন্দর জীবন দিতে অর্থের বিকল্প নেই। আবার এই প্রয়োজনীয় অর্থই অনর্থের মূল কারণ হয়ে উঠতে পারে বলে সবাই মানেন। অথচ আমাদের হরহামেশাই মানুষের সঙ্গে অর্থের লেনদেন করতে হয়। নিজের প্রয়োজনে যেমন ঋণ নিতে হয়, তেমনি কাছের মানুষদের ঋণ দিতেও হয়। গোটা প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলেই আর বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। এখানে দেখেন নিন, ঋণ দেওয়ার সময় যে ৭টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন।
১. পরিস্থিতির বিশ্লেষণ : যখন কাছের কাউকে অর্থ ধার দেবেন, তখন গোটা পরিস্থিতি আরেকবার বিবেচনা করে নেওয়া উচিত। সত্যিকার অর্থেই কারো প্রয়োজন হলে তবেই এগিয়ে যান। তা ছাড়া প্রথমেই কেউ ঋণ চাইলে তা মোটেও ভালো লাগে না। সে ক্ষেত্রে তার প্রয়োজনটা বুঝতে আলোচনা করুন। তবে ভবিষ্যতে এই অর্থ যেন আপনাদের সম্পর্কে চিড় না ধরায়, তা এখনই নিশ্চিত করে নিন।
২. নিয়ম-কানুন নিয়ে আলোচনা : ঋণ দেওয়ার সময় আবেগকে প্রশ্রয় দেবেন না। ঋণগ্রহীতা অর্থ কীভাবে ফেরত দেবেন তা নিয়ে খোলাসা করে আলোচনা করুন। আবার এসব নিয়ে খুব বেশি বেশি কথা বলা বা একেবারেই কথা না বলাও সন্দেহের সৃষ্টি করে। তাই পরিশোধের নিয়ম-কানুনের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করুন।
৩. ঋণ দেওয়ার সামর্থ্য : এমন পরিমাণ ঋণ দিন যা আপনার সাধ্যের মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, যিনি নিচ্ছেন তিনি ফেরত দিতে পারবেন কিনা তাও বুঝতে হবে আপনার। তাই নিজের সামর্থ্য এবং গ্রহীতার সামর্থ বুঝে ঋণ দেওয়া উচিত।
৪. সময় বেঁধে নিন : যদি কাছের কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন, তবে তা ফেরত দেওয়ার জন্য নির্দিষ্ট সময় ধরে নিয়ম ঠিক করুন। তাই বলে গ্রহীতা যত বেশি সময় চাইবেন, আপনি তত সময় দেবেন তা নয়। পাশাপাশি আপনারও দায়িত্ব এমন সময় দেওয়া যাতে করে পরিশোধের জন্যেও গ্রহীতার কাছে তা সহনীয় হয়।
৫. সুদ নয় : কাছের কোনো মানুষকে ঋণ দিলে সেখান থেকে সুদ নেবেন না। আপনি যদি ঋণদাতা প্রতিষ্ঠানের মতো আচরণ করেন, তবে সম্পর্ক কোথায় থাকলো? আর তিনিই বা আপনার কাছে আসবেন কেন? এসব ক্ষেত্রে মানুষের অতি প্রয়োজনের সুযোগ নিয়ে আপনি সুদ চাপিয়ে দিতে পারেন। কিন্তু তাতে আপনাদের সম্পর্ক আজীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে।
৬. অভ্যাসে পরিণত করবেন না : আপনি হয়তো বন্ধু-স্বজনের কাছে একজন পরিচিত উপকারী মানুষ। মাঝে মধ্যে অর্থ ধার দেওয়ার মাধ্যমে বড় ধরনের সাহায্য করা যায়। তাই বলে টাকা ধার দেওয়া নিজের অভ্যাসে পরিণত করবেন না। এতে করে যারা ঋণ নিয়েছেন তারা সব সময় আপনার কাছে ধরনা দেবেন। ফলে এক সময় ব্যাপক সমস্যায় পড়তে হবে।
৭. সাক্ষী রাখুন : কাউকে অর্থ ধার দেওয়ার সময় পরিচিত দুই-একজনকে সাক্ষী হিসেবে রাখুন। এটা সাধারণ নিয়মের মধ্যেই পড়ে। অনেকেই বলেন, সাক্ষী এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় যে, সন্তানকে ধার দেওয়ার সময়ও কাউকে না কাউকে সাক্ষী রাখতে হয়। এর পর পর্যবেক্ষণ করুন, কোন মানুষগুলো আপনার অর্থ কৃতজ্ঞতার সঙ্গে এসে ফেরত দিচ্ছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিস্তারিত পড়ুন

প্রযুক্তির ব্যবহার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।

প্রযুক্তির ব্যবহার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে “তেল, গ্যাস এবং পানির পাইপ লাইনে আধুনিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত ।
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে “তেল, গ্যাস এবং পানির পাইপ লাইনে আধুনিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আব্দুল হামিদ মিরদাদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গেস্ট প্রভাষক, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, প্রধান বক্তৃতা প্রদান করেন। সেমিনারে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইঞ্জিঃ এম আলী আশরাফ। সেমিনারটি সংকলন করেন পুরকৌশল বিভাগের প্রভাষক এ এম ফিরোজ রশিদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষকাবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিগণ সেমিনারে উপস্থিত ছিলেন।
পানির পাইপ লাইনের দিক পরিবর্তনের জন্য স্টিল এলবো গুলোকে অনেক চাপ সহ্য করতে হয় যা সোজা পাইপের চেয়ে অনেক বেশি। অতিরিক্ত চাপকে সিভিল ইঞ্জিঃ এর ভাষায় “বোর্ডন প্রভাব” বলে যা পাইপের তরলকে সবসময় সোজা পথে চালাতে চেষ্টা করে যার জন্য এলবোতে অনেক চাপের সৃষ্টি হয়। ইঞ্জিনিয়ার হামিদ বলেন, এই প্রভাবের ফলে পাইপের দুই দিকে দুই ধরনের চাপের সৃষ্টি হয় এবং ইঞ্জিনিয়াররা যদি এই প্রভাবকে মাথায় না নিয়ে পাইপলাইন ডিজাইন করেন তাহলে পাইপলাইন আকস্মিকভাবে বাকা হয়ে যেতে পারে এমনকি ভেঙ্গেও যেতে পারে।
পেশাগত ইঞ্জিনিয়াররা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, এই গবেষনা, আমাদের দেশের ওয়াসার পাইপলাইনের যে লিক গুলো হয় তা কমাতে পারবে। ইঞ্জিনিয়ার হামিদ, এই গবেষণাটি করেছিলেন কানাডার তেল এবং গ্যাস এর একটি বৃহত্তর প্রতিষ্ঠান “ট্রান্সকানাডা পাইপলাইন লিমিটেড” এবং আলবার্টা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পে।
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ায় হচ্ছে গভীর সমুদ্রবন্দর

কুতুবদিয়ায় হচ্ছে গভীর সমুদ্রবন্দর
সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের
এবার কুতুবদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দক্ষতা ও কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এ দুই প্রকল্পেই সহযোগিতা করতে আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল দুপুরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠক শেষ সাংবাদিকদের এসব কথা বলেন।পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার কুতুবদিয়ায় একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে আগ্রহী। এক্ষেত্রে বিশ্বব্যাংক তাদের প্রস্তাব নিয়ে আসতে পারে। যেহেতু গভীর সমুদ্র বন্দর তৈরি একটু সময়সাপেক্ষ সেক্ষেত্রে বিশ্বব্যাংক তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বৃদ্ধিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা বৃদ্ধি এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দক্ষতা ও কার্গো হ্যান্ডেলিংদক্ষতা আরও বৃদ্ধির জন্য সরকার বিশ্বব্যাংকের সহযোগিতা আশা করছে। দেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্যই এটি দরকার বলেও মনে করেন মন্ত্রী।বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর সরকারের এ প্রস্তাবকে ইতিবাচক আখ্যায়িত করে বলেন, বিশ্বব্যাংক চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করতে আগ্রহী। কুতুবদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিশ্বব্যাংক প্রথমে সম্ভাব্যতা যাচাই করবে এরপর সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট জানান, বিশ্বব্যাংক চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দক্ষতা ও কার্গো হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী। বিশ্বব্যাংক বাংলাদেশে তাদের চলমান বিভিন্ন প্রকল্পে ২.৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখবে। ভবিষ্যতে এ সহায়তার পরিমাণ বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। পরিকল্পনামন্ত্রী চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি বিল্ডিং-এ বিশ্বব্যাংকের সহায়তা চেয়ে বলেন, বাংলাদেশে জিডিপি বর্তমানে ৬ শতাংশের উপরে। অচিরেই এ হার ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। তখন চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধি করা না গেলে দেশের অর্থনীতি সমস্যায় পড়ে যাবে। কাজেই বিশ্বব্যাংক চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা ও কার্গো হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধিতে এখনই আমাদের সাহায্য করতে পারে। এ ছাড়া বিশ্বব্যাংক বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান মন্ত্রী। বিশ্বব্যাংকের সিনিয়র ইকনমিষ্ট ইফ্ফাত শরীফ বলেন, সরকার সামাজিক নিরাপত্তার অনেকগুলো খাতে সফলতা দেখালেও পুষ্টি খাতে সরকারের আরও কার্যকর ভূমিকা দরকার। বিশ্বব্যাংক পুষ্টি খাতে সহায়তা দিতে নতুন প্রকল্প নিয়ে আসছে।
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটিতে কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটিতে কর্মশালা
সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে “সিজিপিএ বনাম এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস” বিষয়ক কর্মশালা ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সাদার্ন ইউনিভার্সিটি এবং দেশ জবসের যৌথ উদ্যোগে এই কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ডন কনসালটেনসি এর প্রধান প্রশিক্ষক জি সামদানি। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানকর্মশালার উদ্বোধন করেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ৯৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষায় সিজিপিএ এর পাশাপাশি কিভাবে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস-এ বেশি দক্ষ হওয়া যায় সে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে প্রধান প্রশিক্ষক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধান অতিথি সরওয়ার জাহান বলেনক্যারিয়ারের জন্য সিজিপিএ অর্থাৎ ভালো ফলাফল যেমন প্রয়োজন তেমনি পড়ালেখার পাশাপাশি অন্যান্য বিষয় যেমন ডিবেটিং,খেলাধুলাঅভিনয়আবৃত্তিসংগীতসাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে হবে। পরে তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।
বিস্তারিত পড়ুন

দি মারিয়া জাদুতে আর্জেন্টিনার ‘প্রতিশোধ’

দি মারিয়া জাদুতে আর্জেন্টিনার ‘প্রতিশোধ’

বিস্তারিত পড়ুন